কলকাতা, 21 অক্টোবর : মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে দুটি ব্যাঙ্ক কর্মী সংগঠন । অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ় অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ় ফেডারেশন অফ ইন্ডিয়ার ডাকে আগামীকাল ব্যাঙ্কের সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে ৷
একগুচ্ছ দাবি নিয়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদের পাশাপাশি প্রবীণ নাগরিকদের সুদের হার কমিয়ে দেওয়ারও প্রতিবাদ জানানো হয়েছে । ফেডারেশন অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি সঞ্জয় দাস জানিয়েছেন, আগামীকালের ধর্মঘটকে সর্বতভাবে সমর্থন করছেন তাঁরা । তিনি বলেন, "ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদে এবং প্রবীণ নাগরিকদের সুদের হার যেভাবে কমিয়ে দেওয়া হচ্ছে তার জন্য সরকারকে সতর্ক করছি । সমস্যার সমাধান না হলে লাগাতার ধর্মঘটের পথে যেতে হবে ব্যাঙ্ক কর্মচারীদের ।"
এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে । এই অবস্থায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে আরও বেশি শক্তিশালী করা উচিত ছিল বলে মনে করেন সঞ্জয় দাস । তাঁর অভিযোগ, সরকার উলটো পথে হাঁটছে । ব্যাঙ্ক গ্রাহকদের সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে । সাধারণ গ্রাহকদের পরিষেবার নাম করে সরকার তাদের সমস্যায় ফেলেছে ৷ ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে কর্মসংস্থান হ্রাস পাবে বলে মনে করেন তিনি । এতে হয়রানি বাড়বে গ্রাহকদের । তাই আগামীকালের ব্যাঙ্ক ধর্মঘটকে সবকটি ব্যাঙ্ক অফিসার্স কর্মচারী সংগঠন সমর্থন করছে বলে জানিয়েছেন তিনি ৷
ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব পড়বে ATM গুলিতে ।