ETV Bharat / state

মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘট - ধর্মঘটের ডাক দুটি ব্যাঙ্ক কর্মী সংগঠনের

আগামীকাল ব্যাঙ্ক ধর্মঘট ৷ ব্যাঙ্ক সংযুক্তিকরণ ও প্রবীণ নাগরিকদের সুদের হার কমিয়ে দেওয়ার প্রতিবাদে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ় অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ় ফেডারেশন অফ ইন্ডিয়া এই ধর্মঘটের ডাক দিয়েছে ৷

ছবি
author img

By

Published : Oct 21, 2019, 5:24 PM IST

Updated : Oct 21, 2019, 6:40 PM IST

কলকাতা, 21 অক্টোবর : মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে দুটি ব্যাঙ্ক কর্মী সংগঠন । অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ় অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ় ফেডারেশন অফ ইন্ডিয়ার ডাকে আগামীকাল ব্যাঙ্কের সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে ৷

একগুচ্ছ দাবি নিয়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদের পাশাপাশি প্রবীণ নাগরিকদের সুদের হার কমিয়ে দেওয়ারও প্রতিবাদ জানানো হয়েছে । ফেডারেশন অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি সঞ্জয় দাস জানিয়েছেন, আগামীকালের ধর্মঘটকে সর্বতভাবে সমর্থন করছেন তাঁরা । তিনি বলেন, "ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদে এবং প্রবীণ নাগরিকদের সুদের হার যেভাবে কমিয়ে দেওয়া হচ্ছে তার জন্য সরকারকে সতর্ক করছি । সমস্যার সমাধান না হলে লাগাতার ধর্মঘটের পথে যেতে হবে ব্যাঙ্ক কর্মচারীদের ।"

ভিডিয়োয় শুনুন সঞ্জয় দাসের বক্তব্য

এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে । এই অবস্থায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে আরও বেশি শক্তিশালী করা উচিত ছিল বলে মনে করেন সঞ্জয় দাস । তাঁর অভিযোগ, সরকার উলটো পথে হাঁটছে । ব্যাঙ্ক গ্রাহকদের সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে । সাধারণ গ্রাহকদের পরিষেবার নাম করে সরকার তাদের সমস্যায় ফেলেছে ৷ ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে কর্মসংস্থান হ্রাস পাবে বলে মনে করেন তিনি । এতে হয়রানি বাড়বে গ্রাহকদের । তাই আগামীকালের ব্যাঙ্ক ধর্মঘটকে সবকটি ব্যাঙ্ক অফিসার্স কর্মচারী সংগঠন সমর্থন করছে বলে জানিয়েছেন তিনি ৷

ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব পড়বে ATM গুলিতে ।

কলকাতা, 21 অক্টোবর : মঙ্গলবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে দুটি ব্যাঙ্ক কর্মী সংগঠন । অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ় অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ় ফেডারেশন অফ ইন্ডিয়ার ডাকে আগামীকাল ব্যাঙ্কের সমস্ত কাজকর্ম বন্ধ থাকবে ৷

একগুচ্ছ দাবি নিয়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদের পাশাপাশি প্রবীণ নাগরিকদের সুদের হার কমিয়ে দেওয়ারও প্রতিবাদ জানানো হয়েছে । ফেডারেশন অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি সঞ্জয় দাস জানিয়েছেন, আগামীকালের ধর্মঘটকে সর্বতভাবে সমর্থন করছেন তাঁরা । তিনি বলেন, "ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদে এবং প্রবীণ নাগরিকদের সুদের হার যেভাবে কমিয়ে দেওয়া হচ্ছে তার জন্য সরকারকে সতর্ক করছি । সমস্যার সমাধান না হলে লাগাতার ধর্মঘটের পথে যেতে হবে ব্যাঙ্ক কর্মচারীদের ।"

ভিডিয়োয় শুনুন সঞ্জয় দাসের বক্তব্য

এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে । এই অবস্থায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে আরও বেশি শক্তিশালী করা উচিত ছিল বলে মনে করেন সঞ্জয় দাস । তাঁর অভিযোগ, সরকার উলটো পথে হাঁটছে । ব্যাঙ্ক গ্রাহকদের সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে । সাধারণ গ্রাহকদের পরিষেবার নাম করে সরকার তাদের সমস্যায় ফেলেছে ৷ ব্যাঙ্ক সংযুক্তিকরণের ফলে কর্মসংস্থান হ্রাস পাবে বলে মনে করেন তিনি । এতে হয়রানি বাড়বে গ্রাহকদের । তাই আগামীকালের ব্যাঙ্ক ধর্মঘটকে সবকটি ব্যাঙ্ক অফিসার্স কর্মচারী সংগঠন সমর্থন করছে বলে জানিয়েছেন তিনি ৷

ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব পড়বে ATM গুলিতে ।

Intro:আগামীকাল ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে দুটি ব্যাঙ্ক কর্মী সংগঠন। অল ইন্ডিয়া ব্যাংক এম্প্লয়িস অ্যাসোসিয়েশন, এবং ব্যাংক এম্প্লয়িস ফেডারেশন অফ ইন্ডিয়ার ডাকে আগামীকাল ব্যাংক ধর্মঘটের প্রভাব পড়বে এটিএম গুলিতে।


Body:একগুচ্ছ দাবি নিয়ে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ব্যাংক সংযুক্তিকরণের প্রতিবাদের পাশাপাশি প্রবীণ নাগরিকদের সুদের হার কমিয়ে দেওয়ারও প্রতিবাদ জানানো হয়েছে।
ফেডারেশন অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি সঞ্জয় দাস জানিয়েছেন, আগামীকালের ধর্মঘটকে সর্বতোভাবে সমর্থন করছেন তারা। তিনি বলেন, ব্যাংক সংযুক্ত করার প্রতিবাদে এবং প্রবীণ নাগরিকদের সুদের হার যেভাবে কমিয়ে দেওয়া হচ্ছে তার জন্য সরকারকে সতর্ক করেছি। সমস্যার সমাধান না হলে লাগাতার ধর্মঘটের পথে যেতে হবে ব্যাংক কর্মচারীদের।
এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। এই অবস্থায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে আরো বেশি শক্তিশালী করা উচিত ছিল বলে মনে করেন সঞ্জয় দাস। সরকার উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেন তিনি। সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে। সাধারণ গ্রাহকদের পরিষেবার নাম করে সরকার তাদের সমস্যায় ফেলেছেন বলে অভিযোগ করেন তিনি। এর জন্য সরকারকে দায়ী করেছেন ফেডারেশন অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি সঞ্জয় দাস।
ব্যাংক সংযুক্তিকরণের ফলে কর্মসংস্থান ক্ষমতা বৃদ্ধি পাবে বলে মনে করেন তিনি। ব্যাংক সংযুক্তিকরণ হলে গ্রাহকদের সমস্যা আরো বাড়বে। ব্যাংকের শাখা কমে গেলে হয়রানি বাড়বে গ্রাহকদের। তাই আগামীকালের ব্যাঙ্ক ধর্মঘটকে সবকটি ব্যাংক অফিসার্স কর্মচারী সংগঠন সমর্থন করছে বলে জানিয়েছেন তিনি।
আগামীকালের ব্যাংক ধর্মঘটের ফলে ব্যাপকভাবে প্রভাব পড়বে এটিএম গুলিতে। এটিএমে পর্যাপ্ত টাকা না থাকায় অবিলম্বে আজকে রাতের মধ্যে ক্যাশ টাকা তুলে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন তিনি।


Conclusion:
Last Updated : Oct 21, 2019, 6:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.