ETV Bharat / state

Bhabanipur Bye-Election : পাখির চোখ ভবানীপুর, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলল নির্বাচন কমিশন

আগামিকাল ফের নির্বাচন রাজ্যে ৷ ভবানীপুর, সামশেরগঞ্জ, জঙ্গিপুরে ৷ সব ক'টি কেন্দ্রকেই নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন ৷

রাজ্যে 3টি কেন্দ্রে নির্বাচন
রাজ্যে 3টি কেন্দ্রে নির্বাচন
author img

By

Published : Sep 29, 2021, 8:21 AM IST

Updated : Sep 29, 2021, 10:37 AM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর : আগামিকাল, 30 সেপ্টেম্বর রাজ্যের 3টি বিধানসভা কেন্দ্র ভবানীপুর, সামশেরগঞ্জ, জঙ্গিপুরে ভোট । কিন্তু এর মধ্যে সবার নজর ভবানীপুর উপনির্বাচন ৷ খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী এই কেন্দ্রের প্রার্থী ৷ তাই এই হাইভোল্টেজ কেন্দ্রে আইনশৃঙ্খলা নিয়ে কোনওরকম আপস করবে না নির্বাচন কমিশন (Election Commission of India) । ভোটের 48 ঘণ্টা আগে থেকে বুথের 200 মিটারের মধ্যে 144 ধারা জারি করল কমিশন । পাশাপাশি কেন্দ্রের সব বুথে ওয়েব কাস্টিংয়ের (Webcasting) ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে । অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিধানসভা কেন্দ্রগুলি ও তার চারপাশ । প্রতিটি বুথের নিরাপত্তায় থাকবে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী (Central Armed Police Forces, CAPF) এবং প্রচুর পুলিশ কর্মী ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 287 টি বুথের জন্য হাফ সেকশন অর্থাৎ 3 জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হবে । এছাড়া এলাকায় টহল দেবে 'কুইক রেসপন্স টিম' (Quick Response Team, QRT) । বুথের বাইরে ও পুরো এলাকার দায়িত্বে থাকছে কলকাতা পুলিশ (Kolkata Police) । এলাকার প্রতিটি থানার নিরাপত্তার দায়িত্বে একজন করে ডেপুটি কমিশনার থাকবেন ।

আরও পড়ুন : Bhabanipur By-Election : ভবানীপুরের 100 শতাংশ বুথেই হবে ওয়েব কাস্টিং; তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ

বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত ভবানীপুরে 38টি জায়গায় থাকবে পুলিশ পিকেটিং । শুধু তাই নয়, ভবানীপুর আসনে 9 টি জায়গায় 'হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড' (Heavy Radio Flying Squad) মোতায়েন করা হবে বলে সূত্রে জানা গিয়েছে । পাশাপাশি থাকছে 23 টি মোবাইল ভ্যান (Mobile Van) ।

অন্যদিকে জঙ্গিপুরে 363 টি ও সামশেরগঞ্জে 329 টি বুথ করা হয়েছে । 30 সেপ্টেম্বরের উপনির্বাচন, নির্বাচনের জন্য রাজ্যে এসেছে মোট 52 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Reserve Police Force, CRPF ) । এর মধ্যে ভবানীপুরে 15, জঙ্গিপুরে 18 ও সামশেরগঞ্জে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে । থাকছেন দু’জন পুলিশ পর্যবেক্ষক, দু‌'জন সাধারণ পর্যবেক্ষক । বৃষ্টির জন্য প্রত্যেকটি বুথে ছাউনির ব্যবস্থা করা হয়েছে । আর পাশাপাশি বিভিন্ন অঞ্চলে জমা জল যাতে দ্রুত নেমে যেতে পারে, তেমনই পদক্ষেপ করা হয়েছে ।

কলকাতা, 29 সেপ্টেম্বর : আগামিকাল, 30 সেপ্টেম্বর রাজ্যের 3টি বিধানসভা কেন্দ্র ভবানীপুর, সামশেরগঞ্জ, জঙ্গিপুরে ভোট । কিন্তু এর মধ্যে সবার নজর ভবানীপুর উপনির্বাচন ৷ খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী এই কেন্দ্রের প্রার্থী ৷ তাই এই হাইভোল্টেজ কেন্দ্রে আইনশৃঙ্খলা নিয়ে কোনওরকম আপস করবে না নির্বাচন কমিশন (Election Commission of India) । ভোটের 48 ঘণ্টা আগে থেকে বুথের 200 মিটারের মধ্যে 144 ধারা জারি করল কমিশন । পাশাপাশি কেন্দ্রের সব বুথে ওয়েব কাস্টিংয়ের (Webcasting) ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে । অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিধানসভা কেন্দ্রগুলি ও তার চারপাশ । প্রতিটি বুথের নিরাপত্তায় থাকবে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী (Central Armed Police Forces, CAPF) এবং প্রচুর পুলিশ কর্মী ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে 287 টি বুথের জন্য হাফ সেকশন অর্থাৎ 3 জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হবে । এছাড়া এলাকায় টহল দেবে 'কুইক রেসপন্স টিম' (Quick Response Team, QRT) । বুথের বাইরে ও পুরো এলাকার দায়িত্বে থাকছে কলকাতা পুলিশ (Kolkata Police) । এলাকার প্রতিটি থানার নিরাপত্তার দায়িত্বে একজন করে ডেপুটি কমিশনার থাকবেন ।

আরও পড়ুন : Bhabanipur By-Election : ভবানীপুরের 100 শতাংশ বুথেই হবে ওয়েব কাস্টিং; তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ

বৃহস্পতিবার সকাল থেকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত ভবানীপুরে 38টি জায়গায় থাকবে পুলিশ পিকেটিং । শুধু তাই নয়, ভবানীপুর আসনে 9 টি জায়গায় 'হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াড' (Heavy Radio Flying Squad) মোতায়েন করা হবে বলে সূত্রে জানা গিয়েছে । পাশাপাশি থাকছে 23 টি মোবাইল ভ্যান (Mobile Van) ।

অন্যদিকে জঙ্গিপুরে 363 টি ও সামশেরগঞ্জে 329 টি বুথ করা হয়েছে । 30 সেপ্টেম্বরের উপনির্বাচন, নির্বাচনের জন্য রাজ্যে এসেছে মোট 52 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Reserve Police Force, CRPF ) । এর মধ্যে ভবানীপুরে 15, জঙ্গিপুরে 18 ও সামশেরগঞ্জে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে । থাকছেন দু’জন পুলিশ পর্যবেক্ষক, দু‌'জন সাধারণ পর্যবেক্ষক । বৃষ্টির জন্য প্রত্যেকটি বুথে ছাউনির ব্যবস্থা করা হয়েছে । আর পাশাপাশি বিভিন্ন অঞ্চলে জমা জল যাতে দ্রুত নেমে যেতে পারে, তেমনই পদক্ষেপ করা হয়েছে ।

Last Updated : Sep 29, 2021, 10:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.