কলকাতা, 9 ফেব্রুয়ারি: নির্বাচনের আগে জাল-সহ ধৃত ২ (STF arrest 2 peoples) । মঙ্গলবার রাতে সল্টলেকের ইএম বাইপাস সংলগ্ন এক মাছের ভেড়িতে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ । সেখান থেকে মহসিন খান ও তনয় দাস নামে দু'জনকে গ্রেফতার করে এসটিএফ । ধৃতরা উত্তর ২৪ পরগনার বারাসত এলকার বাসিন্দা ।
সূত্রের খবর, নির্বাচনের কারণে সল্টলেকে নিরাপত্তা ব্যবস্থা বেশ আটোসাঁটো (recover fake currency) । গোপনসূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সল্টলেকের ওই মাছের ভেড়িতে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ । সেইসময়ে ভেড়িতে উপস্থিত সন্দেহভাজন দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ । তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ায় ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের কাছ থেকে ৫ লক্ষ ৬৫ হাজার ৫০০ টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছে এসটিএফ । এই টাকা তারা কোথা থেকে পেল তা জানতে ধৃতদের জেরা চালাচ্ছে পুলিশ ।
আরও পড়ুন: Fake Currency Recover : জেরক্সের দোকান থেকে উদ্ধার জাল নোট, আটক 1
উল্লেখ্য, আগামী শনিবার বিধাননগরে পুর ভোট । কঠোর নিরাপত্তার ঘেরা টোপে মুড়ে ফেলা হয়েছে বিধাননগর এলাকা । তার মধ্যেই এই বিপুল পরিমাণ নোট উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । ভোটের আগে এত জাল নোট কীভাবে এল তা জানতে তদন্ত শুরু হয়েছে । এই টাকা গুলি কোথা থেকে কেন আনা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ । এই জাল নোটগুলি কী উদ্দেশ্যে আনা হয়েছিল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।