ETV Bharat / state

পেট্রল-ডিজ়েলের আগুন-দাম, মাথায় হাত গ্রাহক-বিক্রেতার

author img

By

Published : Feb 13, 2021, 9:01 PM IST

যে হারে পেট্রল, ডিজ়েলের দাম বাড়ছে, তাতে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের । গাড়িতে তেল ভরবেন... নাকি গাড়ি রিপেয়ারিংয়ে খরচ করবেন... ভেবে পাচ্ছেন না তাঁরা ।

Petrol Diesel price in Kolkata
ছবি

কলকাতা, 13 ফেব্রুয়ারি : পেট্রোপণ্যের বাজার অগ্নিমূল্য হওয়ার প্রতিবাদ জানিয়ে দফায় দফায় রাজ্য তথা কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন প্রতিবাদে জানিয়েছে । তাও পেট্রল ডিজ়েলের বাজার কিছুতেই ঠান্ডা হচ্ছে না । দিনের-পর-দিন পেট্রল ডিজ়েলের মূল্য বৃদ্ধি পাচ্ছে । আর এই মূল্য বৃদ্ধির ফলে পেট্রল পাম্পে আগের তুলনায় গাড়ি আসার প্রবণতাও কমছে । ভবিষ্যতে এমনটা হলে ব্যবসায় প্রবল ক্ষতির আশঙ্কা করছেন খোদ পেট্রল পাম্প মালিকরা ।

12 ফেব্রুয়ারি কলকাতা ,দিল্লি, মুম্বাই, চেন্নাইতে পেট্রল ও ডিজ়েলের সবথেকে বেশি মূল্য বৃদ্ধি হয়েছিল । এই পরিস্থিতিতে ক্ষতির আশঙ্কায় মাথায় আসছে পেট্রল পাম্পের মালিকদের । তাঁদের দাবি, সরকারকে এই বিষয়টি দেখতে হবে । শুধু যে পেট্রল পাম্পের মালিকরাই নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাড়ির মালিকরাও । তাঁরাও ব্যতিব্যস্ত এই জ্বালানির অগ্নিমূল্য ঘটনাকে নিয়ে । তাঁদের অভিযোগ, প্রতিমাসে চার থেকে ছয় হাজার টাকা পেট্রলের পিছনে খরচ হয় । এই পরিস্থিতিতে 4 থেকে 5 হাজার টাকা দিয়ে প্রতিমাসে তেল ভরাবেন? নাকি গাড়ি রিপেয়ারিংয়ের পিছনে খরচ করবেন? নাকি সেখান থেকে বাঁচিয়ে... সংসার খরচা বাঁচিয়ে... সঞ্চয়ের দিকে এগোবেন । এই নিয়েই এখন হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তরা ।

গাড়ির জ্বালানি ভরতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তদের

আরও পড়ুন : পেট্রল-ডিজেল সহ একাধিক পণ্যে কৃষি সেস বসাল কেন্দ্র

10 ফেব্রুয়ারি কলকাতায় পেট্রলের দাম ছিল লিটার প্রতি 88 টাকা 99 পয়সা । ডিজেলের দাম ছিল 81টাকা 31 পয়সা। পেট্রল পাম্প মালিকদের দাবি, সামনেই বিধানসভা নির্বাচন এই রাজ্যে । সেই নির্বাচনের কথা মাথায় রেখে সরকারের উচিত পেট্রল-ডিজেলের দাম কমানো । তাঁদের কথায়, আগে পেট্রল পাম্পে যে হারে গাড়ির সংখ্যা বৃদ্ধি পেত, সেটা ঠিক সেই গতিতেই বর্তমানে কমতে আরম্ভ করেছে । ফলে খরচসাপেক্ষ এই ব্যবসায় সেইভাবে লাভের মুখ দেখতে পাচ্ছেন না তাঁরা ।

সমস্যার মুখে পড়েছেন উপকূলীয় এলাকার ট্রলার মালিকরাও । প্রতি টিপে অন্তত 2 হাজার লিটার জ্বালানি তেল লাগে ট্রলারে । আগুনে বাজারে এর মূল্য দু লাখ টাকারও বেশি । জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির এই বাজারে আগামী দিনে কীভাবে সমুদ্রে ট্রলার নামানো হবে, তা নিয়েও সংশয়ে রয়েছেন ট্রলার মালিকরা ।

কলকাতা, 13 ফেব্রুয়ারি : পেট্রোপণ্যের বাজার অগ্নিমূল্য হওয়ার প্রতিবাদ জানিয়ে দফায় দফায় রাজ্য তথা কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন প্রতিবাদে জানিয়েছে । তাও পেট্রল ডিজ়েলের বাজার কিছুতেই ঠান্ডা হচ্ছে না । দিনের-পর-দিন পেট্রল ডিজ়েলের মূল্য বৃদ্ধি পাচ্ছে । আর এই মূল্য বৃদ্ধির ফলে পেট্রল পাম্পে আগের তুলনায় গাড়ি আসার প্রবণতাও কমছে । ভবিষ্যতে এমনটা হলে ব্যবসায় প্রবল ক্ষতির আশঙ্কা করছেন খোদ পেট্রল পাম্প মালিকরা ।

12 ফেব্রুয়ারি কলকাতা ,দিল্লি, মুম্বাই, চেন্নাইতে পেট্রল ও ডিজ়েলের সবথেকে বেশি মূল্য বৃদ্ধি হয়েছিল । এই পরিস্থিতিতে ক্ষতির আশঙ্কায় মাথায় আসছে পেট্রল পাম্পের মালিকদের । তাঁদের দাবি, সরকারকে এই বিষয়টি দেখতে হবে । শুধু যে পেট্রল পাম্পের মালিকরাই নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাড়ির মালিকরাও । তাঁরাও ব্যতিব্যস্ত এই জ্বালানির অগ্নিমূল্য ঘটনাকে নিয়ে । তাঁদের অভিযোগ, প্রতিমাসে চার থেকে ছয় হাজার টাকা পেট্রলের পিছনে খরচ হয় । এই পরিস্থিতিতে 4 থেকে 5 হাজার টাকা দিয়ে প্রতিমাসে তেল ভরাবেন? নাকি গাড়ি রিপেয়ারিংয়ের পিছনে খরচ করবেন? নাকি সেখান থেকে বাঁচিয়ে... সংসার খরচা বাঁচিয়ে... সঞ্চয়ের দিকে এগোবেন । এই নিয়েই এখন হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তরা ।

গাড়ির জ্বালানি ভরতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তদের

আরও পড়ুন : পেট্রল-ডিজেল সহ একাধিক পণ্যে কৃষি সেস বসাল কেন্দ্র

10 ফেব্রুয়ারি কলকাতায় পেট্রলের দাম ছিল লিটার প্রতি 88 টাকা 99 পয়সা । ডিজেলের দাম ছিল 81টাকা 31 পয়সা। পেট্রল পাম্প মালিকদের দাবি, সামনেই বিধানসভা নির্বাচন এই রাজ্যে । সেই নির্বাচনের কথা মাথায় রেখে সরকারের উচিত পেট্রল-ডিজেলের দাম কমানো । তাঁদের কথায়, আগে পেট্রল পাম্পে যে হারে গাড়ির সংখ্যা বৃদ্ধি পেত, সেটা ঠিক সেই গতিতেই বর্তমানে কমতে আরম্ভ করেছে । ফলে খরচসাপেক্ষ এই ব্যবসায় সেইভাবে লাভের মুখ দেখতে পাচ্ছেন না তাঁরা ।

সমস্যার মুখে পড়েছেন উপকূলীয় এলাকার ট্রলার মালিকরাও । প্রতি টিপে অন্তত 2 হাজার লিটার জ্বালানি তেল লাগে ট্রলারে । আগুনে বাজারে এর মূল্য দু লাখ টাকারও বেশি । জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির এই বাজারে আগামী দিনে কীভাবে সমুদ্রে ট্রলার নামানো হবে, তা নিয়েও সংশয়ে রয়েছেন ট্রলার মালিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.