কলকাতা, 21 এপ্রিল : নদীমাতৃক রাজ্য বাংলা । বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বিভিন্ন নদ-নদীর অসংখ্য শাখা এবং প্রশাখা । তাই জল সম্পদ ব্যবস্থাপনা ও জলপথ পরিবহণে গুরুত্ব দিচ্ছে রাজ্য ৷ এবিষয়ে নেদারল্যান্ডসের সাহায্য চাইছে রাজ্য সরকার (State Govt is willing to take help of Netherlands) ৷ বন্দর রক্ষণাবেক্ষণ, জল সম্পদ ব্যবস্থাপনা এবং নদীর পলি উত্তোলনের ক্ষেত্রে এই দেশটির দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগাতে চায় রাজ্য । বাণিজ্য সম্মেলনের মঞ্চকে এই কাজে লাগাতে উদ্যোগী রাজ্য প্রশাসন ৷
আরও পড়ুন : ট্যুরিজম নিয়ে একত্রে মালয়েশিয়ার সঙ্গে কাজের বার্তা দিলেন অমিত মিত্র
বুধবার নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের কাছে রাজ্য সরকারের তরফ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে ৷ রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে নেদারল্যান্ডস ৷ তাদের তরফে বলা হয়েছে বন্দর রক্ষণাবেক্ষণ, নদীর পলি নিঃসরণ, জল সম্পদ ব্যবস্থাপনা-সহ বিভিন্ন কাজে নেদারল্যান্ডস রাজ্যকে সাহায্য করতে রাজি । প্রয়োজনে তারা রাজ্যকে কারিগরি সাহায্য দেবে, বিশেষজ্ঞদের পাঠানো হবে । আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং কীভাবে পলি নিঃসরণ থেকে বন্দর রক্ষণাবেক্ষণ করতে হয়, সে বিষয়ে রাজ্যকে সাহায্য করতে আগ্রহী ইউরোপের এই দেশটি ৷ রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, বাণিজ্য সম্মেলনের কান্ট্রি টু কান্ট্রি মিটিংয়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং এই বিষয়টি রাজ্যের শিল্পন্নয়ন নিগম বাড়তি গুরুত্ব দিয়ে দেখবে।