ETV Bharat / state

নতুন বেতন কাঠামোর বিজ্ঞপ্তি জারি রাজ্যের

নতুন বেতন কাঠামো কী হবে, তা নিয়ে জারি করল রাজ্য সরকার ৷

অমিত মিত্র
author img

By

Published : Sep 28, 2019, 6:49 AM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর : রিভিশন অব পে অ্যান্ড অ্যালাওয়েন্স (ROPA)-এর বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার ৷ আগামী বছরের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে এই নতুন বেতন কাঠামো ৷ তবে বর্ধিত বেতনের যে এরিয়ার বা বকেয়া রয়েছে, তা পাবেন না রাজ্য সরকারি কর্মচারীরা ৷

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে নিয়েছিল রাজ্য সরকার ৷ কিন্তু, নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল ৷ সেই বিভ্রান্তি দূর করতে নতুন বেতন কাঠামো নিয়ে প্রাথমিকভাবে ধারণা দিয়েছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র । সেদিনই তিনি জানিয়েছিলেন, চলতি সপ্তাহের মধ্যেই বর্ধিত বেতন কাঠামোর নিয়ম কানুন ঘোষণা করা হবে । সেইমতো গতকাল ROPA-এর বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার ৷

এই সংক্রান্ত আরও খবর : ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মানল রাজ্য, 1 জানুয়ারি থেকে কার্যকর

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানের মূল বেতনকে 2.57 দিয়ে গুণ করা হবে । সেই বেতন নতুন পে-ম্যাট্রিক্সের যে স্কেলে অধীনে থাকবে, সেটাই হবে সংশ্লিষ্ট কর্মচারীর নতুন লেভেল ৷ নতুন বেতনের 12 শতাংশ হারে হাউজ় রেন্ট অ্যালাওয়েন্স দেওয়া হবে ৷ কেউ সরকারি আবাসনে থাকলে অবশ্য এই ভাতা পাওয়া যাবে না ৷ নতুন বেতন কাঠামোয় এক্সট্রা ডিউটি অ্যালাওয়েন্স হিসেবে প্রতি মাসে 300 টাকা দেওয়া হবে ৷

কলকাতা, 28 সেপ্টেম্বর : রিভিশন অব পে অ্যান্ড অ্যালাওয়েন্স (ROPA)-এর বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার ৷ আগামী বছরের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে এই নতুন বেতন কাঠামো ৷ তবে বর্ধিত বেতনের যে এরিয়ার বা বকেয়া রয়েছে, তা পাবেন না রাজ্য সরকারি কর্মচারীরা ৷

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে নিয়েছিল রাজ্য সরকার ৷ কিন্তু, নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল ৷ সেই বিভ্রান্তি দূর করতে নতুন বেতন কাঠামো নিয়ে প্রাথমিকভাবে ধারণা দিয়েছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র । সেদিনই তিনি জানিয়েছিলেন, চলতি সপ্তাহের মধ্যেই বর্ধিত বেতন কাঠামোর নিয়ম কানুন ঘোষণা করা হবে । সেইমতো গতকাল ROPA-এর বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার ৷

এই সংক্রান্ত আরও খবর : ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মানল রাজ্য, 1 জানুয়ারি থেকে কার্যকর

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানের মূল বেতনকে 2.57 দিয়ে গুণ করা হবে । সেই বেতন নতুন পে-ম্যাট্রিক্সের যে স্কেলে অধীনে থাকবে, সেটাই হবে সংশ্লিষ্ট কর্মচারীর নতুন লেভেল ৷ নতুন বেতনের 12 শতাংশ হারে হাউজ় রেন্ট অ্যালাওয়েন্স দেওয়া হবে ৷ কেউ সরকারি আবাসনে থাকলে অবশ্য এই ভাতা পাওয়া যাবে না ৷ নতুন বেতন কাঠামোয় এক্সট্রা ডিউটি অ্যালাওয়েন্স হিসেবে প্রতি মাসে 300 টাকা দেওয়া হবে ৷

Intro:কলকাতা, 27 সেপ্টেম্বর: কথা রাখলেন অমিত মিত্র। দেবীপক্ষের সূচনার আগেই জারি হয়ে গেল রিভিশন অব পে অ্যান্ড অ্যালাওয়েন্সেস ২০১৯ (ROPA রুল)। গত মন্ত্রিসভার বৈঠকের দিনেই অর্থমন্ত্রী জানিয়েছিলেন এই সপ্তাহের মধ্যেই বর্ধিত বেতন কাঠামো-র ব্যাপারে নিয়ম কানুন ঘোষণা করে দেওয়া হবে। আজ নোটিফিকেশন করে সেই ঘোষনা করে দিল সরকার। Body:ষষ্ঠ বেতন কমিশনের ঘোষণার পর নতুন বেতন কাঠামো কি হবে তা নিয়ে সরকারি কর্মীদের অনেকেই বিভ্রান্তির কথা বলেছিলেন। তবে সেই বিভ্রান্তি দূর করতে নতুন বেতন কাঠামো কেমন হবে তার একটা ধারণা দিয়েছিলেন অর্থমন্ত্রী। তিনি জানান, এখন মূল বেতন তথা গ্রেড পে ও ব্যান্ড পে যদি কারও ১০০ টাকা হয়। তা হলে মহার্ঘ্য ভাতা সহ তিনি ২২৫ টাকা পান। নয়া বেতন কাঠামোর ক্ষেত্রে ওই ২২৫ টাকার উপর ১৪.২ শতাংশ বেতন বাড়বে। তা ছাড়া ২০১৬ সাল থেকে ৩ শতাংশ করে আরও ৯ শতাংশ বেতন বাড়ানো হবে। সবমিলিয়ে যিনি এখন ২২৫ টাকা পান, তিনি ২০২০ সালের ১ জানুয়ারি থেকে পাবেন ২৮০ টাকা ৯০ পয়সা।Conclusion:এখন দেখে নিন কি বলছে ROPA রুল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.