কলকাতা, 28 সেপ্টেম্বর : রিভিশন অব পে অ্যান্ড অ্যালাওয়েন্স (ROPA)-এর বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার ৷ আগামী বছরের 1 জানুয়ারি থেকে কার্যকর হবে এই নতুন বেতন কাঠামো ৷ তবে বর্ধিত বেতনের যে এরিয়ার বা বকেয়া রয়েছে, তা পাবেন না রাজ্য সরকারি কর্মচারীরা ৷
সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে নিয়েছিল রাজ্য সরকার ৷ কিন্তু, নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল ৷ সেই বিভ্রান্তি দূর করতে নতুন বেতন কাঠামো নিয়ে প্রাথমিকভাবে ধারণা দিয়েছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র । সেদিনই তিনি জানিয়েছিলেন, চলতি সপ্তাহের মধ্যেই বর্ধিত বেতন কাঠামোর নিয়ম কানুন ঘোষণা করা হবে । সেইমতো গতকাল ROPA-এর বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার ৷
এই সংক্রান্ত আরও খবর : ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মানল রাজ্য, 1 জানুয়ারি থেকে কার্যকর
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানের মূল বেতনকে 2.57 দিয়ে গুণ করা হবে । সেই বেতন নতুন পে-ম্যাট্রিক্সের যে স্কেলে অধীনে থাকবে, সেটাই হবে সংশ্লিষ্ট কর্মচারীর নতুন লেভেল ৷ নতুন বেতনের 12 শতাংশ হারে হাউজ় রেন্ট অ্যালাওয়েন্স দেওয়া হবে ৷ কেউ সরকারি আবাসনে থাকলে অবশ্য এই ভাতা পাওয়া যাবে না ৷ নতুন বেতন কাঠামোয় এক্সট্রা ডিউটি অ্যালাওয়েন্স হিসেবে প্রতি মাসে 300 টাকা দেওয়া হবে ৷