ETV Bharat / state

বাড়ল স্বাস্থ্যকর্মীদের বিমার পরিমাণ, নতুন করে কারা পাচ্ছেন সুবিধা? - state government insurance for corona

প্রথমে ঘোষণা হয়েছিল দেওয়া হবে পাঁচ লাখের বিমা । মূলত কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থাকা স্বাস্থ্যকর্মীদের জন্যই এই বিমার দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার । পরে সরকারের তরফে ঘোষণা অনুযায়ী বিমার পরিমাণ বেড়ে হল 10 লাখ । এছাড়াও বিমার আওতায় আনা হয়েছে আরও বেশি মানুষকে।

nabanna
নবান্ন
author img

By

Published : Apr 3, 2020, 12:08 PM IST

কলকাতা, 3 এপ্রিল: কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের সামনে থাকা স্বাস্থ্যকর্মীদের বিমার পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করল নবান্ন । পাশাপাশি বিমার আওতায় আনা হয়েছে আরও বেশি মানুষকে । প্রথমে ঘোষণা হয়েছিল প্রথম সারির স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে পাঁচ লাখ টাকার বিমা । পরে সরকারের তরফে তা বাড়িয়ে 10 লাখ টাকা করার কথা ঘোষণা করা হল ।

নবান্নের তরফে জারি হওয়া নোটিফিকেশন থেকে জানা যাচ্ছে, শুধুমাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্থায়ী কর্মীরাই নন, এই বিমার আওতায় থাকবেন চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীরাও । আওতায় থাকছেন নগরোন্নয়ন এবং পৌর দপ্তরের সব সাফাই কর্মী এবং গ্রামে নিযুক্ত সাফাই কর্মীরা । যে সমস্ত CRPF, প্রতিরক্ষা, বিমানবন্দর কর্মী, বন্দর কর্মী, রেলকর্মী কোরোনা মোকাবিলার কাজে যুক্ত রয়েছেন তাঁদেরও এই বিমার আওতায় আনা হয়েছে ।

সরকারি বাসের চালক, কন্ডাক্টর এবং জলপথের সঙ্গে যুক্ত কর্মীরাও পাবেন এই বিমার সুবিধা । বেসরকারি হাসপাতালের ডাক্তার, নার্স, সাফাই কর্মী থেকে শুরু করে চিকিৎসার সঙ্গে যুক্ত সব স্বাস্থ্যকর্মীরাও থাকছেন বিমার আওতায় ।

সরকারের তরফে ঘোষণা করা হয়েছে সমস্ত ICDS কর্মীরাও পাবেন এই বিমার সুবিধা । সরকারি এবং বেসরকারি হাসপাতালে যে সমস্ত রাঁধুনি এবং খাবার পরিবেশনের কর্মীরা রয়েছেন, তাঁরাও থাকছেন বিমার আওতায় । ওষুধের দোকানের সব কর্মী থেকে শুরু করে মেডিকেল স্টোরের কর্মীরাও রয়েছেন । কোরোনা সন্দেহভাজন রোগীদের যে সমস্ত চালকরা হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তাঁরাও এই বিমার সুবিধা পাবেন । এছাড়াও যাঁরা COVID-19 পরীক্ষার নমুনা বহন করছেন তাঁরাও এই বিমার আওতায় এলেন ।

কলকাতা, 3 এপ্রিল: কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের সামনে থাকা স্বাস্থ্যকর্মীদের বিমার পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করল নবান্ন । পাশাপাশি বিমার আওতায় আনা হয়েছে আরও বেশি মানুষকে । প্রথমে ঘোষণা হয়েছিল প্রথম সারির স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে পাঁচ লাখ টাকার বিমা । পরে সরকারের তরফে তা বাড়িয়ে 10 লাখ টাকা করার কথা ঘোষণা করা হল ।

নবান্নের তরফে জারি হওয়া নোটিফিকেশন থেকে জানা যাচ্ছে, শুধুমাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের স্থায়ী কর্মীরাই নন, এই বিমার আওতায় থাকবেন চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীরাও । আওতায় থাকছেন নগরোন্নয়ন এবং পৌর দপ্তরের সব সাফাই কর্মী এবং গ্রামে নিযুক্ত সাফাই কর্মীরা । যে সমস্ত CRPF, প্রতিরক্ষা, বিমানবন্দর কর্মী, বন্দর কর্মী, রেলকর্মী কোরোনা মোকাবিলার কাজে যুক্ত রয়েছেন তাঁদেরও এই বিমার আওতায় আনা হয়েছে ।

সরকারি বাসের চালক, কন্ডাক্টর এবং জলপথের সঙ্গে যুক্ত কর্মীরাও পাবেন এই বিমার সুবিধা । বেসরকারি হাসপাতালের ডাক্তার, নার্স, সাফাই কর্মী থেকে শুরু করে চিকিৎসার সঙ্গে যুক্ত সব স্বাস্থ্যকর্মীরাও থাকছেন বিমার আওতায় ।

সরকারের তরফে ঘোষণা করা হয়েছে সমস্ত ICDS কর্মীরাও পাবেন এই বিমার সুবিধা । সরকারি এবং বেসরকারি হাসপাতালে যে সমস্ত রাঁধুনি এবং খাবার পরিবেশনের কর্মীরা রয়েছেন, তাঁরাও থাকছেন বিমার আওতায় । ওষুধের দোকানের সব কর্মী থেকে শুরু করে মেডিকেল স্টোরের কর্মীরাও রয়েছেন । কোরোনা সন্দেহভাজন রোগীদের যে সমস্ত চালকরা হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তাঁরাও এই বিমার সুবিধা পাবেন । এছাড়াও যাঁরা COVID-19 পরীক্ষার নমুনা বহন করছেন তাঁরাও এই বিমার আওতায় এলেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.