ETV Bharat / state

Tigers in Sundarbans: সুন্দরবনে বাঘের সংখ্যা কত ? কেন্দ্রের তথ্য খারিজ রাজ্যের ! - সুন্দরবন

কেন্দ্রের প্রকাশ করা বাঘ সুমারির তথ্য নিয়ে সন্তুষ্ট নয় রাজ্য সরকার ৷ এই বিষয়ে কী বললেন বাংলার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ?

state government contests central data over the number of Sundarbans Tigers
ফাইল ছবি
author img

By

Published : Apr 10, 2023, 8:13 PM IST

Updated : Apr 10, 2023, 8:22 PM IST

কলকাতা, 10 এপ্রিল: সুন্দরবনে বাঘের সংখ্যা নিয়ে কেন্দ্রের পেশ করা তথ্যের বিরোধিতা করল রাজ্য ৷ সোমবার এ নিয়ে মন্তব্য করেন পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তাঁর দাবি, সুন্দরবনের বাঘের সংখ্যা সম্পর্কে কেন্দ্রের দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবের কোনও মিল নেই ৷ কেন্দ্রের হিসাব বলছে, এই মুহূর্তে সুন্দরবনে বাঘের সংখ্য়া 100 ৷ অন্যদিকে, রাজ্যের মন্ত্রী বলছেন, সংখ্যাটি আসলে এর থেকে অনেক বেশি ৷

এর পাশাপাশি, বাঘ সুমারির সীমা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন জ্যোতিপ্রিয় ৷ তাঁর অনুযোগ, কেন্দ্র কেবলমাত্র সুন্দরবনের বাঘের কথা বলছে ৷ অথচ, এ রাজ্য়ের নেওড়া ভ্য়ালি জাতীয় উদ্যান এবং বক্সা ব্য়াঘ্র প্রকল্পেও বাঘ রয়েছে ৷ কিন্তু, কেন্দ্রীয় পরিসংখ্যানে এই বিষয়গুলির উল্লেখ করা হয়নি ৷ মন্ত্রীর দাবি, উত্তরবঙ্গের জঙ্গলগুলিতে নিয়মিত ক্যামেরা ফাঁদ পাতা হয় ৷ তাতে বাঘের আনাগোনার ধরা পড়েছে ৷ তারপরও বিষয়টিকে গুরুত্ব দেয়নি কেন্দ্র !

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতিপ্রিয় এদিন বলেন, "কেন্দ্রের বাঘ সুমারি সংক্রান্ত রিপোর্টে সুন্দরবনের বাঘের সংখ্যা নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে, বাস্তবে তার থেকে বাঘের সংখ্য়া অনেক বেশি ৷ রিপোর্টে বলা হয়েছে, সুন্দরবনে না কি 100টি বাঘ রয়েছে ! এ হতেই পারে না ৷ আমরা বলব, এই রিপোর্ট অসম্পূর্ণ ৷ অন্তত পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে তো একথা বলতেই হবে ৷"

আরও পড়ুন: 2022 ব্যাঘ্র শুমারিতে এনএসটিআর অভয়ারণ্যে বাঘের সংখ্যা বেড়ে হল 75

প্রসঙ্গত, যে রিপোর্ট নিয়ে এত কথা হচ্ছে, রবিবার সেটি প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাঘ বাঁচাও প্রকল্পের 50 বছর পূর্তি উপলক্ষে মাইসুরুতে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানেই নতুন বাঘ সুমারি প্রকাশ করেন নরেন্দ্র মোদি ৷ প্রসঙ্গত, বর্তমানে মাইসুরুরতেই রয়েছেন বাংলার চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন দেবল রায় ৷ তাঁরও দাবি, সুন্দরবনে বাঘের সংখ্য়া 100-এর থেকে বেশিই হবে ৷ তবে, বাঘের সংখ্য়া ঠিক কত, সেই বিষয়ে নির্দিষ্টভাবে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি ৷

কলকাতা, 10 এপ্রিল: সুন্দরবনে বাঘের সংখ্যা নিয়ে কেন্দ্রের পেশ করা তথ্যের বিরোধিতা করল রাজ্য ৷ সোমবার এ নিয়ে মন্তব্য করেন পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তাঁর দাবি, সুন্দরবনের বাঘের সংখ্যা সম্পর্কে কেন্দ্রের দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবের কোনও মিল নেই ৷ কেন্দ্রের হিসাব বলছে, এই মুহূর্তে সুন্দরবনে বাঘের সংখ্য়া 100 ৷ অন্যদিকে, রাজ্যের মন্ত্রী বলছেন, সংখ্যাটি আসলে এর থেকে অনেক বেশি ৷

এর পাশাপাশি, বাঘ সুমারির সীমা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন জ্যোতিপ্রিয় ৷ তাঁর অনুযোগ, কেন্দ্র কেবলমাত্র সুন্দরবনের বাঘের কথা বলছে ৷ অথচ, এ রাজ্য়ের নেওড়া ভ্য়ালি জাতীয় উদ্যান এবং বক্সা ব্য়াঘ্র প্রকল্পেও বাঘ রয়েছে ৷ কিন্তু, কেন্দ্রীয় পরিসংখ্যানে এই বিষয়গুলির উল্লেখ করা হয়নি ৷ মন্ত্রীর দাবি, উত্তরবঙ্গের জঙ্গলগুলিতে নিয়মিত ক্যামেরা ফাঁদ পাতা হয় ৷ তাতে বাঘের আনাগোনার ধরা পড়েছে ৷ তারপরও বিষয়টিকে গুরুত্ব দেয়নি কেন্দ্র !

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতিপ্রিয় এদিন বলেন, "কেন্দ্রের বাঘ সুমারি সংক্রান্ত রিপোর্টে সুন্দরবনের বাঘের সংখ্যা নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে, বাস্তবে তার থেকে বাঘের সংখ্য়া অনেক বেশি ৷ রিপোর্টে বলা হয়েছে, সুন্দরবনে না কি 100টি বাঘ রয়েছে ! এ হতেই পারে না ৷ আমরা বলব, এই রিপোর্ট অসম্পূর্ণ ৷ অন্তত পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে তো একথা বলতেই হবে ৷"

আরও পড়ুন: 2022 ব্যাঘ্র শুমারিতে এনএসটিআর অভয়ারণ্যে বাঘের সংখ্যা বেড়ে হল 75

প্রসঙ্গত, যে রিপোর্ট নিয়ে এত কথা হচ্ছে, রবিবার সেটি প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাঘ বাঁচাও প্রকল্পের 50 বছর পূর্তি উপলক্ষে মাইসুরুতে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানেই নতুন বাঘ সুমারি প্রকাশ করেন নরেন্দ্র মোদি ৷ প্রসঙ্গত, বর্তমানে মাইসুরুরতেই রয়েছেন বাংলার চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন দেবল রায় ৷ তাঁরও দাবি, সুন্দরবনে বাঘের সংখ্য়া 100-এর থেকে বেশিই হবে ৷ তবে, বাঘের সংখ্য়া ঠিক কত, সেই বিষয়ে নির্দিষ্টভাবে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি ৷

Last Updated : Apr 10, 2023, 8:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.