ETV Bharat / state

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে মতামত জানাতে চান ? ইমেল আইডি দিল সরকার - Higher secondary examination

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার বিষয়ে রাজ্য সরকার সাধারণ মানুষ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে তাদের মতামত জানতে চাইছে ৷ গতকাল দুপুর 2টোর মধ্যে মতামত জানাতে হবে ৷

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে মত জানাতে চান
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নিয়ে মত জানাতে চান
author img

By

Published : Jun 6, 2021, 4:00 PM IST

Updated : Jun 6, 2021, 4:25 PM IST

কলকাতা, 6 জুন : করোনা পরিস্থিতিতে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ৷ যদিও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন পরীক্ষা হবে ৷ জুলাইয়ের শেষে উচ্চমাধ্যমিক ৷ আর অগস্টের মাঝামাঝি মাধ্যমিক ৷ আগের সপ্তাহে সূচিও প্রকাশ করার কথা ছিল ৷ কিন্তু তা পিছিয়ে যায় ৷ তখন থেকেই জল্পনা ছিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে ৷ আবার শোনা যাচ্ছিল বাড়িতে বসেই হতে পারে পরীক্ষা ৷ এই পরিস্থিতিতে এবার পরীক্ষা নিয়ে জনসাধারণের মত জানতে চাইল রাজ্য ৷ সাধারণ মানুষ, অভিভাবক ও ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ কালকের মধ্যে পরীক্ষা নিয়ে যেন তারা মতামত জানিয়ে দেয় ৷

স্কুল শিক্ষা দফতরের তরফে নোটিস জারি করে বলা হয়েছে, রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই একটি বিশেষজ্ঞদের কমিটি গঠন করা হয়েছে ৷ এখানে মূলত তিনটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে ৷ এক, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে কি না বা হওয়া উচিৎ কি না ৷ দুই, পরীক্ষা হলেও তা কীভাবে হবে ৷ তিন, আর পরীক্ষা না হলে কীভাবে মূল্যায়ন হবে ৷ এই বিষয়ে কমিটিতে আলোচনা করা হচ্ছে ৷ আলোচনার পাশাপাশি, পরীক্ষার বিষয়ে রাজ্য সরকার সাধারণ মানুষ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকেও তাদের মতামত জানতে চাইছে ৷ গতকাল দুপুর 2টোর মধ্যে মতামত জানাতে হবে ৷

অভিভাবক ও ছাত্রছাত্রীরা পরীক্ষা সংক্রান্ত তাদের মত জানাতে পারেন নিম্নলিখিত তিনটি ইমেল আইডিতে

  • pbssm.spo@gmail.com
  • commissionerschooleducation@gmail.com
  • wbssed@gmail.com

কলকাতা, 6 জুন : করোনা পরিস্থিতিতে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ৷ যদিও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন পরীক্ষা হবে ৷ জুলাইয়ের শেষে উচ্চমাধ্যমিক ৷ আর অগস্টের মাঝামাঝি মাধ্যমিক ৷ আগের সপ্তাহে সূচিও প্রকাশ করার কথা ছিল ৷ কিন্তু তা পিছিয়ে যায় ৷ তখন থেকেই জল্পনা ছিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে ৷ আবার শোনা যাচ্ছিল বাড়িতে বসেই হতে পারে পরীক্ষা ৷ এই পরিস্থিতিতে এবার পরীক্ষা নিয়ে জনসাধারণের মত জানতে চাইল রাজ্য ৷ সাধারণ মানুষ, অভিভাবক ও ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ কালকের মধ্যে পরীক্ষা নিয়ে যেন তারা মতামত জানিয়ে দেয় ৷

স্কুল শিক্ষা দফতরের তরফে নোটিস জারি করে বলা হয়েছে, রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই একটি বিশেষজ্ঞদের কমিটি গঠন করা হয়েছে ৷ এখানে মূলত তিনটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে ৷ এক, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে কি না বা হওয়া উচিৎ কি না ৷ দুই, পরীক্ষা হলেও তা কীভাবে হবে ৷ তিন, আর পরীক্ষা না হলে কীভাবে মূল্যায়ন হবে ৷ এই বিষয়ে কমিটিতে আলোচনা করা হচ্ছে ৷ আলোচনার পাশাপাশি, পরীক্ষার বিষয়ে রাজ্য সরকার সাধারণ মানুষ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকেও তাদের মতামত জানতে চাইছে ৷ গতকাল দুপুর 2টোর মধ্যে মতামত জানাতে হবে ৷

অভিভাবক ও ছাত্রছাত্রীরা পরীক্ষা সংক্রান্ত তাদের মত জানাতে পারেন নিম্নলিখিত তিনটি ইমেল আইডিতে

  • pbssm.spo@gmail.com
  • commissionerschooleducation@gmail.com
  • wbssed@gmail.com
Last Updated : Jun 6, 2021, 4:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.