কলকাতা, 21 মার্চ : ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের সময় প্রস্তাব রেখেছিলেন, বিদেশ থেকে আসা বিমান যেন আগামী কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয় ৷ আজ দূরপাল্লার ট্রেনগুলি বন্ধ রাখার জন্য রেল কর্তৃপক্ষকে চিঠি দিল রাজ্য প্রশাসন ৷ অবিলম্বে যাতে সাধারণ মানুষের কথা বিবেচনা করে রেল এমন পদক্ষেপ করে, সেই আবেদনও জানানো হয়েছে চিঠিতে ৷ পাশাপাশি আজ মাঝরাত থেকে 31 তারিখ পর্যন্ত আন্তঃরাজ্য বাস পরিষেবা বন্ধ করল রাজ্য সরকার ৷ রাজ্য সরকারের যে বাসগুলি পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে যায়, সেগুলি আপাতত বন্ধ রাখা হচ্ছে বলেই খবর ৷ আবার, আগামীকাল প্রধানমন্ত্রীর 'জনতা কারফিউ'-র আবেদনে সাড়া দিয়ে একগুচ্ছ ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল ৷ প্রসঙ্গত, 15 এপ্রিল পর্যন্ত ট্রেন বাতিলের বিষয়ে সব টাকা ফেরত দেওয়ার কথা ইতিপূর্বেই ঘোষণা করে দিয়েছে রেল কর্তৃপক্ষ ৷
বারবারই দেখা গিয়েছে, ভিনরাজ্য থেকে বা ভিনদেশ থেকে আসা মানুষজনের থেকে কোরোনা ভাইরাস সংক্রমিত হওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে ৷ পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য আগাম সতর্কতা হিসেবে ভিনরাজ্য বা দেশের সঙ্গে সাময়িকভাবে যোগাযোগ বন্ধ রাখার প্রস্তাব রাখা হয়েছে ৷ ইতিমধ্যেই আন্তর্জাতিক উড়ান পরিষেবার মধ্যে বেশ কিছু কাটছাঁট করা হয়েছে ৷ কিন্তু শুধু বিমান নয়, ট্রেন বা বাসও ভিনরাজ্যের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম ৷ বেশ কিছু বাস ভিনদেশের মধ্যেও যাতায়াত করে ৷ একইরকমভাবে ট্রেনে করেও শুধু ভিনরাজ্য নয়, ভিনদেশেও পাড়ি দেওয়া যায় ৷ দূরপাল্লার এমন একাধিক বাস-ট্রেন সাময়িকভাবে বাতিল করলে কোরোনা সংক্রমণ রোখা সম্ভব হব বলেই মত অনেকের ৷
আজ এমনই চিন্তাভাবনাকে সামনে রেখে দূরপাল্লার ট্রেন বিশেষ করে যেগুলি মহারাষ্ট্র, কর্নাটক, কেরালার মতো রাজ্যের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, সেগুলি বাতিল করার জন্য বা পরিষেবা কাটছাঁট করার জন্য আবেদন জানানো হয়েছে ৷ মুখ্যসচিব রাজীব সিনহা এই মর্মে রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়ে এ বিষয়ে পদক্ষেপ করতে অনুরোধ জানিয়েছেন ৷ রেল মন্ত্রকের তরফে এ বিষয়ে সদুত্তরের আশায় রয়েছে নবান্ন ৷ একইরকমভাবে আন্তর্জাতিক বাস পরিষেবা বন্ধ বা কাটছাঁট করার সিদ্ধান্ত ৷ অন্যদিকে, আগামীকাল জনতা কারফিউর জন্য একাধিক বাতিল করা হয়েছে ৷ বাতিলের তালিকায় রয়েছে হাওড়া-বারবিল জনতা শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-পুরী জগন্নাথ এক্সপ্রেস, হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন ৷
বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা এক নজরে :
- 12021/12022 হাওড়া-বারবিল-হাওড়া জনশতাবদি এক্সপ্রেস
- 12814/12813 টাটানগর-হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস
- 12827/12828 হাওড়া-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস
- 12857/12858 হাওড়া-দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস
- 22897/22898 হাওড়া-দিঘা-হাওড়া কান্ডারি এক্সপ্রেস
- 12871 হাওড়া-টিটলাগর ইস্পাত এক্সপ্রেস
- 18409 হাওড়া-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস
- 18627/18628 হাওড়া-রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
- 13304 রাঁচি-ধানবাদ ইন্টারসিটি এক্সপ্রেস
- 18635 রাঁচি-সাসারাম এক্সপ্রেস
- 13320 রাঁচি-দেওঘর এক্সপ্রেস
- 22839/22840 রাউরকেল্লা-ভুবনেশ্বর ইন্টারসিটি এক্সপ্রেস
- 22855 সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস
- 22875/22876 খড়গপুর-পুরুলিয়া-খড়গপুর ইন্টারসিটি এক্সপ্রেস