কলকাতা, 10 অক্টোবর : কেন্দ্রীয় সরকারের কর্মীদের গতকাল 'দীপাবলির উপহার' দিয়েছে কেন্দ্র ৷ কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা (DA) 5 শতাংশ বাড়তে চলেছে বলে গতকাল জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ৷ কিন্তু এরপর চাপ তৈরি হচ্ছে রাজ্যের উপর ৷ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মীদের DA-এর পার্থক্য বাড়বে ৷ পশ্চিমবঙ্গের সরকারী কর্মী সংগঠনগুলির বক্তব্য, রাজ্য ও কেন্দ্রের DA-র ফারাক 40 শতাংশ ।
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, "আমরা জানতে পারলাম কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা 5 শতাংশ বৃদ্ধি করা হয়েছে ৷ 2016-র 1 জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA ছিল 125 শতাংশ । সে দিন থেকেই তাঁদের জন্য নতুন বেতন হার চালু হয় । আজ অবধি কেন্দ্র DA বাড়িয়েছে 17 শতাংশ । পুরানো বেতনের ভিত্তিতে এই বৃদ্ধির পরিমাণ 40 শতাংশ । রাজ্য সরকারি কর্মীরা এখন পুরানো বেতনে ১২৫ শতাংশ DA পান । কেন্দ্রীয় সরকারি কর্মীরা 165 শতাংশ DA পাবেন ৷ কেন্দ্রের থেকে রাজ্যের কর্মীরা 40 শতাংশ DA কম পাচ্ছে । "
তিনি আরও বলেন , "2020-এর 1 জানুয়ারি থেকে একজন রাজ্য সরকারি কর্মী সর্বনিম্ন 17,000 টাকা বেতন পাবে ৷ কেন্দ্র যদি আগামী বছরের গোড়ায় আরও 5 শতাংশ DA ঘোষণা করে ৷ পুরনো বেতনের হারে সেটা যদি 10 শতাংশ বলে ধরা হয়, তবে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA-র পরিমাণ হবে 50 শতাংশ । এই DA দিলে তাঁরা যে পরিমাণ বেতন পাবেন, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ঘোষিত মূল বেতনের পরিমাণ তার থেকে কম । DA নিয়ে তা হবে 18,150 টাকা ৷ ক্ষোভ সাধারণ কর্মচারীদের থাকবে না কেন ? আমরা মহার্ঘভাতা নিয়ে মামলা করেছিলাম ৷ আমরা সেই মামলায় জিতেছি ৷ 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে বিজ্ঞপ্তি জারি করে জানাতে হবে বকেয়া মহার্ঘভাতা কীভাবে দেবে ৷ "
গতকাল সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে DA বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত হয় ৷ এতদিন মূল বেতন বা মূল পেনশনের 12 শতাংশ DA পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৷ নতুন সিদ্ধান্তের জেরে তা একলাফে বেড়ে 17 শতাংশ হবে । গত 1 জুলাই থেকেই এই বিষয়টি কার্যকর হবে । এজন্য কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত 16,000 কোটি টাকা খরচ হবে ৷