ETV Bharat / state

রাজ্য ও কেন্দ্রের DA-র ফারাক 40 শতাংশ, ক্ষোভপ্রকাশ রাজ্য সরকারি কর্মচারীদের

রাজ্য সরকারি কর্মীরা এখন পুরানো বেতনে ১২৫ শতাংশ DA পান । কেন্দ্রীয় সরকারি কর্মীরা 165 শতাংশ DA পাবেন ৷ কেন্দ্রের থেকে রাজ্যের কর্মীরা 40 শতাংশ DA কম পাচ্ছে ।

Da
author img

By

Published : Oct 10, 2019, 3:08 PM IST

কলকাতা, 10 অক্টোবর : কেন্দ্রীয় সরকারের কর্মীদের গতকাল 'দীপাবলির উপহার' দিয়েছে কেন্দ্র ৷ কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা (DA) 5 শতাংশ বাড়তে চলেছে বলে গতকাল জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ৷ কিন্তু এরপর চাপ তৈরি হচ্ছে রাজ্যের উপর ৷ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মীদের DA-এর পার্থক্য বাড়বে ৷ পশ্চিমবঙ্গের সরকারী কর্মী সংগঠনগুলির বক্তব্য, রাজ্য ও কেন্দ্রের DA-র ফারাক 40 শতাংশ ।

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, "আমরা জানতে পারলাম কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা 5 শতাংশ বৃদ্ধি করা হয়েছে ৷ 2016-র 1 জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA ছিল 125 শতাংশ । সে দিন থেকেই তাঁদের জন্য নতুন বেতন হার চালু হয় । আজ অবধি কেন্দ্র DA বাড়িয়েছে 17 শতাংশ । পুরানো বেতনের ভিত্তিতে এই বৃদ্ধির পরিমাণ 40 শতাংশ । রাজ্য সরকারি কর্মীরা এখন পুরানো বেতনে ১২৫ শতাংশ DA পান । কেন্দ্রীয় সরকারি কর্মীরা 165 শতাংশ DA পাবেন ৷ কেন্দ্রের থেকে রাজ্যের কর্মীরা 40 শতাংশ DA কম পাচ্ছে । "

তিনি আরও বলেন , "2020-এর 1 জানুয়ারি থেকে একজন রাজ্য সরকারি কর্মী সর্বনিম্ন 17,000 টাকা বেতন পাবে ৷ কেন্দ্র যদি আগামী বছরের গোড়ায় আরও 5 শতাংশ DA ঘোষণা করে ৷ পুরনো বেতনের হারে সেটা যদি 10 শতাংশ বলে ধরা হয়, তবে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA-র পরিমাণ হবে 50 শতাংশ । এই DA দিলে তাঁরা যে পরিমাণ বেতন পাবেন, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ঘোষিত মূল বেতনের পরিমাণ তার থেকে কম । DA নিয়ে তা হবে 18,150 টাকা ৷ ক্ষোভ সাধারণ কর্মচারীদের থাকবে না কেন ? আমরা মহার্ঘভাতা নিয়ে মামলা করেছিলাম ৷ আমরা সেই মামলায় জিতেছি ৷ 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে বিজ্ঞপ্তি জারি করে জানাতে হবে বকেয়া মহার্ঘভাতা কীভাবে দেবে ৷ "

গতকাল সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে DA বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত হয় ৷ এতদিন মূল বেতন বা মূল পেনশনের 12 শতাংশ DA পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৷ নতুন সিদ্ধান্তের জেরে তা একলাফে বেড়ে 17 শতাংশ হবে । গত 1 জুলাই থেকেই এই বিষয়টি কার্যকর হবে । এজন্য কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত 16,000 কোটি টাকা খরচ হবে ৷

কলকাতা, 10 অক্টোবর : কেন্দ্রীয় সরকারের কর্মীদের গতকাল 'দীপাবলির উপহার' দিয়েছে কেন্দ্র ৷ কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা (DA) 5 শতাংশ বাড়তে চলেছে বলে গতকাল জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর ৷ কিন্তু এরপর চাপ তৈরি হচ্ছে রাজ্যের উপর ৷ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মীদের DA-এর পার্থক্য বাড়বে ৷ পশ্চিমবঙ্গের সরকারী কর্মী সংগঠনগুলির বক্তব্য, রাজ্য ও কেন্দ্রের DA-র ফারাক 40 শতাংশ ।

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, "আমরা জানতে পারলাম কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা 5 শতাংশ বৃদ্ধি করা হয়েছে ৷ 2016-র 1 জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA ছিল 125 শতাংশ । সে দিন থেকেই তাঁদের জন্য নতুন বেতন হার চালু হয় । আজ অবধি কেন্দ্র DA বাড়িয়েছে 17 শতাংশ । পুরানো বেতনের ভিত্তিতে এই বৃদ্ধির পরিমাণ 40 শতাংশ । রাজ্য সরকারি কর্মীরা এখন পুরানো বেতনে ১২৫ শতাংশ DA পান । কেন্দ্রীয় সরকারি কর্মীরা 165 শতাংশ DA পাবেন ৷ কেন্দ্রের থেকে রাজ্যের কর্মীরা 40 শতাংশ DA কম পাচ্ছে । "

তিনি আরও বলেন , "2020-এর 1 জানুয়ারি থেকে একজন রাজ্য সরকারি কর্মী সর্বনিম্ন 17,000 টাকা বেতন পাবে ৷ কেন্দ্র যদি আগামী বছরের গোড়ায় আরও 5 শতাংশ DA ঘোষণা করে ৷ পুরনো বেতনের হারে সেটা যদি 10 শতাংশ বলে ধরা হয়, তবে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA-র পরিমাণ হবে 50 শতাংশ । এই DA দিলে তাঁরা যে পরিমাণ বেতন পাবেন, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ঘোষিত মূল বেতনের পরিমাণ তার থেকে কম । DA নিয়ে তা হবে 18,150 টাকা ৷ ক্ষোভ সাধারণ কর্মচারীদের থাকবে না কেন ? আমরা মহার্ঘভাতা নিয়ে মামলা করেছিলাম ৷ আমরা সেই মামলায় জিতেছি ৷ 3 মাসের মধ্যে রাজ্য সরকারকে বিজ্ঞপ্তি জারি করে জানাতে হবে বকেয়া মহার্ঘভাতা কীভাবে দেবে ৷ "

গতকাল সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে DA বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত হয় ৷ এতদিন মূল বেতন বা মূল পেনশনের 12 শতাংশ DA পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৷ নতুন সিদ্ধান্তের জেরে তা একলাফে বেড়ে 17 শতাংশ হবে । গত 1 জুলাই থেকেই এই বিষয়টি কার্যকর হবে । এজন্য কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত 16,000 কোটি টাকা খরচ হবে ৷

Intro:



কেন্দ্রের ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণার পরে রাজ্যের প্রতি ক্ষোভ ডি এ মামলাকারী কর্মচারী সংগঠনের

কলকাতা, ৯ অক্টোবর : কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণার পর রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিল ডি এ মামলার মূল আবেদনকারী কর্মচারী সংগঠন। আজ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানালেন, 'স্যাট রায় দিয়েছিল ৩ মাসের মধ্যে রাজ্য সরকারকে বিজ্ঞপ্তি জারি করে জানাতে হবে বকেয়া মহার্ঘ ভাতা কিভাবে দেবে। এখনও তা জানায়নি রাজ্য। সামনের ২৬ অক্টোবর শেষ হচ্ছে স্যাটের দেওয়া মেয়াদ। যদি রাজ্য রায় অমান্য করে তাহলে স্যাটের কাছে নালিশ জানাব। সময় উত্তীর্ণ হয়নি বলেই এখন অপেক্ষা করছি।'









Body:

দীর্ঘ লড়াইয়ের পর গত ২৬ জুলাই ডিএ মামলার রায় দিয়েছে স্টেট অ্যাডমিনিস্টেট্রিভ ট্রাইব্যুনাল। প্রায় আড়াই মাস হতে চললো রায় দান। কিন্তু স্যাটের দেওয়া মামালার রায় নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কোনও হেলদোল নেই বলে অভিযোগ। স্যাট রায়ে জানিয়েছিল, রাজ্য সরকার মহার্ঘ ভাতা কিভাবে দেবে ৩ মাসের মধ্যে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। এই ৩ মাসের মেয়াদ শেষ হতে হাতে বাকি রয়েছে মাত্র ১৬ দিন। কিন্তু এখনো পর্যন্ত কোনও উচ্চবাচ্চা নেই রাজ্য সরকারের তরফ থেকে। এরই মধ্যে আজ কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের জন্য আবারও ৫ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করল। যাকে কেন্দ্র করে রাজ্য সরকারের ওপর অসন্তোষ প্রকাশ করলেন ডি এ মামলার মুল আবেদনকারী কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিলেন, 'স্যাটের দেওয়া নির্দিষ্ট নির্দেশ মেনে ২৬ অক্টোবরের মধ্যে রাজ্য যদি মহার্ঘ ভাতার বিজ্ঞপ্তি প্রকাশ না করে তা হলে আমরা নালিশ জানাব।



Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.