কলকাতা, 4 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের বাকি আর মাত্র চার দিন। তবে মঙ্গলবারও কেন্দ্রীয় বাহিনীর মোতায়ন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারল না রাজ্য নির্বাচন কমিশন।
মঙ্গলবার কলকাতা হাইকোর্ট প্রতি বুথে একজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করতেই হবে বলে নির্দেশ দিয়েছে ৷ তবে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই নির্দেশের ভিত্তিতে জানানো হয়েছে যেহেতু এই মুহূর্তে বিষয়টি বিচারাধীন, তাই শুনানির পরেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তবে এর আগে যে হিসেবে বাহিনী মোতায়েনের রূপরেখা তৈরি করেছিল রাজ্য নির্বাচন কমিশন তা একরকম ভেস্তে গেল বলেই মনে হচ্ছে আদালতের এই নির্দেশের পর ।
নির্বাচন একেবারেই দোরগোড়ায়। কিন্তু এখনও রাজ্য নির্বাচন কমিশন এবং হাইকোর্টের মধ্যে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে চলছে দড়ি টানাটানি। এর আগে বাহিনী মোতায়েনের একটা রূপরেখা তৈরি করে ফেলেছিল কমিশন। অন্তত এমনটাই জানা গিয়েছে । তবে আজ হাইকোর্ট স্পষ্টই জানিয়েছে যে, প্রতি বুথে একজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করতেই হবে। এর সঙ্গে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায় কেন্দ্রীয় বাহিনী এবং স্বশস্ত্র বাহিনী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল অর্থাৎ বুধবার।
তবে কীভাবে বাহিনী মোতায়েন করা হবে, তা ঠিক করার জন্য দায়িত্বে দেওয়া হয়েছে বিএসএফ আইজিএসএস বুদাকোটিকে। কমিশন সূত্রে খবর, যে সংখ্যক পুলিশ বাহিনী আছে, তার সঙ্গে যদি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয় তাহলে তাদের তরফে কোনও অসুবিধাই নেই। কমিশন সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ সংকেত অনুযায়ী রাজ্যে রওনা দিয়েছে 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 8 তারিখের আগেই রাজ্যে পৌঁছে যাবে 485 কোম্পানি বাহিনী ।
আরও পড়ুন: সুরাপ্রেমীদের জন্য দুঃসংবাদ, পঞ্চায়েত ভোটের জন্য 6 জুলাই থেকে বন্ধ থাকবে দোকান
কলকাতা হাইকোর্ট পঞ্চায়েত ভোটে গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেয় । কমিশনের তরফে প্রথমে 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দেওয়া হয়েছিল। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ ছিল 2023 সালে অন্তত 82 হাজার জওয়ান মোতায়েন করতে হবে নির্বাচন পরিচালনায় । আদালতের সেই নির্দেশকে মান্যতা দিয়েই কেন্দ্রীয় বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা।