ETV Bharat / state

নতুনভাবে গঠিত হল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি

নতুন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আশিস ভট্টাচার্য । সহ সভাপতি হয়েছেন গীতা দে, প্রশান্ত সাহা এবং মানস দাস । সাধারণ সম্পাদক হন বিজয়শংকর সিংহ । আজকের 19 তম রাজ্য সম্মেলনে নেওয়া হয়েছে একাধিক সিদ্ধান্ত ।

author img

By

Published : Dec 28, 2019, 9:25 PM IST

image
কো-অর্ডিনেশন কমিটি

কলকাতা, 28 ডিসেম্বর : ঢেলে সাজানো হল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি । পাশাপাশি এবার পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সমূহের রাজ্য কো-অর্ডিনেশন কমিটি আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করবে । আজ সংগঠনের 19 তম রাজ্য সম্মেলনের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আজ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিনিধিত্বকারী অন্যতম সর্ববৃহৎ সংগঠন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির রাজ্য সম্মেলনে একগুচ্ছ সিদ্ধান্ত হয়েছে । জানানো হয়েছে, কেন্দ্র এবং রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে পৃথকভাবে আন্দোলন করবে তারা । আজকের সম্মেলনে রাজ্য থেকে প্রায় ৭৫০ জনেরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন । ছিলেন মহিলা কর্মচারী প্রতিনিধিরাও । গুরুত্বপূর্ণ 23 টি প্রস্তাব পেশ করা হয় সম্মেলনে । উপস্থিত প্রতিনিধিদের মধ্যে থেকে ৩১ টি সমিতি, ২১ টি জেলা ও কলকাতার ৭ টি অঞ্চলের প্রতিনিধিদের মধ্যে থেকে ৬০ জন প্রতিনিধি সরকারি কর্মচারীদের অভাব অভিযোগের বিষয়টি নিয়ে পর্যালোচনা করেন ।

দেশের কর্পোরেট তোষণকারী এবং জনস্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে প্রায় সমগ্র কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন । BMM ও INTTUC বাদে সর্বভারতীয় ফেডারেশনেরগুলির আহ্বানে আগামী বছর ৮ জানুয়ারি সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনেও প্রস্তাব গৃহীত হয় । রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আশিস ভট্টাচার্য । সহ সভাপতি হয়েছেন গীতা দে, প্রশান্ত সাহা এবং মানস দাস । সাধারণ সম্পাদক হন বিজয়শংকর সিংহ । যুগ্ম সম্পাদক বিশ্বজিৎগুপ্ত চৌধুরি । সহ-সম্পাদক হন অনুপ বিশ্বাস, দেবব্রত রায় । দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অভিজিৎ বসু । কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন লিটন পান্ডে ।

কলকাতা, 28 ডিসেম্বর : ঢেলে সাজানো হল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি । পাশাপাশি এবার পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সমূহের রাজ্য কো-অর্ডিনেশন কমিটি আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করবে । আজ সংগঠনের 19 তম রাজ্য সম্মেলনের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আজ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিনিধিত্বকারী অন্যতম সর্ববৃহৎ সংগঠন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির রাজ্য সম্মেলনে একগুচ্ছ সিদ্ধান্ত হয়েছে । জানানো হয়েছে, কেন্দ্র এবং রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে পৃথকভাবে আন্দোলন করবে তারা । আজকের সম্মেলনে রাজ্য থেকে প্রায় ৭৫০ জনেরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন । ছিলেন মহিলা কর্মচারী প্রতিনিধিরাও । গুরুত্বপূর্ণ 23 টি প্রস্তাব পেশ করা হয় সম্মেলনে । উপস্থিত প্রতিনিধিদের মধ্যে থেকে ৩১ টি সমিতি, ২১ টি জেলা ও কলকাতার ৭ টি অঞ্চলের প্রতিনিধিদের মধ্যে থেকে ৬০ জন প্রতিনিধি সরকারি কর্মচারীদের অভাব অভিযোগের বিষয়টি নিয়ে পর্যালোচনা করেন ।

দেশের কর্পোরেট তোষণকারী এবং জনস্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে প্রায় সমগ্র কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন । BMM ও INTTUC বাদে সর্বভারতীয় ফেডারেশনেরগুলির আহ্বানে আগামী বছর ৮ জানুয়ারি সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনেও প্রস্তাব গৃহীত হয় । রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন আশিস ভট্টাচার্য । সহ সভাপতি হয়েছেন গীতা দে, প্রশান্ত সাহা এবং মানস দাস । সাধারণ সম্পাদক হন বিজয়শংকর সিংহ । যুগ্ম সম্পাদক বিশ্বজিৎগুপ্ত চৌধুরি । সহ-সম্পাদক হন অনুপ বিশ্বাস, দেবব্রত রায় । দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অভিজিৎ বসু । কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন লিটন পান্ডে ।

Intro:নতুন ভাবে গঠিত হলো রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। সংগঠনের উনবিংশ তম রাজ্য সম্মেলনের পর সিদ্ধান্ত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সমূহের রাজ্য কো-অর্ডিনেশন কমিটি আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করবে বর্তমান পরিস্থিতিতে। কেন্দ্র এবং রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে পৃথক ভাবে আন্দোলন করবে তারা। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিনিধিত্বকারী অন্যতম সর্ববৃহৎ সংগঠন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির রাজ্য সম্মেলনে একগুচ্ছ সিদ্ধান্ত হয়েছে।


Body:সম্মেলনে সারা রাজ্য থেকে প্রায় ৭৫০ জনেরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন। ছিলেন মহিলা কর্মচারী প্রতিনিধিরাও। গুরুত্বপূর্ণ 23 টি প্রস্তাব পেশ করা হয় সম্মেলনে। সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের মধ্যে থেকে ৩১ টি সমিতি, ২১ টি জেলা ও কলকাতার ৭ টি অঞ্চলের প্রতিনিধিদের মধ্যে থেকে ৬০ জন প্রতিনিধি সরকারি কর্মচারীদের অভাব অভিযোগের বিষয়টি নিয়ে পর্যালোচনা করেন।
দেশের কর্পোরেট তোষণকারী এবং জনস্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে প্রায় সমগ্র কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। বিএম এম ও আইএনটিটিইউসি বাদে সর্বভারতীয় ফেডারেশনের গুলির আহবানে আগামী বছর ৮ জানুয়ারি সর্বভারতীয় ধর্মঘটের সমর্থনে প্রস্তাব গৃহীত হয়।
সিদ্ধান্ত হয়েছে আশীষ ভট্টাচার্য রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। সহ সভাপতি হয়েছেন গীতা দে, প্রশান্ত সাহা এবং মানস দাস। সাধারণ সম্পাদক বিজয় শংকর সিংহ। যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী। সহ-সম্পাদক অনুপ বিশ্বাস, দেবব্রত রায়। দপ্তর সম্পাদক অভিজিৎ বসু এবং কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন লিটন পান্ডে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.