কলকাতা , 12 অক্টোবর : জিয়াগঞ্জে খুনের ঘটনায় ক্ষুব্ধ রাজ্য BJP ৷ প্রতিবাদে আজ দুপুর 12টায় গান্ধি মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করবে তারা ৷ BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এই অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হবে ৷ যোগ দেবেন রাজ্যের থেকে নির্বাচিত BJP-র সাংসদ, বিধায়ক ও সাংগঠনিক প্রতিনিধিরা ।
দশমীর দিন জিয়াগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী, শিশুপুত্র সহ ব্যক্তিকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা । ঘর থেকেই উদ্ধার হয় বন্ধুপ্রকাশ পাল, তাঁর স্ত্রী বিউটি পাল ও ছেলে অঙ্গন পালের রক্তাক্ত দেহ । রাজ্য BJP নেতাদের দাবি, এই খুন রাজনৈতিক । RSS সদস্য হওয়াতেই স্ত্রী, শিশুপুত্র-সহ খুন করা হয়েছে বন্ধুপ্রকাশ পালকে । কিন্তু তদন্তকারীদের তরফে নবান্ন যে রিপোর্ট এসেছে তা বলছে, বন্ধুপ্রকাশের সঙ্গে RSS যোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি । তার পরিবারের সদস্যরাও এই বিষয়টি অস্বীকার করেছেন । শিক্ষকের আত্মীয়, বন্ধুবান্ধবরা পুলিশকে জানিয়েছেন RSS কেন, কোনও রাজনৈতিক পরিচয় ছিল না বন্ধুপ্রকাশের । তদন্তে উঠে এসেছে শিক্ষকতার পাশাপাশি আর্থিক লেনদেন সংক্রান্ত নানা ব্যবসাতেও জড়িত ছিলেন তিনি ।
এই সংক্রান্ত আরও খবর : জিয়াগঞ্জে সুপারি কিলার দিয়ে খুন ? আটক দুই
অপরাধীদের শাস্তি নেই, অভিযোগ রাজ্য BJP-র ৷ তাই আগামীকাল চলবে অবস্থান বিক্ষোভ ৷ পাশাপাশি BJP-র পক্ষ থেকে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে ৷ তাদের দাবি , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে বরখাস্ত করতে হবে । আজই রাজ্য প্রশাসনের বিরুদ্ধেও রাজ্যপাল কে নালিশ জানাবে BJP ৷
এই সংক্রান্ত আরও খবর : জিয়াগঞ্জে খুন হওয়া শিক্ষকের RSS যোগের প্রমাণ নেই, দাবি তদন্তকারীদের
রাজ্য BJP-র একটি দল দিল্লিতে 15 অক্টোবর রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবে ৷ তারা জানাবে , রাজ্যে আতঙ্কে রয়েছে তারা ৷ পরিস্থিতি উদ্বেগজনক ৷
প্রসঙ্গত, জিয়াগঞ্জের খুনের ঘটনায় দুই ব্যক্তিকে আটক করে পুলিশ ৷ ঘটনায় উঠে এসেছে বীরভূমের ব্যবসায়ী শৌভিক বণিক নামে এক ব্যক্তির নামও ৷ পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, মোটা টাকার লেনদেনের কারণে সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শৌভিক বণিক ওরফে দীপ নামে ওই ব্যক্তির সঙ্গে মৃত বিউটি পালের বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল ৷
-
Murder of three members of a family of Kanaiganj, Jiaganj PS, Murshidabad is a sad incident. Investigation was started just after incident and 2 persons hv bn detained and are being examined.
— West Bengal Police (@WBPolice) October 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
It has so far bn found in investigation that the deceased person was also working.(1/3)
">Murder of three members of a family of Kanaiganj, Jiaganj PS, Murshidabad is a sad incident. Investigation was started just after incident and 2 persons hv bn detained and are being examined.
— West Bengal Police (@WBPolice) October 11, 2019
It has so far bn found in investigation that the deceased person was also working.(1/3)Murder of three members of a family of Kanaiganj, Jiaganj PS, Murshidabad is a sad incident. Investigation was started just after incident and 2 persons hv bn detained and are being examined.
— West Bengal Police (@WBPolice) October 11, 2019
It has so far bn found in investigation that the deceased person was also working.(1/3)