ETV Bharat / state

জিয়াগঞ্জে খুনের ঘটনার প্রতিবাদে আজ অবস্থান বিক্ষোভ BJP-র - জিয়াগঞ্জ খুন বিজেপি

জিয়াগঞ্জে খুনের ঘটনায় ক্ষুব্ধ রাজ্য BJP ৷ প্রতিবাদে আজ দুপুর 12টায় গান্ধি মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করবে তারা ৷

bjp
author img

By

Published : Oct 12, 2019, 11:14 AM IST

কলকাতা , 12 অক্টোবর : জিয়াগঞ্জে খুনের ঘটনায় ক্ষুব্ধ রাজ্য BJP ৷ প্রতিবাদে আজ দুপুর 12টায় গান্ধি মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করবে তারা ৷ BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এই অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হবে ৷ যোগ দেবেন রাজ্যের থেকে নির্বাচিত BJP-র সাংসদ, বিধায়ক ও সাংগঠনিক প্রতিনিধিরা ।

দশমীর দিন জিয়াগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী, শিশুপুত্র সহ ব্যক্তিকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা । ঘর থেকেই উদ্ধার হয় বন্ধুপ্রকাশ পাল, তাঁর স্ত্রী বিউটি পাল ও ছেলে অঙ্গন পালের রক্তাক্ত দেহ । রাজ্য BJP নেতাদের দাবি, এই খুন রাজনৈতিক । RSS সদস্য হওয়াতেই স্ত্রী, শিশুপুত্র-সহ খুন করা হয়েছে বন্ধুপ্রকাশ পালকে । কিন্তু তদন্তকারীদের তরফে নবান্ন যে রিপোর্ট এসেছে তা বলছে, বন্ধুপ্রকাশের সঙ্গে RSS যোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি । তার পরিবারের সদস্যরাও এই বিষয়টি অস্বীকার করেছেন । শিক্ষকের আত্মীয়, বন্ধুবান্ধবরা পুলিশকে জানিয়েছেন RSS কেন, কোনও রাজনৈতিক পরিচয় ছিল না বন্ধুপ্রকাশের । তদন্তে উঠে এসেছে শিক্ষকতার পাশাপাশি আর্থিক লেনদেন সংক্রান্ত নানা ব্যবসাতেও জড়িত ছিলেন তিনি ।

এই সংক্রান্ত আরও খবর : জিয়াগঞ্জে সুপারি কিলার দিয়ে খুন ? আটক দুই

অপরাধীদের শাস্তি নেই, অভিযোগ রাজ্য BJP-র ৷ তাই আগামীকাল চলবে অবস্থান বিক্ষোভ ৷ পাশাপাশি BJP-র পক্ষ থেকে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে ৷ তাদের দাবি , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে বরখাস্ত করতে হবে । আজই রাজ্য প্রশাসনের বিরুদ্ধেও রাজ্যপাল কে নালিশ জানাবে BJP ৷

এই সংক্রান্ত আরও খবর : জিয়াগঞ্জে খুন হওয়া শিক্ষকের RSS যোগের প্রমাণ নেই, দাবি তদন্তকারীদের

রাজ্য BJP-র একটি দল দিল্লিতে 15 অক্টোবর রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবে ৷ তারা জানাবে , রাজ্যে আতঙ্কে রয়েছে তারা ৷ পরিস্থিতি উদ্বেগজনক ৷

প্রসঙ্গত, জিয়াগঞ্জের খুনের ঘটনায় দুই ব্যক্তিকে আটক করে পুলিশ ৷ ঘটনায় উঠে এসেছে বীরভূমের ব্যবসায়ী শৌভিক বণিক নামে এক ব্যক্তির নামও ৷ পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, মোটা টাকার লেনদেনের কারণে সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শৌভিক বণিক ওরফে দীপ নামে ওই ব্যক্তির সঙ্গে মৃত বিউটি পালের বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল ৷

  • Murder of three members of a family of Kanaiganj, Jiaganj PS, Murshidabad is a sad incident. Investigation was started just after incident and 2 persons hv bn detained and are being examined.
    It has so far bn found in investigation that the deceased person was also working.(1/3)

    — West Bengal Police (@WBPolice) October 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা , 12 অক্টোবর : জিয়াগঞ্জে খুনের ঘটনায় ক্ষুব্ধ রাজ্য BJP ৷ প্রতিবাদে আজ দুপুর 12টায় গান্ধি মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করবে তারা ৷ BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এই অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হবে ৷ যোগ দেবেন রাজ্যের থেকে নির্বাচিত BJP-র সাংসদ, বিধায়ক ও সাংগঠনিক প্রতিনিধিরা ।

দশমীর দিন জিয়াগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী, শিশুপুত্র সহ ব্যক্তিকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা । ঘর থেকেই উদ্ধার হয় বন্ধুপ্রকাশ পাল, তাঁর স্ত্রী বিউটি পাল ও ছেলে অঙ্গন পালের রক্তাক্ত দেহ । রাজ্য BJP নেতাদের দাবি, এই খুন রাজনৈতিক । RSS সদস্য হওয়াতেই স্ত্রী, শিশুপুত্র-সহ খুন করা হয়েছে বন্ধুপ্রকাশ পালকে । কিন্তু তদন্তকারীদের তরফে নবান্ন যে রিপোর্ট এসেছে তা বলছে, বন্ধুপ্রকাশের সঙ্গে RSS যোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি । তার পরিবারের সদস্যরাও এই বিষয়টি অস্বীকার করেছেন । শিক্ষকের আত্মীয়, বন্ধুবান্ধবরা পুলিশকে জানিয়েছেন RSS কেন, কোনও রাজনৈতিক পরিচয় ছিল না বন্ধুপ্রকাশের । তদন্তে উঠে এসেছে শিক্ষকতার পাশাপাশি আর্থিক লেনদেন সংক্রান্ত নানা ব্যবসাতেও জড়িত ছিলেন তিনি ।

এই সংক্রান্ত আরও খবর : জিয়াগঞ্জে সুপারি কিলার দিয়ে খুন ? আটক দুই

অপরাধীদের শাস্তি নেই, অভিযোগ রাজ্য BJP-র ৷ তাই আগামীকাল চলবে অবস্থান বিক্ষোভ ৷ পাশাপাশি BJP-র পক্ষ থেকে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে ৷ তাদের দাবি , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে বরখাস্ত করতে হবে । আজই রাজ্য প্রশাসনের বিরুদ্ধেও রাজ্যপাল কে নালিশ জানাবে BJP ৷

এই সংক্রান্ত আরও খবর : জিয়াগঞ্জে খুন হওয়া শিক্ষকের RSS যোগের প্রমাণ নেই, দাবি তদন্তকারীদের

রাজ্য BJP-র একটি দল দিল্লিতে 15 অক্টোবর রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবে ৷ তারা জানাবে , রাজ্যে আতঙ্কে রয়েছে তারা ৷ পরিস্থিতি উদ্বেগজনক ৷

প্রসঙ্গত, জিয়াগঞ্জের খুনের ঘটনায় দুই ব্যক্তিকে আটক করে পুলিশ ৷ ঘটনায় উঠে এসেছে বীরভূমের ব্যবসায়ী শৌভিক বণিক নামে এক ব্যক্তির নামও ৷ পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, মোটা টাকার লেনদেনের কারণে সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শৌভিক বণিক ওরফে দীপ নামে ওই ব্যক্তির সঙ্গে মৃত বিউটি পালের বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল ৷

  • Murder of three members of a family of Kanaiganj, Jiaganj PS, Murshidabad is a sad incident. Investigation was started just after incident and 2 persons hv bn detained and are being examined.
    It has so far bn found in investigation that the deceased person was also working.(1/3)

    — West Bengal Police (@WBPolice) October 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Intro:


সুজয় ঘোষ


কলকাতা: মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সংঘের সদস্য শিক্ষক বন্ধুপ্রকাশ পাল ও তাঁর স্ত্রী পুত্রের নির্মম হত্যার প্রতিবাদে আজ গান্ধি মূর্তি পাদদেশে বিজেপির অবস্থান বিক্ষোভ। এই ইশুতে ১৫ অক্টোবর রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করবে বিজেপির প্রতিনিধিরা দল।

আজ শনিবার গান্ধি মূর্তি পাদদেশে অবস্থান বিক্ষোভ হবে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে এই অবস্থানে যোগ দেবেন বিজেপির সাংসদ, বিধায়ক ও বিজেপির জেলা সভাপতিরা।

বিজেপির দাবি, অষ্টমী থেকে দ্বাদশী পুজো চলাকালীন মাত্র ৪ দিনে বাংলায় ৮ জন সাধারণ মানুষ খুন হয়েছেন। অথচ রাজ্য প্রশাসন নির্বিকার।



বিজেপির আরও অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলা বলে বাংলায় কিছু নেই। অবস্থান বিক্ষোভের পাশাপাশি বিজেপির পক্ষ থেকে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে স্মারকলিপি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে বরখাস্তের দাবি জানাবে বিজেপি। দিল্লিতে রাজ্য বিজেপির একটি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক জানিয়ে একটি প্রতিনিধি দেখা করবে।Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.