কলকাতা, 9 জানুয়ারি : রাজ্য বিজেপির অন্দরে করোনার থাবা ৷ এবার আক্রান্ত বিজেপির রাজ্য সভআপতি সুকান্ত মজুমদার ৷ বিজেপির সূত্রে জানা গিয়েছে, চার-পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন বিজেপির রাজ্য সভাপতি । তাই দলীয় কাজ বাদ দিয়ে রাজারহাটের বাড়িতে ছিলেন । কিন্ত জ্বর না কমায় শনিবার বাড়িতেই অ্যান্টিজেন টেস্ট করা হয় । রবিবার সকালে সেই রিপোর্ট পজিটিভ আসে । কিন্ত মৃদু উপসর্গ থাকায় বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেন সুকান্তবাবু । এরপর শরীরে অক্সিজেনের মাত্রা একেবারে কমে যাওয়ায় রবিবার সন্ধ্যা 7টা নাগাদ তাঁকে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷
হাসপাতাল সূত্রে খবর, সুকান্ত মজুমদারের অক্সিজেনের মাত্রা এখন ঠিক রয়েছে । তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল । বর্তমানে তাঁকে আইসোলেশন কেবিনে রাখা হয়েছে । আরটিপিসিআর টেস্টের জন্য ইতিমধ্যেই নমুনা পাঠানো হয়েছে ।
বঙ্গ রাজনীতিতে ভালই সাড়া ফেলেছে করোনা ভাইরাস ৷ এ ব্যাপারে তার ভূমিকা 'নিরপেক্ষ' ৷ শাসক-বিরোধী কোনও পক্ষকেই রেয়াত করছে না সে ৷ কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন বাবুল সুপ্রিয়, অরূপ বিশ্বাস, সুজিত বোসরা ৷ এবার করোনা আক্রান্ত হলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এর আগে তৃতীয়বার করোনা আক্রান্ত হন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ এবার করোনার কবলে খোদ বিজেপির রাজ্য সভাপতি ৷
আরও পড়ুন : Agnimitra Paul Infected with Covid : তৃতীয়বার কোভিড আক্রান্ত অগ্নিমিত্রা পাল