ETV Bharat / state

SSKM Hospital Record: 2022 সালে লক্ষাধিক আউটডোর ও ইন্ডোর রোগী দেখে রেকর্ড এসএসকেএমের - SSKM Hospital

বিপুল সংখ্যায় ইন্ডোর ও আউটডোরের রোগী দেখে নয়া রেকর্ড গড়ল এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital)৷

ETV Bharat
এসএসকেএম হাসপাতাল
author img

By

Published : Mar 27, 2023, 10:46 PM IST

Updated : Mar 28, 2023, 9:11 AM IST

কলকাতা, 27 মার্চ: সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে বিভিন্ন সময় বিতর্ক উঠে আসে । সারা বছরেই রোগীর পরিবার থেকে শোনা যায় বহু অভিযোগ । কারোর মতে সকালবেলায় রোগীকে নিয়ে গেলেও বেড না পাওয়ায় রাস্তাতেই পড়ে থাকতে হয় তো আবার কারোর দাবি, উপযুক্ত চিকিৎসা না হওয়ায় মৃত্যু হয়েছে রোগীর । তবে এতকিছুর মাঝেও বিভিন্ন সব বিরল অস্ত্রোপচার করে তাক লাগিয়ে দেন হাসপাতালের তাবড় তাবড় চিকিৎসকরা । তেমনই সারা বছর এসএসকেএম হাসপাতাল ঘিরে একাধিক অভিযোগ শোনা গেলেও এবার নতুন রেকর্ড গড়ার মুকুট তার মাথায় (New Record of SSKM Hospital)৷ স্বাস্থ্য দফতর সূত্রের খবর, 2022 সালে 20 লক্ষের বেশি আউটডোর আর 1.15 লক্ষ রোগীকে ইন্ডোরে দেখে রেকর্ড করে ফেলল এই হাসপাতাল । এখানেই শেষ নয়, চলতি বছরেই এখনও পর্যন্ত এখানে এসে ডাক্তার দেখিয়েছেন পাঁচ লক্ষেরও বেশি রোগী (SSKM Hospital Records to Indoor Outdoor Treatment)৷

এসএসকেএম বর্তমানে রাজ্যের অন্যতম একটি সুপার স্পেশালিটি হাসপাতাল । বহু দূরদূরান্ত থেকে এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন রোগীরা । তবে বছরের পর বছর রোগী বেড়েই যাচ্ছে । তবে এর কি কোনও গোপন রহস্য আছে ? এই বিষয়ে মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ নীলাদ্রি সরকার বলেন, "এখন মেদিনীপুর থেকে শিবির করে ফিরছি । পিজির ডাক্তারবাবু বলে ওখানকার রোগীদের মধ্যেও উচ্ছ্বাস, আগ্রহ ছিল ব্যাপক । সামগ্রিকভাবে বলব, এত উন্নত চিকিৎসা পরিকাঠামো, এত বিভাগ, নানা রোগের এত ক্লিনিক রাজ্যের আর কোথায় আছে ? সেই জন্য হাজার ঝক্কিঝামেলা পোহাতে হলেও মানুষ এসএসকেএমে দেখিয়ে হয়ত মানসিক শান্তি পান । এখানকার ডাক্তার হিসেবে এটা আমাদের কাছেও গর্বের বিষয় ।"

প্রসঙ্গত, 2017 সালে এসএসকেএম হাসপাতালে বছরে নতুন আউটডোর টিকিটের রোগীর সংখ্যা ছিল 5 লক্ষ 29 হাজার 421 জন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রি মেডিসিন চালু করার পর একলাফে তা দ্বিগুণেরও বেশি হয়ে যায় পরের বছরই । 2018 সালে রোগীর সংখ্যা হয় 12 লক্ষ 2 হাজার 449 জন । তারপর থেকেই সমান তালে বেড়ে যাচ্ছে এসএসকেএম হাসপাতালে রোগীর সংখ্যা । তবে এই গ্রাফ কমেছিল কোভিডের সময় ।

2020 সালে আউটডোরে দেখানো রোগীর সংখ্যা 10 লক্ষেরও নীচে নেমে দাঁড়িয়েছিল 9 লক্ষ 27 হাজার 597 জনে । তবে আবার 2021 সালেই ফের নিজের পুরোনো ছন্দে ফিরে যায় এসএসকেএম । সেবার বার্ষিক আউটডোর রোগীর সংখ্যা পেরিয়ে যায় 14 লক্ষ । আর 2022 সালে তা দাঁড়ায় 20 লক্ষ 17 হাজার 150 জনে ।

কলকাতা, 27 মার্চ: সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে বিভিন্ন সময় বিতর্ক উঠে আসে । সারা বছরেই রোগীর পরিবার থেকে শোনা যায় বহু অভিযোগ । কারোর মতে সকালবেলায় রোগীকে নিয়ে গেলেও বেড না পাওয়ায় রাস্তাতেই পড়ে থাকতে হয় তো আবার কারোর দাবি, উপযুক্ত চিকিৎসা না হওয়ায় মৃত্যু হয়েছে রোগীর । তবে এতকিছুর মাঝেও বিভিন্ন সব বিরল অস্ত্রোপচার করে তাক লাগিয়ে দেন হাসপাতালের তাবড় তাবড় চিকিৎসকরা । তেমনই সারা বছর এসএসকেএম হাসপাতাল ঘিরে একাধিক অভিযোগ শোনা গেলেও এবার নতুন রেকর্ড গড়ার মুকুট তার মাথায় (New Record of SSKM Hospital)৷ স্বাস্থ্য দফতর সূত্রের খবর, 2022 সালে 20 লক্ষের বেশি আউটডোর আর 1.15 লক্ষ রোগীকে ইন্ডোরে দেখে রেকর্ড করে ফেলল এই হাসপাতাল । এখানেই শেষ নয়, চলতি বছরেই এখনও পর্যন্ত এখানে এসে ডাক্তার দেখিয়েছেন পাঁচ লক্ষেরও বেশি রোগী (SSKM Hospital Records to Indoor Outdoor Treatment)৷

এসএসকেএম বর্তমানে রাজ্যের অন্যতম একটি সুপার স্পেশালিটি হাসপাতাল । বহু দূরদূরান্ত থেকে এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন রোগীরা । তবে বছরের পর বছর রোগী বেড়েই যাচ্ছে । তবে এর কি কোনও গোপন রহস্য আছে ? এই বিষয়ে মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ নীলাদ্রি সরকার বলেন, "এখন মেদিনীপুর থেকে শিবির করে ফিরছি । পিজির ডাক্তারবাবু বলে ওখানকার রোগীদের মধ্যেও উচ্ছ্বাস, আগ্রহ ছিল ব্যাপক । সামগ্রিকভাবে বলব, এত উন্নত চিকিৎসা পরিকাঠামো, এত বিভাগ, নানা রোগের এত ক্লিনিক রাজ্যের আর কোথায় আছে ? সেই জন্য হাজার ঝক্কিঝামেলা পোহাতে হলেও মানুষ এসএসকেএমে দেখিয়ে হয়ত মানসিক শান্তি পান । এখানকার ডাক্তার হিসেবে এটা আমাদের কাছেও গর্বের বিষয় ।"

প্রসঙ্গত, 2017 সালে এসএসকেএম হাসপাতালে বছরে নতুন আউটডোর টিকিটের রোগীর সংখ্যা ছিল 5 লক্ষ 29 হাজার 421 জন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রি মেডিসিন চালু করার পর একলাফে তা দ্বিগুণেরও বেশি হয়ে যায় পরের বছরই । 2018 সালে রোগীর সংখ্যা হয় 12 লক্ষ 2 হাজার 449 জন । তারপর থেকেই সমান তালে বেড়ে যাচ্ছে এসএসকেএম হাসপাতালে রোগীর সংখ্যা । তবে এই গ্রাফ কমেছিল কোভিডের সময় ।

2020 সালে আউটডোরে দেখানো রোগীর সংখ্যা 10 লক্ষেরও নীচে নেমে দাঁড়িয়েছিল 9 লক্ষ 27 হাজার 597 জনে । তবে আবার 2021 সালেই ফের নিজের পুরোনো ছন্দে ফিরে যায় এসএসকেএম । সেবার বার্ষিক আউটডোর রোগীর সংখ্যা পেরিয়ে যায় 14 লক্ষ । আর 2022 সালে তা দাঁড়ায় 20 লক্ষ 17 হাজার 150 জনে ।

আরও পড়ুন : দেশের প্রথম সরকারি হাসপাতালে বিনামূল্যে শুরু হচ্ছে কৃত্রিম উপায়ে সন্তান ধারণের ব্যবস্থা

Last Updated : Mar 28, 2023, 9:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.