কলকাতা, 6 জুলাই : শহরে ফের অঙ্গ দান ও অঙ্গ প্রতিস্থাপনের নজির । এক রোগীর অঙ্গদানে প্রাণ ফিরে পেলেন চার জন। 3 জুলাই SSKM হাসপাতালে প্রথম প্রতিস্থাপিত হল হৃদযন্ত্র। শুধুমাত্র তাই নয়। পূর্ব ভারতে এই প্রথম ব্রেন ডেথ ঘোষিত কোনও রোগীর হৃদযন্ত্র, লিভার এবং কিডনি একই হাসপাতালে প্রতিস্থাপনের নজির গড়ল SSKM হাসপাতাল।
হাওড়ার উদয়নারায়ণপুর থানার অন্তর্গত রাজাপুর গ্রামের বাসিন্দা অঞ্জনা ভৌমিক (49) একটি বেসরকারি একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয় গত 2 জুলাই। ফলে তাঁর হৃদযন্ত্র, লিভার, দুটি কিডনিতে প্রাণ ফিরে পেলেন চার জন।
সরকারি চাকরির স্বপ্নে নদিয়ার তেহট্টের গ্রামের বাড়ি থেকে কলকাতায় এসে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন বছর 30-এর মৃন্ময়। গত বছর মহালয়ার পর থেকে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরীক্ষার পরে জানা যায়, তাঁর হৃদযন্ত্র প্রতিস্থাপনের প্রয়োজন। বিভিন্ন হাসপাতাল এমনকি, দক্ষিণ ভারত থেকে ঘুরে আসার পর, SSKM হাসপাতালে তাঁর নাম নথিভুক্ত করা হয় হৃদযন্ত্র প্রতিস্থাপনের জন্য। পরিবারের একমাত্র সন্তান মৃন্ময়। তাঁর বাবা অবসরপ্রাপ্ত লাইব্রেরিয়ান। হৃদযন্ত্র প্রতিস্থাপনের কথা মাস দুয়েক আগে ছিল, তবে শেষ পর্যন্ত হৃদযন্ত্র মেলেনি।
অঞ্জনা দেবীর হৃদযন্ত্র মৃন্ময়ের শরীরে প্রতিস্থাপন করা হয়। অঞ্জনা দেবীর লিভার SSKM হাসপাতালে প্রতিস্থাপন করা হয়েছে বারাসতের কাজিপাড়ার বাসিন্দা ৫৩ বছর বয়সি রিনা শীলের শরীরে।