ETV Bharat / state

1 ডিসেম্বর থেকে স্কুল শিক্ষা দপ্তরের অধীনে রাজ্যের সব SSK ও MSK

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা কমিশন (PBRSSM) দ্বারা পরিচালিত হত রাজ্যের শিশু শিক্ষাকেন্দ্র (SSK) ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলি (MSK) । প্রায় দশ বছর আগে থেকে এই কেন্দ্রগুলিকে শিক্ষা দপ্তরের অধীনে আনার চেষ্টা শুরু হয় । অবশেষে সেই চেষ্টার ফলস্বরূপ পঞ্চায়েত থেকে SSK-MSK-গুলির দায়িত্ব স্কুল শিক্ষা দপ্তরে হস্তান্তরিত করা হচ্ছে ।

WBSED
স্কুল শিক্ষা দপ্তরের অধীনে আসছে রাজ্যের শিশু ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্রগুলি
author img

By

Published : Nov 28, 2020, 6:28 AM IST

কলকাতা, 28 নভেম্বর : 1 ডিসেম্বর থেকে স্কুল শিক্ষা দপ্তরের অধীনে চলে আসছে রাজ্যের সকল শিশু শিক্ষাকেন্দ্র (SSK) ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্র (MSK) । গতকাল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনই জানানো হয়েছে ।

প্রায় 20 বছর ধরে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা কমিশন (PBRSSM) দ্বারা পরিচালিত হত রাজ্যের শিশু শিক্ষাকেন্দ্র (SSK) ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলি (MSK) । এইসব শিক্ষাকেন্দ্রে পঠন-পাঠন অন্য সাধারণ স্কুলের মতোই প্রায় হত । কিন্তু, এগুলি শিক্ষা দপ্তরের অধীনস্থ ছিল না । সেই কারণে সময়ে সময়ে বিভিন্ন সমস্যা দেখা দিত । প্রায় দশ বছর আগে থেকে এই কেন্দ্রগুলিকে শিক্ষা দপ্তরের অধীনে আনার চেষ্টা শুরু হয় । অবশেষে সেই চেষ্টার ফলস্বরূপ পঞ্চায়েত থেকে SSK-MSK-গুলির দায়িত্ব স্কুল শিক্ষা দপ্তরে হস্তান্তরিত করা হচ্ছে । গতকাল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে , 1 ডিসেম্বর থেকে এই শিক্ষাকেন্দ্রগুলির প্রশাসন ও মানবসম্পদের দায়িত্ব স্কুল শিক্ষা দপ্তরের অধীনে চলে যাবে ।

WBSED
ঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে জারি করা নির্দেশিকা
শিক্ষা সহায়ক, শিক্ষা সম্প্রসারিকা, মুখ্য শিক্ষা সম্প্রসারক প্রভৃতি বিভিন্ন নামে এই কেন্দ্রগুলিতে প্রায় 43 হাজার শিক্ষক-শিক্ষিকা রয়েছেন । তাঁদের বহুদিনের দাবি ছিল , SSK-MSK-গুলিকে স্কুল শিক্ষা দপ্তরের অধীনে আনা হোক । অবশেষে সেই দাবি মেটায় খুশি তাঁরা ।

কলকাতা, 28 নভেম্বর : 1 ডিসেম্বর থেকে স্কুল শিক্ষা দপ্তরের অধীনে চলে আসছে রাজ্যের সকল শিশু শিক্ষাকেন্দ্র (SSK) ও মাধ্যমিক শিক্ষাকেন্দ্র (MSK) । গতকাল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনই জানানো হয়েছে ।

প্রায় 20 বছর ধরে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা কমিশন (PBRSSM) দ্বারা পরিচালিত হত রাজ্যের শিশু শিক্ষাকেন্দ্র (SSK) ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলি (MSK) । এইসব শিক্ষাকেন্দ্রে পঠন-পাঠন অন্য সাধারণ স্কুলের মতোই প্রায় হত । কিন্তু, এগুলি শিক্ষা দপ্তরের অধীনস্থ ছিল না । সেই কারণে সময়ে সময়ে বিভিন্ন সমস্যা দেখা দিত । প্রায় দশ বছর আগে থেকে এই কেন্দ্রগুলিকে শিক্ষা দপ্তরের অধীনে আনার চেষ্টা শুরু হয় । অবশেষে সেই চেষ্টার ফলস্বরূপ পঞ্চায়েত থেকে SSK-MSK-গুলির দায়িত্ব স্কুল শিক্ষা দপ্তরে হস্তান্তরিত করা হচ্ছে । গতকাল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে , 1 ডিসেম্বর থেকে এই শিক্ষাকেন্দ্রগুলির প্রশাসন ও মানবসম্পদের দায়িত্ব স্কুল শিক্ষা দপ্তরের অধীনে চলে যাবে ।

WBSED
ঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে জারি করা নির্দেশিকা
শিক্ষা সহায়ক, শিক্ষা সম্প্রসারিকা, মুখ্য শিক্ষা সম্প্রসারক প্রভৃতি বিভিন্ন নামে এই কেন্দ্রগুলিতে প্রায় 43 হাজার শিক্ষক-শিক্ষিকা রয়েছেন । তাঁদের বহুদিনের দাবি ছিল , SSK-MSK-গুলিকে স্কুল শিক্ষা দপ্তরের অধীনে আনা হোক । অবশেষে সেই দাবি মেটায় খুশি তাঁরা ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.