ETV Bharat / state

Reshuffle in WB State BJP: রাজ্য বিজেপিতে রদবদলের সম্ভাবনা ? সুকান্তর জায়গায় আসছেন শুভেন্দু ! - শুভেন্দু অধিকারী

রাজ্য বিজেপিতে রদবদলের সম্ভাবনা জোড়াল হচ্ছে ৷ দিল্লিতে দফায় দফায় অমিত শাহ এবং আরএসএস-এর সঙ্গে বৈঠক হয় শুভেন্দু-সুকান্তর ৷ এরপরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, লোকসবা ভোটের আগে বদল হতে পারেন বিজেপির রাজ্য সভাপতি ৷

Etv Bharat
সুকান্তর জায়গায় আসছেন শুভেন্দু !
author img

By

Published : Jul 26, 2023, 4:07 PM IST

কলকাতা, 26 জুলাই: বিজেপির রাজ্য সভাপতি পদে কি বদল আসছে ? পদ্ম শিবিরের অন্দরে যেভাবে নাড়াচাড়া শুরু হয়েছে, তাতে কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে যে, লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ আর সে কারণেই বদল করা হতে পারে সুকান্ত মজুমদারকে ৷ তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হতে পারেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

গত 23 জুলাই হঠাৎই দিল্লি থেকে জরুরি তলব পেয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উড়ে যান দিল্লিতে। হঠাৎ এই জরুরি তলবের কারণ ঠিক কী, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। আপাতভাবে মনে করা হচ্ছিল, যে আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্যের সাংগঠনিক প্রেক্ষাপটে কিছুটা রদবদল আনতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকী এও মনে করা হচ্ছিল, যে হয়ত সুকান্ত মজুমদারকে দিল্লি নিয়ে এসে রাজ্য সভাপতি পদে বসানো হতে পারে শুভেন্দু অধিকারীকে। তবে এই সবটাই আপাতত জল্পনা স্তরেই রয়েছে।

মঙ্গলবার রাত পৌনে 11টা নাগাদ শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার দিল্লির 6 নং কৃষ্ণ মেনন মার্গে অমিত শাহের বাড়িতে যান। এরপর বৈঠক চলে প্রায় রাত 1টা পর্যন্ত। এর আগে 23 জুলাই দিল্লিতে আরএসএস-এর একটি বৈঠকেও অংশগ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার-সহ অন্য়ান্য নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের সময় রাজ্যে যে বেলাগাম সন্ত্রাসের ছবি উঠে এসছে এবং এখনও অব্যাহত রয়েছে, সেই হিংসার বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধীরা বারে বারে সরব হচ্ছে। ইতিমধ্যেই তিনবার বিজেপির তিনটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম রাজ্যে এসে পরিদর্শন করে দিল্লিতে তাঁদের পৃথক রিপোর্ট জমা দিয়েছে।

অন্যদিকে, বিরোধীরা রাজ্যে 355 ধারা লাগু করার দাবিতেও সরব হয়াছে ৷ তাই স্বাভাবিকভাবে বঙ্গের এই পরিস্থিতিতে চিন্তার ভাঁজ পড়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কপালেও। পাশাপাশি পঞ্চায়েতে 10 হাজারের উপর আসনে ভালো ফল করলেও বাকি জায়গাগুলির উপর কীভাবে দল আশানুরূপ ফল পেতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: মণিপুর নিয়ে সোমবার বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল, থাকতে পারেন মমতা

অন্যদিকে, সংসদের অধিবেশনের কারণে সুকান্ত মজুমদার দিল্লিতে থেকে গেলেও বুধবার রাজ্যে ফিরেছেন শুভেন্দু অধিকারী। যদিও বৈঠক প্রসঙ্গে এদিন মুখ খোলেননি শুভেন্দু ৷ বরং তিনি এদিন কলকাতায় ফিরে মালদা, কোচবিহার-সহ রাজ্যের একাধিক জেলায় নারী নির্যাতনের ঘটনায় রাজ্য বিধানসভায় এবং বিধানসভার বাইরেও বিজেপি সরব হবে বলে সাফ জানিয়েছেন ৷ পাশাপাশি শ্য়ামবাজারে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভে যাবেন বলেও জানান তিনি ৷ তবে তাঁর দিল্লি সফর থেকে এটুকু স্পষ্ট যে, রাজ্য বিজেপির সাংগঠনিক প্রেক্ষাপটে কিছুটা হলেও রদবদল আসতে চলেছে ৷

কলকাতা, 26 জুলাই: বিজেপির রাজ্য সভাপতি পদে কি বদল আসছে ? পদ্ম শিবিরের অন্দরে যেভাবে নাড়াচাড়া শুরু হয়েছে, তাতে কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে যে, লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গ নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ আর সে কারণেই বদল করা হতে পারে সুকান্ত মজুমদারকে ৷ তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হতে পারেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

গত 23 জুলাই হঠাৎই দিল্লি থেকে জরুরি তলব পেয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উড়ে যান দিল্লিতে। হঠাৎ এই জরুরি তলবের কারণ ঠিক কী, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। আপাতভাবে মনে করা হচ্ছিল, যে আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্যের সাংগঠনিক প্রেক্ষাপটে কিছুটা রদবদল আনতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকী এও মনে করা হচ্ছিল, যে হয়ত সুকান্ত মজুমদারকে দিল্লি নিয়ে এসে রাজ্য সভাপতি পদে বসানো হতে পারে শুভেন্দু অধিকারীকে। তবে এই সবটাই আপাতত জল্পনা স্তরেই রয়েছে।

মঙ্গলবার রাত পৌনে 11টা নাগাদ শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার দিল্লির 6 নং কৃষ্ণ মেনন মার্গে অমিত শাহের বাড়িতে যান। এরপর বৈঠক চলে প্রায় রাত 1টা পর্যন্ত। এর আগে 23 জুলাই দিল্লিতে আরএসএস-এর একটি বৈঠকেও অংশগ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার-সহ অন্য়ান্য নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের সময় রাজ্যে যে বেলাগাম সন্ত্রাসের ছবি উঠে এসছে এবং এখনও অব্যাহত রয়েছে, সেই হিংসার বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধীরা বারে বারে সরব হচ্ছে। ইতিমধ্যেই তিনবার বিজেপির তিনটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম রাজ্যে এসে পরিদর্শন করে দিল্লিতে তাঁদের পৃথক রিপোর্ট জমা দিয়েছে।

অন্যদিকে, বিরোধীরা রাজ্যে 355 ধারা লাগু করার দাবিতেও সরব হয়াছে ৷ তাই স্বাভাবিকভাবে বঙ্গের এই পরিস্থিতিতে চিন্তার ভাঁজ পড়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কপালেও। পাশাপাশি পঞ্চায়েতে 10 হাজারের উপর আসনে ভালো ফল করলেও বাকি জায়গাগুলির উপর কীভাবে দল আশানুরূপ ফল পেতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: মণিপুর নিয়ে সোমবার বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল, থাকতে পারেন মমতা

অন্যদিকে, সংসদের অধিবেশনের কারণে সুকান্ত মজুমদার দিল্লিতে থেকে গেলেও বুধবার রাজ্যে ফিরেছেন শুভেন্দু অধিকারী। যদিও বৈঠক প্রসঙ্গে এদিন মুখ খোলেননি শুভেন্দু ৷ বরং তিনি এদিন কলকাতায় ফিরে মালদা, কোচবিহার-সহ রাজ্যের একাধিক জেলায় নারী নির্যাতনের ঘটনায় রাজ্য বিধানসভায় এবং বিধানসভার বাইরেও বিজেপি সরব হবে বলে সাফ জানিয়েছেন ৷ পাশাপাশি শ্য়ামবাজারে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভে যাবেন বলেও জানান তিনি ৷ তবে তাঁর দিল্লি সফর থেকে এটুকু স্পষ্ট যে, রাজ্য বিজেপির সাংগঠনিক প্রেক্ষাপটে কিছুটা হলেও রদবদল আসতে চলেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.