কলকাতা, 22 ডিসেম্বর : যাত্রী সুবিধার্থে ও ক্রমাগত বাড়তে থাকা যাত্রী ভিড় সামাল দিতে এবার বেশ কয়েকটি রুটে স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিল পূর্ব রেল কর্তৃপক্ষ। এই স্পেশাল ট্রেনগুলি দেওয়া হবে কলকাতা স্টেশন-আলিপুরদুয়ার জংশন ও কলকাতা স্টেশন-মাদার জংশনের মধ্যে। এক নজরে সেই ট্রেনগুলির তালিকা:
- ০৩১২৯ কলকাতা-আলিপুরদুয়ার স্পেশাল ট্রেনটি 24 ডিসেম্বর রাত 8 টা 35 মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়বে । পর দিন বেলা 12 টা 30 মিনিটে আলিপুরদুয়ার জংশন পৌঁছাবে । আজ থেকে এই ট্রেনটির বুকিং চালু হবে।
- ০৩১৩০ আলিপুরদুয়ার-কলকাতা স্পেশাল ট্রেনটি 25 ডিসেম্বর দুপুর 3 টে 15 মিনিটে আলিপুরদুয়ার থেকে ছাড়বে । পর দিন সকাল 8 টা 20 মিনিটে কলকাতা স্টেশন পৌঁছাবে ।
এই ট্রেন দু'টি বর্ধমান, বোলপুর (শান্তিনিকেতন), রামপুরহাট, মালদা টাউন, হরিশ্চন্দ্রপুর, বারসই জংশন, ডালখোলা, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি রোড, ঠাকুরগঞ্জ, বাগডোগরা, শিলিগুড়ি জংশন, নিউ মাল জংশন, ডালগাঁও, হাসিমারা ও হামিতনগঞ্জ স্টেশন হয়ে যাতায়াত করবে।
- ০৯৬০৮ মাদার জংশন কলকাতা স্টেশন স্পেশাল ট্রেনটি 28 ডিসেম্বর থেকে 25 জানুয়ারির মধ্যে প্রতি সোমবার মাদার জংশন থেকে রাত 11টার সময় ছাড়বে । তৃতীয় দিনে বিকেল 4 টা 50 মিনিটে কলকাতা স্টেশন পৌঁছাবে ।
- ০৯৬০৭ কলকাতা মাদার জংশন স্পেশাল ট্রেনটি 31 ডিসেম্বর থেকে 28 জানুয়ারি পর্যন্ত প্রতি বৃহস্পতিবার বেলা 11 টা 25 মিনিটে কলকাতা জংশন থেকে ছাড়বে ।
আরও পড়ুন : আগামীকাল ভারত-বাংলাদেশ রেলপথের সূচনা , সেজে উঠেছে ট্রেন