ETV Bharat / state

বাধা কাটিয়ে জীবিকার সন্ধানে, তৃতীয় লিঙ্গের মানুষদের প্রশিক্ষণ শিবির - Special training camps arranged for third gender people

সমাজের প্রতিবন্ধকতার মধ্যে তৃতীয় লিঙ্গ মানুষদের অনেকেই স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেন না । সেই জন্য চাকরির ক্ষেত্রে তাঁদের সুযোগ অনেক কমে যায় । বিভিন্ন ক্ষেত্রে হয়রানি ও লাঞ্ছনার শিকার হতে হয় । এবার তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ড-এর প্রাক্তন সদস্য রঞ্জিতা সিনহা ও রোটারি ক্লাবের মহিলা সদস্যরা । দুই দিনের প্রশিক্ষণ শিবিরে বিউটিশিয়ান ও নেল আর্ট-সহ কেক তৈরি করাও শেখানো হয় ।

Kolkata
তৃতীয় লিঙ্গের মানুষদের স্বাবলম্বী করতে বিশেষ প্রশিক্ষণ শিবির
author img

By

Published : Dec 24, 2020, 9:47 AM IST

কলকাতা , 24 ডিসেম্বর : আইনি স্বীকৃতি মিললেও সমাজের চোখে ওঁরা এখনও ব্রাত্য । অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া বা চাকরির পাওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয় । সমাজের কটাক্ষ এড়িয়ে সম্মানের সঙ্গে রোজগার করে বেঁচে থাকার পথটা একেবারেই সহজ নয় এই তৃতীয় লিঙ্গের মানুষদের কাছে । বারবার প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয় তাঁদের। এবার তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রোটারি ক্লাবের মহিলা সদস্যরা ।

সমাজের প্রতিবন্ধকতার মধ্যে তৃতীয় লিঙ্গ মানুষদের অনেকেই স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেন না । সেই জন্য চাকরির ক্ষেত্রে তাঁদের সুযোগ অনেক কমে যায় । বিভিন্ন ক্ষেত্রে হয়রানি ও লাঞ্ছনার শিকার হতে হয় । ভারতে বিভিন্ন কর্মসংস্থানে তাঁদের উপস্থিতি নামমাত্রই রয়েছে বলা ভালো । অনেকক্ষেত্রে রোজগারের পথ হিসেবে অগত্যা বেছে নিতে হয় ভিক্ষাবৃত্তি । তাই তৃতীয় লিঙ্গের মানুষদের মনোবল অটুট রাখতে এবং তাঁদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে এগিয়ে এসেছেন রোটারি ক্লাবের মহিলা সদস্যরা । সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ড-এর প্রাক্তন সদস্য রঞ্জিতা সিনহা । এর জন্য দুইদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ।

Kolkata
নেল আর্টের প্রশিক্ষণ দিচ্ছেন অ্যাথিনা গোস্বামী কুণ্ডু
রঞ্জিতা সিনহা বলেন , "সরকারিভাবে অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও সেগুলি বাস্তবে কার্যকর হয়নি । সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে তৃতীয় লিঙ্গের মানুষদের সমস্যা আলোচনা করা হয় । কীভাবে তাঁদের মূল ধারায় ফেরানো যায় তা নিয়েও বহু সেমিনার ও কনফারেন্স হয় । কিন্তু তাতে এই প্রান্তিক মানুষগুলির কোনও লাভ হয় না । তাই তাঁদের স্বনির্ভর করে তোলার একটা প্রচেষ্টা করা হচ্ছে । সেই ভাবনা থেকেই এখানে আমাদের সমাজের কয়েকজনকে হাতে ধরে বিশেষজ্ঞেরা প্রশিক্ষণ দিচ্ছেন । আমাদের উদ্দেশ্য হল যাতে এঁরা এই ধরনের প্রশিক্ষণ নিয়ে চাকরি করতে পারেন বা নিজেরাই স্বতন্ত্রভাবে কাজ খুঁজে পান ।"

আরও পড়ুন, জুন মাসে হতে চলেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা



দু'দিনের এই প্রশিক্ষণ শিবিরে প্রথম দিন বিউটিশিয়ান আর নেইল আর্টের উপর প্রশিক্ষণ দেওয়া হয় । পরের ধাপে বেকারি ও কেক মেকিং শেখানো হয় । প্রশিক্ষণ দেন কাকলি বন্দ্যোপাধ্যায় ও অ্যাথিনা গোস্বামী কুণ্ডু । তাঁদের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী মল্লিকা সেনগুপ্ত-সহ আরও অনেকে । তৃতীয় লিঙ্গের মানুষদের এই প্রথমবার প্রশিক্ষণ দিলেন অ্যাথিনা গোস্বামী কুণ্ডু । নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন , "আমি এই প্রথমবার তৃতীয় লিঙ্গ ও রূপান্তরকামী মানুষদের প্রশিক্ষণ দিচ্ছি । দ্রুতই আমি নিজের নেইল আর্টের পার্লার করব । সেখানে এঁদের কাজের সুযোগ করে দেওয়ার ইচ্ছে রয়েছে আমার ।"

তৃতীয় লিঙ্গের মানুষদের দুইদিনের প্রশিক্ষণ শিবিরে নেল আর্ট ও বিউটিশিয়ান কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে
এক রূপান্তরকামী সোনাম সিং বলেন , "আমি আগে থেকেই নেইল আর্ট কিছুটা জানতাম । তবে এই প্রশিক্ষণ শিবির আমাকে আরও ভালোভাবে শিখে নিতে সাহায্য করেছে । এখন নেইল এক্সটেনশন ও নেল আর্টের বাজার খুব ভালো । এই ক্ষেত্রে বহু পার্লার ভালো কাজ জানা লোকের কদরও করে । তাই আমি এই কাজটা আরও ভালো করে শিখে রোজগার করতে চাই।"

কলকাতা , 24 ডিসেম্বর : আইনি স্বীকৃতি মিললেও সমাজের চোখে ওঁরা এখনও ব্রাত্য । অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া বা চাকরির পাওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয় । সমাজের কটাক্ষ এড়িয়ে সম্মানের সঙ্গে রোজগার করে বেঁচে থাকার পথটা একেবারেই সহজ নয় এই তৃতীয় লিঙ্গের মানুষদের কাছে । বারবার প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয় তাঁদের। এবার তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রোটারি ক্লাবের মহিলা সদস্যরা ।

সমাজের প্রতিবন্ধকতার মধ্যে তৃতীয় লিঙ্গ মানুষদের অনেকেই স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেন না । সেই জন্য চাকরির ক্ষেত্রে তাঁদের সুযোগ অনেক কমে যায় । বিভিন্ন ক্ষেত্রে হয়রানি ও লাঞ্ছনার শিকার হতে হয় । ভারতে বিভিন্ন কর্মসংস্থানে তাঁদের উপস্থিতি নামমাত্রই রয়েছে বলা ভালো । অনেকক্ষেত্রে রোজগারের পথ হিসেবে অগত্যা বেছে নিতে হয় ভিক্ষাবৃত্তি । তাই তৃতীয় লিঙ্গের মানুষদের মনোবল অটুট রাখতে এবং তাঁদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে এগিয়ে এসেছেন রোটারি ক্লাবের মহিলা সদস্যরা । সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ড-এর প্রাক্তন সদস্য রঞ্জিতা সিনহা । এর জন্য দুইদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ।

Kolkata
নেল আর্টের প্রশিক্ষণ দিচ্ছেন অ্যাথিনা গোস্বামী কুণ্ডু
রঞ্জিতা সিনহা বলেন , "সরকারিভাবে অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও সেগুলি বাস্তবে কার্যকর হয়নি । সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে তৃতীয় লিঙ্গের মানুষদের সমস্যা আলোচনা করা হয় । কীভাবে তাঁদের মূল ধারায় ফেরানো যায় তা নিয়েও বহু সেমিনার ও কনফারেন্স হয় । কিন্তু তাতে এই প্রান্তিক মানুষগুলির কোনও লাভ হয় না । তাই তাঁদের স্বনির্ভর করে তোলার একটা প্রচেষ্টা করা হচ্ছে । সেই ভাবনা থেকেই এখানে আমাদের সমাজের কয়েকজনকে হাতে ধরে বিশেষজ্ঞেরা প্রশিক্ষণ দিচ্ছেন । আমাদের উদ্দেশ্য হল যাতে এঁরা এই ধরনের প্রশিক্ষণ নিয়ে চাকরি করতে পারেন বা নিজেরাই স্বতন্ত্রভাবে কাজ খুঁজে পান ।"

আরও পড়ুন, জুন মাসে হতে চলেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা



দু'দিনের এই প্রশিক্ষণ শিবিরে প্রথম দিন বিউটিশিয়ান আর নেইল আর্টের উপর প্রশিক্ষণ দেওয়া হয় । পরের ধাপে বেকারি ও কেক মেকিং শেখানো হয় । প্রশিক্ষণ দেন কাকলি বন্দ্যোপাধ্যায় ও অ্যাথিনা গোস্বামী কুণ্ডু । তাঁদের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী মল্লিকা সেনগুপ্ত-সহ আরও অনেকে । তৃতীয় লিঙ্গের মানুষদের এই প্রথমবার প্রশিক্ষণ দিলেন অ্যাথিনা গোস্বামী কুণ্ডু । নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন , "আমি এই প্রথমবার তৃতীয় লিঙ্গ ও রূপান্তরকামী মানুষদের প্রশিক্ষণ দিচ্ছি । দ্রুতই আমি নিজের নেইল আর্টের পার্লার করব । সেখানে এঁদের কাজের সুযোগ করে দেওয়ার ইচ্ছে রয়েছে আমার ।"

তৃতীয় লিঙ্গের মানুষদের দুইদিনের প্রশিক্ষণ শিবিরে নেল আর্ট ও বিউটিশিয়ান কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে
এক রূপান্তরকামী সোনাম সিং বলেন , "আমি আগে থেকেই নেইল আর্ট কিছুটা জানতাম । তবে এই প্রশিক্ষণ শিবির আমাকে আরও ভালোভাবে শিখে নিতে সাহায্য করেছে । এখন নেইল এক্সটেনশন ও নেল আর্টের বাজার খুব ভালো । এই ক্ষেত্রে বহু পার্লার ভালো কাজ জানা লোকের কদরও করে । তাই আমি এই কাজটা আরও ভালো করে শিখে রোজগার করতে চাই।"
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.