কলকাতা, 14 অক্টোবর : উৎসবের মরশুমে এক গুচ্ছ স্পেশালের ঘোষণা করল দক্ষিণ পূর্ব রেল । পুজোর আগেই বাড়ানো হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের স্পেশাল ট্রেনের সংখ্যা।
প্রসঙ্গত, সামনেই বাঙালির সবচেয়ে বড় উৎসব-দুর্গাপুজো । সবেমাত্র শুরু উৎসবের মরশুম । স্বাভাবিকভাবেই এই সময় যাত্রী ভিড় মাথায় রেখেই রেল বোর্ড দক্ষিণ পূর্ব রেল বিভাগে কয়েকটি স্পেশাল ট্রেন ।
এক নজরে দক্ষিণ পূর্ব রেলের স্পেশালগুলির তালিকা :
*হাওড়া পুদুচেরী সাপ্তাহিক ট্রেন
ট্রেনটি প্রতি রবিবার হাওড়া থেকে ছাড়বে । 28 অক্টোবর থেকে 29 নভেম্বর পর্যন্ত চলাচল করবে ট্রেনটি।
*হাওড়া এরনাকুলাম
ট্রেনটি কাটপাডি হয়ে যাতায়াত করবে । সাপ্তাহিক ট্রেনটি 17 অক্টোবর থেকে 28 নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার হাওড়া থেকে ছাড়বে ।
*হাওড়া দীঘা
এই ট্রেনটি 17 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত প্রতিদিন যাতায়াত করবে ।
*হাওড়া রাঁচি
এই ট্রেনটি 17 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত যাতায়াত করবে ।
*হাওড়া টাটানগর স্পেশাল
ট্রেনটি 16 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত প্রতিদিন যাতায়াত করবে
*হাওড়া পুরী স্পেশাল
ট্রেনটি 16 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত প্রতিদিন যাতায়াত করবে।