ETV Bharat / state

Durga puja Special Souvenir Coin: দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতি উদযাপনে স্মারক কয়েন প্রকাশ কলকাতা মিন্টের

2021 সালের ডিসেম্বর মাসে দুর্গাপুজোকে আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয় ইউনেসকো ৷ এই স্বীকৃতিকে সামনে রেখে বিশেষ স্মারক মুদ্রা প্রকাশ করল কলকাতার টাকশাল ৷

ETV Bharat
স্মারক কয়েন
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2023, 8:27 PM IST

কলকাতা, 25 অক্টোবর: দুর্গাপুজোকে ইউনেসকো আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি প্রদানকে সামনে রেখে প্রকাশিত হল বিশেষ স্মারক কয়েন ৷ কলকাতার টাকশাল বা মিন্টের তরফে এই স্মারক কয়েন প্রকাশ করা হয় ৷ 2021 সালের ডিসেম্বর মাসে বাংলার দুর্গাপুজোকে ইনট্যানজিবেল হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো । গত বছর দুর্গাপুজার সময় এই স্বীকৃতি প্রাপ্তির বিষয়টিকে সামনে রেখে উদযাপনও করেছে রাজ্য সরকার । রেড রোডে ঘটা করে ইউনেসকোর প্রতিনিধিদের সংবর্ধনাও দেয় রাজ্য সরকার। এবারও ঘটা করে তারই উদযাপন চলছে ।

এবার, দুর্গাপুজোকে ইউনেসকোর এই স্বীকৃতিকে স্মরণীয় করে রাখতে একটি স্মারক কয়েন বাজারে এনেছে কলকাতা মিন্ট। ষষ্ঠীর দু'দিন আগে এই কয়েন প্রকাশ করা হয় কলকাতার মিন্টের তরফ থেকে । এই বিশেষ কয়েনের মাধ্যমে দুর্গা পুজোকে ইউনেসকোর স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে তুলে ধরা হয়েছে । যেকোনও সাধারণ মানুষ চাইলেই এই কয়েনটি কিনতে পারেন এবং স্মারক হিসাবে নিজেদের সংগ্রহেও তা রাখতে পারেন । এর জন্য তাঁদের খরচ করতে হবে 1 হাজার 235 টাকা ৷

ETV Bharat
স্মারক মুদ্রা প্রকাশ

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর জন্য পুজো কার্নিভালে থাকছে বিশেষ ব্যবস্থা, মঞ্চের উচ্চতা কিছুটা কম

ইটিভি ভারতের তরফ থেকে এই বিষয়ে কথা বলা হয় ফোরাম ফর দুর্গোৎসবের সম্পাদক শাশ্বত বসুর সঙ্গে ৷ তিনি বলেন, "আমরাও কয়েন সম্পর্কে শুনেছি। সোশাল মিডিয়ায় এ ধরনের একটি কয়েন ঘুরে বেড়াচ্ছে । আমার কাছের বন্ধুরা এমন একটি কয়েনের ছবি আমাদের পাঠিয়েছেন । তবে কারা এটি নিয়ে এসেছে সে সম্পর্কে আমাদের ধারনা নেই। অবশ্যই এটা ভালো উদ্যোগ।" এই বিষয়ে বিষদে কিছুই জানেন না বিশিষ্ট গবেষক তপতী গুহঠাকুরতা । তবে এরকম উদ্যোগ নেওয়া হয়ে থাকলে সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি । তাঁর মতে, দুর্গাপুজোর প্রচারে এটা ভালো উদ্যোগ ৷ প্রসঙ্গত, শুধু দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতির বিষয়েই নয়, সময় সময়ে একাধিক বিষয়ে এই ধরনের স্মারক কয়েন প্রকাশ করে থাকে মিন্ট ৷

কলকাতা, 25 অক্টোবর: দুর্গাপুজোকে ইউনেসকো আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি প্রদানকে সামনে রেখে প্রকাশিত হল বিশেষ স্মারক কয়েন ৷ কলকাতার টাকশাল বা মিন্টের তরফে এই স্মারক কয়েন প্রকাশ করা হয় ৷ 2021 সালের ডিসেম্বর মাসে বাংলার দুর্গাপুজোকে ইনট্যানজিবেল হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো । গত বছর দুর্গাপুজার সময় এই স্বীকৃতি প্রাপ্তির বিষয়টিকে সামনে রেখে উদযাপনও করেছে রাজ্য সরকার । রেড রোডে ঘটা করে ইউনেসকোর প্রতিনিধিদের সংবর্ধনাও দেয় রাজ্য সরকার। এবারও ঘটা করে তারই উদযাপন চলছে ।

এবার, দুর্গাপুজোকে ইউনেসকোর এই স্বীকৃতিকে স্মরণীয় করে রাখতে একটি স্মারক কয়েন বাজারে এনেছে কলকাতা মিন্ট। ষষ্ঠীর দু'দিন আগে এই কয়েন প্রকাশ করা হয় কলকাতার মিন্টের তরফ থেকে । এই বিশেষ কয়েনের মাধ্যমে দুর্গা পুজোকে ইউনেসকোর স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে তুলে ধরা হয়েছে । যেকোনও সাধারণ মানুষ চাইলেই এই কয়েনটি কিনতে পারেন এবং স্মারক হিসাবে নিজেদের সংগ্রহেও তা রাখতে পারেন । এর জন্য তাঁদের খরচ করতে হবে 1 হাজার 235 টাকা ৷

ETV Bharat
স্মারক মুদ্রা প্রকাশ

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর জন্য পুজো কার্নিভালে থাকছে বিশেষ ব্যবস্থা, মঞ্চের উচ্চতা কিছুটা কম

ইটিভি ভারতের তরফ থেকে এই বিষয়ে কথা বলা হয় ফোরাম ফর দুর্গোৎসবের সম্পাদক শাশ্বত বসুর সঙ্গে ৷ তিনি বলেন, "আমরাও কয়েন সম্পর্কে শুনেছি। সোশাল মিডিয়ায় এ ধরনের একটি কয়েন ঘুরে বেড়াচ্ছে । আমার কাছের বন্ধুরা এমন একটি কয়েনের ছবি আমাদের পাঠিয়েছেন । তবে কারা এটি নিয়ে এসেছে সে সম্পর্কে আমাদের ধারনা নেই। অবশ্যই এটা ভালো উদ্যোগ।" এই বিষয়ে বিষদে কিছুই জানেন না বিশিষ্ট গবেষক তপতী গুহঠাকুরতা । তবে এরকম উদ্যোগ নেওয়া হয়ে থাকলে সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি । তাঁর মতে, দুর্গাপুজোর প্রচারে এটা ভালো উদ্যোগ ৷ প্রসঙ্গত, শুধু দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতির বিষয়েই নয়, সময় সময়ে একাধিক বিষয়ে এই ধরনের স্মারক কয়েন প্রকাশ করে থাকে মিন্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.