কলকাতা, 3 নভেম্বর: রবিবার ইডেন গার্ডেনসে ভারত-দক্ষিণ আফ্রিকার হাইভোল্টেজ খেলা ৷ ক্রিকেটপ্রেমীরা যে মাঠে ভিড় জমাবেন তা বলার অপেক্ষা রাখে না ৷ খেলা দেখে ফেরার সময়ে তিলোত্তমাবাসীকে যাতে সমস্যায় পড়তে না হয় বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করা হয়েছে । শত্রবার এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রোরেল কতৃপক্ষের তরফে ।
আগামী রবিবার ব্লু লাইনে চলবে এক জোড়া বিশেষ মেট্রো চলবে । আপ ও ডাউন রুটে শেষ মেট্রো ছাড়বে রাত 10.45 মিনিটে । এসপ্ল্যানেড-দক্ষিণেশ্বর এবং এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে । রাত 10.45 মিনিটে এসপ্ল্যানেড থেকে মেট্রো ছেড়ে দক্ষিণেশ্বর স্টেশন পৌঁছবে রাত 11.18 মিনিটে। অন্যদিকে আর একটি ট্রেন এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ঠিক রাত 10.45 মিনিটে ছেড়ে কবি সুভাষ মেট্রো স্টেশন পৌঁছবে রাত 11.18 মিনিটে । মেট্রো কতৃপক্ষের তরফে জানানো হয়েছে, যে যাত্রীদের ওঠা নামার সুবিধার জন্য দু’টি ট্রেনই প্রতিটি স্টেশনে দাঁড়াবে।
আরও পড়ুন: আটে আট করার লক্ষ্যে তিলোত্তমায় ‘মেন ইন ব্লু’, রোহিত-বিরাটদের দেখতে এয়ারপোর্টে জনজোয়ার
আগামী রবিবারের ক্রিকেট খেলা নিয়ে একদিকে যেমন শহরবাসীর পারদ ক্রমশ চড়ছে ৷ ওয়ার্ল্ড কাপে এখনও পর্যন্ত 7টি ম্যাচ খেলে প্রতিটিতে জয়লাভ করেছে ৷ দক্ষিণ আফ্রিকা এখনও 6 ম্যাচে জয়ী হয়েছে ৷ রবিবারের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচকে হাইভোল্টেজ আখ্যা দিয়েছেন ক্রিকেট প্রেমীরা ৷ এই মধ্যেই এই ম্য়াচের টিকিটের চাহিদাও তুঙ্গে ৷ খেলা দেখতে মাঠে উপচে পড়া ভিড় হতে পরে । এই ম্যাচের টিকিটের কালোবাজারির অভিযোগ উঠেছে ৷
প্রসঙ্গত, শহরে যেকোনও খেলা থাকলেই বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ তা সে ফুটবল বা ক্রিকেট যে খেলাই হোক না কেন ৷ এই পরিস্থিতিতে যে আইসিসি ওয়ার্ল্ড কাপ বাদ যাবে না তা বলাই যায় ৷ আগের মতোই খেলা দেখে বাড়ির ফেরার সময় যাতে দর্শকদের সমস্যায় পড়তে না হয় তাই একজোড়া বিশেষ মেট্রোর ব্যবস্থা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ ৷