কলকাতা, 18 নভেম্বর : মুখ্যমন্ত্রীর ধমকের পর তড়িঘড়ি চিংড়িঘাটায় পুলিশি নিরাপত্তা জোরদার করল বিধাননগর পুলিশ কমিশনারেট । জানা গিয়েছে, এবার চিংড়িঘাটা ক্রসিং-সহ রাস্তায় বসবে একাধিক রেইজড পেভমেন্ট মার্কার । এই মার্কারের সাহায্যে মূলত রাতে চিংড়িঘাটা উড়ালপুল এবং ক্রসিংয়ের রাস্তায় পরিধি চিহ্নিতকরণে আরও সুবিধা হবে বলেই মত পুলিশের ৷
তাছাড়াও চিংড়িঘাটায় বাড়ানো হচ্ছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ৷ বাস থেকে নেমে কোনও যাত্রী যাতে অযাচিতভাবে রাস্তা পারাপার করতে না পারেন তার জন্য নিয়োগ করা হবে একাধিক কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মীও । চিংড়িঘাটা ফ্লাইওভারের উপর এবং নিচের রাস্তায় একাধিক স্পিডোমিটার বসানোর সিদ্ধান্ত নিচ্ছে বিধাননগর কমিশনারেট । এবার নজরদারি চালানো হবে মেট্রোপলিটন থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত ।
আরও পড়ুন : Municipal Election : পৌরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ যেতে পারেন প্রবীণ ও অসুস্থ কাউন্সিলররা
প্রসঙ্গত, গত দুর্গাপঞ্চমী রাতে এক যুবক ও এক তরুণী বাইকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিলেন ৷ সেই সময় আচমকা গাড়ির গতি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ডিভাইডারে এবং সেখানে বাইক আরোহী ওই যুবকের মাথা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় ৷ এই চিংড়িঘাটাতেই ভাইফোঁটার দিন সন্ধ্যেবেলা জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হওয়া বেশ কিছু যাত্রীদের চাপা দেয় একটি গাড়ি ।
এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে মধ্যমগ্রাম থেকে বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে নির্দেশ দেন দুই পুলিশ কমিশনারেটের মধ্যে লড়াইয়ে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে ৷ আর যাতে একটাও দুর্ঘটনা না হয় তার দায়িত্ব নিতে হবে বিধাননগর পুলিশ কমিশনারকে ৷ এরপরই তড়িঘড়ি চিংড়িঘাটায় যে সমস্ত রাস্তায় রাতে এবং অফিস টাইমে পুলিশ দেখা যেত না সেই সকল রাস্তায় এখন দেখা যাচ্ছে সার্জেন্ট পদমর্যাদার পুলিশকর্মীদের । সুতরাং, বলা যায় অত্যন্ত স্পর্শকাতর চিংড়িঘাটা এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য অবশেষে টনক নড়ল বিধাননগর কমিশনারেটের ।
আরও পড়ুন : Bidhannagar & Kolkata Police : মুখ্যমন্ত্রীর ধমকের পর নড়েচড়ে বসল বিধাননগর ও কলকাতা পুলিশ