ETV Bharat / state

Raja Rammohan Roy: রাজা রামমোহন রায়ের 251তম জন্মবার্ষিকীতে বিশেষ সম্মান অভিনেত্রীকে

author img

By

Published : May 22, 2023, 5:54 PM IST

Updated : May 22, 2023, 6:46 PM IST

রাজা রামমোহন রায়ের 251তম জন্মবার্ষিকীতে বিশেষ সম্মান প্রদান করা হল অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কে ৷ আর সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষ রেভারেন্ড ফাদার ড. ডমিনিক স্যাভিও-কে রামমোহন পুরস্কারে ভূষিত করা হয় ।

Raja Rammohan Roy 251st birthday anniversary
Raja Rammohan Roy 251st birthday anniversary
রামমোহন মিশনের অনুষ্ঠান

কলকাতা, 22 মে: নারী সমাজের অগ্রগতির জন্য রাজা রামমোহন রায়ের অবদান অনস্বীকার্য । বাংলার নবজাগরণের অন্যতম পথপ্রদর্শক তিনি । নারীশিক্ষার প্রসার ঘটানোর পাশাপাশি সমাজে পণপ্রথা, বাল্য বিবাহ, সতীদাহ প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন রাজা রামমোহন রায় । তাঁর সেই আদর্শকে মেনেই প্রতিষ্ঠিত হয়েছে রামমোহন মিশন । বিগত কয়েক বছর ধরে এ ধরনের কাজের সঙ্গে যুক্ত তারা । সেখান থেকেই আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠান । উপস্থিত ছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষ রেভারেন্ড ফাদার ড. ডমিনিক স্যাভিও ও অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় । শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষকে রামমোহন পুরস্কারে ভূষিত করা হয় । পুরস্কৃত করা হয় অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কেও ।

রামমোহন মিশনের সভাপতি সুজয় বিশ্বাস বলেন, "আমাদের এই সংস্থার প্রধান লক্ষ্যই হল সারা বছর রাজ্যের প্রত্যন্ত এলাকায় ঘুরে মেয়েদের শিক্ষার ব্যাপারে সচেতন করা । কারও যদি পড়াশোনার প্রতি আগ্রহ থাকে অথচ সামর্থ্য নেই, আমরা তাঁদেরকেও সাহায্য করি ৷" গত বছরের মে মাসের 22 তারিখ থেকে শুরু হয়েছিল তাঁদের এই অনুষ্ঠান । রামমোহন রায়ের 250তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরভর বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে সংস্থার তরফে । সুজয়বাবু বলেন, রামমোহন রায়ের বাণী, তাঁর ভাবনা যে আজও সমাজে সমান প্রাসঙ্গিক, ছাত্রছাত্রীদের এটা বোঝানোই তাঁদের প্রধান লক্ষ্য ।

বিশেষ এই অনুষ্ঠানে এসে উৎসাহিত ছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ও । তিনি বলেন, "মানুষের শরীর থাকে না কিন্তু কর্ম থেকে যায় । আর এই দিনটা পালিত হচ্ছে একজন বিশেষ মানুষের কর্মের জন্যেই ৷" এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়ও । রামমোহন রায়ের ভাবনাকে বর্তমান সমাজে তুলে ধরার জন্য রামমোহন মিশনকে ধন্যবাদ জানান তিনি । প্রত্যেক বছরই সমাজে বিশেষ অবদানের জন্য বিশেষ বিশেষ ব্যক্তিদের পুরস্কৃত করা হয়ে থাকে । এ বছরেও তার অন্যথা হয়নি বলে জানান সৌগত ৷

Raja Rammohan Roy 251st birthday anniversary
রাজা রামমোহন রায়ের 251তম জন্মবার্ষিকী

রাজা রামমোহন রায় যে যে মতাদর্শে বিশ্বাসী ছিলেন, সেই ভাবনাগুলিকেই বাস্তব প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে রামমোহন মিশন । তার জন্য ইতিমধ্যে বোলপুরের প্রায় 100 সজ্জা বিশিষ্ট রামমোহন মিশন চক্ষু হাসপাতাল খোলা হয়েছে, যা বিনামূল্যে মানুষের চিকিৎসার ব্যবস্থা করে । এছাড়াও বিভিন্ন জেলায় হাসপাতাল খোলা হয়েছে অত্যাধুনিক ব্যবস্থাপনা দিয়ে । মেয়েদের জন্য ইংরেজি মাধ্যম স্কুল স্থাপন করা হয়েছে সমাজের কুসংস্কার দূর করার জন্য । তারা সারা ভারতে প্রায় 5 বার পরিভ্রমণ করেছেন অচলায়তনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ।

আরও পড়ুন: সার্ধদ্বিশত বর্ষে রাজা রামমোহন রায়, অনন্য উদ্যোগে শামিল রামমোহন রায় পুনর্মূল্যায়ন সমিতি

রামমোহন মিশনের অনুষ্ঠান

কলকাতা, 22 মে: নারী সমাজের অগ্রগতির জন্য রাজা রামমোহন রায়ের অবদান অনস্বীকার্য । বাংলার নবজাগরণের অন্যতম পথপ্রদর্শক তিনি । নারীশিক্ষার প্রসার ঘটানোর পাশাপাশি সমাজে পণপ্রথা, বাল্য বিবাহ, সতীদাহ প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন রাজা রামমোহন রায় । তাঁর সেই আদর্শকে মেনেই প্রতিষ্ঠিত হয়েছে রামমোহন মিশন । বিগত কয়েক বছর ধরে এ ধরনের কাজের সঙ্গে যুক্ত তারা । সেখান থেকেই আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠান । উপস্থিত ছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষ রেভারেন্ড ফাদার ড. ডমিনিক স্যাভিও ও অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় । শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষকে রামমোহন পুরস্কারে ভূষিত করা হয় । পুরস্কৃত করা হয় অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়কেও ।

রামমোহন মিশনের সভাপতি সুজয় বিশ্বাস বলেন, "আমাদের এই সংস্থার প্রধান লক্ষ্যই হল সারা বছর রাজ্যের প্রত্যন্ত এলাকায় ঘুরে মেয়েদের শিক্ষার ব্যাপারে সচেতন করা । কারও যদি পড়াশোনার প্রতি আগ্রহ থাকে অথচ সামর্থ্য নেই, আমরা তাঁদেরকেও সাহায্য করি ৷" গত বছরের মে মাসের 22 তারিখ থেকে শুরু হয়েছিল তাঁদের এই অনুষ্ঠান । রামমোহন রায়ের 250তম জন্মবার্ষিকী উপলক্ষে বছরভর বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে সংস্থার তরফে । সুজয়বাবু বলেন, রামমোহন রায়ের বাণী, তাঁর ভাবনা যে আজও সমাজে সমান প্রাসঙ্গিক, ছাত্রছাত্রীদের এটা বোঝানোই তাঁদের প্রধান লক্ষ্য ।

বিশেষ এই অনুষ্ঠানে এসে উৎসাহিত ছিলেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ও । তিনি বলেন, "মানুষের শরীর থাকে না কিন্তু কর্ম থেকে যায় । আর এই দিনটা পালিত হচ্ছে একজন বিশেষ মানুষের কর্মের জন্যেই ৷" এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়ও । রামমোহন রায়ের ভাবনাকে বর্তমান সমাজে তুলে ধরার জন্য রামমোহন মিশনকে ধন্যবাদ জানান তিনি । প্রত্যেক বছরই সমাজে বিশেষ অবদানের জন্য বিশেষ বিশেষ ব্যক্তিদের পুরস্কৃত করা হয়ে থাকে । এ বছরেও তার অন্যথা হয়নি বলে জানান সৌগত ৷

Raja Rammohan Roy 251st birthday anniversary
রাজা রামমোহন রায়ের 251তম জন্মবার্ষিকী

রাজা রামমোহন রায় যে যে মতাদর্শে বিশ্বাসী ছিলেন, সেই ভাবনাগুলিকেই বাস্তব প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে রামমোহন মিশন । তার জন্য ইতিমধ্যে বোলপুরের প্রায় 100 সজ্জা বিশিষ্ট রামমোহন মিশন চক্ষু হাসপাতাল খোলা হয়েছে, যা বিনামূল্যে মানুষের চিকিৎসার ব্যবস্থা করে । এছাড়াও বিভিন্ন জেলায় হাসপাতাল খোলা হয়েছে অত্যাধুনিক ব্যবস্থাপনা দিয়ে । মেয়েদের জন্য ইংরেজি মাধ্যম স্কুল স্থাপন করা হয়েছে সমাজের কুসংস্কার দূর করার জন্য । তারা সারা ভারতে প্রায় 5 বার পরিভ্রমণ করেছেন অচলায়তনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ।

আরও পড়ুন: সার্ধদ্বিশত বর্ষে রাজা রামমোহন রায়, অনন্য উদ্যোগে শামিল রামমোহন রায় পুনর্মূল্যায়ন সমিতি

Last Updated : May 22, 2023, 6:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.