ETV Bharat / state

শিশুর অপুষ্টি রুখতে বিশেষ ফুড প্যাকেট - বিধানসভা

অপুষ্টিতে ভোগা বাচ্চাদের ফুড প্যাকেট দেওয়ার ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য সরকার । প্রাতঃরাশ ও দুপুরের খাবারের সঙ্গে এই ফুড প্যাকেট দেওয়া হবে । বিধানসভায় জানালেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা ।

ফাইল ফোটো
author img

By

Published : Jul 1, 2019, 6:04 PM IST

কলকতা, 1 জুলাই : অপুষ্টি রুখতে তৎপর রাজ্য সরকার । অপুষ্টিতে ভোগা বাচ্চাদের ফুড প্যাকেট দেওয়ার ব্যবস্থা চালু হবে শীঘ্রই । প্রাতঃরাশ ও দুপুরের খাবারের সঙ্গে এই ফুড প্যাকেট দেওয়া হবে । বিধানসভায় ICDS(ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস)-এর নতুন উদ্যোগের কথা জানালেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা ।

অঙ্গনওয়াড়ির মাধ্যমে এই ফুড প্যাকেট দেওয়া হবে বাচ্চাদের । আপাতত দু'টি জেলায় পাইলট প্রোজেক্ট চালু হবে । পরে গোটা রাজ্যে এই প্রোজেক্ট চালু করা হবে । এই খাবার হবে রেডি টু ইট । গম, বাদাম, ছোলা ও চিনি দিয়ে তৈরি হবে খাবার ।

anganwadi
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেওয়া হচ্ছে খাবার (ফাইল ফোটো)

আজ বাঁকুড়ার বড়জোড়ার CPI(M) বিধায়ক সুজিত চক্রবর্তীর প্রশ্নে বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরেন শশী পাঁজা । পরিসংখ্যান অনুযায়ী, 2011 সালের তুলনায় রাজ্যে অপুষ্টির হার কমেছে । 2011 সালের মে মাসে যেখানে অপুষ্টির গড় হার ছিল 47.52%, সেখানে 2019-র মে মাসে সেই হার কমে দাঁড়িয়েছে 8.56% । অপুষ্টির হার সবচেয়ে কম মুর্শিদাবাদে(4.07%) ।

অন্যদিকে অপুষ্টির হার বেশি জঙ্গলমহলে । শতাংশের বিচারে অপুষ্টির হার ঝাড়গ্রামে বেশি(16.02%) । সংখ্যার বিচারে পশ্চিম মেদিনীপুরে অপুষ্টিতে ভুগছে প্রায় 48,069টি শিশু । বর্তমানে রাজ্যে সব অঙ্গনওয়াড়ি মিলিয়ে দুপুরে 77 লাখ ছাত্রছাত্রীকে খাবার দেওয়া হয় ।

কলকতা, 1 জুলাই : অপুষ্টি রুখতে তৎপর রাজ্য সরকার । অপুষ্টিতে ভোগা বাচ্চাদের ফুড প্যাকেট দেওয়ার ব্যবস্থা চালু হবে শীঘ্রই । প্রাতঃরাশ ও দুপুরের খাবারের সঙ্গে এই ফুড প্যাকেট দেওয়া হবে । বিধানসভায় ICDS(ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস)-এর নতুন উদ্যোগের কথা জানালেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা ।

অঙ্গনওয়াড়ির মাধ্যমে এই ফুড প্যাকেট দেওয়া হবে বাচ্চাদের । আপাতত দু'টি জেলায় পাইলট প্রোজেক্ট চালু হবে । পরে গোটা রাজ্যে এই প্রোজেক্ট চালু করা হবে । এই খাবার হবে রেডি টু ইট । গম, বাদাম, ছোলা ও চিনি দিয়ে তৈরি হবে খাবার ।

anganwadi
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেওয়া হচ্ছে খাবার (ফাইল ফোটো)

আজ বাঁকুড়ার বড়জোড়ার CPI(M) বিধায়ক সুজিত চক্রবর্তীর প্রশ্নে বেশ কিছু পরিসংখ্যান তুলে ধরেন শশী পাঁজা । পরিসংখ্যান অনুযায়ী, 2011 সালের তুলনায় রাজ্যে অপুষ্টির হার কমেছে । 2011 সালের মে মাসে যেখানে অপুষ্টির গড় হার ছিল 47.52%, সেখানে 2019-র মে মাসে সেই হার কমে দাঁড়িয়েছে 8.56% । অপুষ্টির হার সবচেয়ে কম মুর্শিদাবাদে(4.07%) ।

অন্যদিকে অপুষ্টির হার বেশি জঙ্গলমহলে । শতাংশের বিচারে অপুষ্টির হার ঝাড়গ্রামে বেশি(16.02%) । সংখ্যার বিচারে পশ্চিম মেদিনীপুরে অপুষ্টিতে ভুগছে প্রায় 48,069টি শিশু । বর্তমানে রাজ্যে সব অঙ্গনওয়াড়ি মিলিয়ে দুপুরে 77 লাখ ছাত্রছাত্রীকে খাবার দেওয়া হয় ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.