ETV Bharat / state

কলকাতা পৌরনিগমের কর্মীদের জন্য চালু বিশেষ বাস পরিষেবা - Kolkata Municipal Corporation

দপ্তরে আসতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল । তাই পৌরনিগমের কর্মীদের জন্য বিশেষ বাস পরিষেবা চালুর প্রস্তাব দেওয়া হয়েছিল । সেই মতোই আজ বিশেষ বাসে কলকাতা পৌরনিগমের দপ্তরে পৌঁছাল কর্মীরা ।

KMC
কলকাতা পৌরনিগম
author img

By

Published : Jun 10, 2020, 5:33 PM IST

কলকাতা, 10 জুন : আজ থেকে কলকাতা পৌরনিগমের কর্মীদের জন্য চালু করা হল বিশেষ বাস পরিষেবা । কলকাতার বাইরে আটটি জায়গা থেকে 11 টি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পৌরনিগমের তরফে । আজ পৌরনিগমের তরফে দেওয়া এই বাসগুলিতেই কর্মীরা দপ্তরে পৌঁছায় ।

পৌরনিগমের তরফে জানানো হয়েছে, কলকাতার বাইরে যেসব কর্মীরা থাকেন তাঁদের জন্যই এই বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে । কলকাতার বাইরে মোট আটটি রুট- ডায়মন্ড হারবার, বারুইপুর, জোকা, গার্ডেনরিচ, বারাসত, ব্যারাকপুর, কল্যাণী ও ব্যাণ্ডেলে এই বিশেষ বাস পরিষেবা দেওয়া হবে । সব মিলিয়ে এই রুটগুলিতে মোট 11 টি বাস চলাচল করবে । আজ সকাল 8 টা থেকে 9 টা 30 মিনিটের মধ্যে এই নির্দিষ্ট জায়গাগুলি থেকে পৌর কর্মচারীদের নিয়ে আসা হয় । বিকেল 5 টার সময় আবার পৌর কর্মচারীদের এই বিশেষ বাসগুলিতে করে নির্দিষ্ট আটটি গন্তব্যে পৌঁছে দেওয়া হবে ।

পৌরনিগমের তরফে শনিবার একটি নির্দেশিকা জারি করা হয় । তাতে বলা হয়, সোমবার(8 জুন) থেকে 100 শতাংশ পৌরনিগমের কর্মচারীদের উপস্থিত থাকতে হবে । তারপরই শুরু হয় একাধিক জটিলতা । দূর-দূরান্ত থেকে পৌর কর্মীরা আসতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হন । এমনকী, কলকাতা পৌরনিগমের বহু কর্মচারী সংগঠনগুলি এই নির্দেশিকা বাতিল করার আবেদন জানায় । তারপরেই ফিরহাদ হাকিম কর্মচারীদের বাসে করে দপ্তরে নিয়ে আসার প্রস্তাব দেন । সেইমতো এই পৌর কর্মচারীদের জন্য এই বিশেষ বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় ।

কলকাতা, 10 জুন : আজ থেকে কলকাতা পৌরনিগমের কর্মীদের জন্য চালু করা হল বিশেষ বাস পরিষেবা । কলকাতার বাইরে আটটি জায়গা থেকে 11 টি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পৌরনিগমের তরফে । আজ পৌরনিগমের তরফে দেওয়া এই বাসগুলিতেই কর্মীরা দপ্তরে পৌঁছায় ।

পৌরনিগমের তরফে জানানো হয়েছে, কলকাতার বাইরে যেসব কর্মীরা থাকেন তাঁদের জন্যই এই বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে । কলকাতার বাইরে মোট আটটি রুট- ডায়মন্ড হারবার, বারুইপুর, জোকা, গার্ডেনরিচ, বারাসত, ব্যারাকপুর, কল্যাণী ও ব্যাণ্ডেলে এই বিশেষ বাস পরিষেবা দেওয়া হবে । সব মিলিয়ে এই রুটগুলিতে মোট 11 টি বাস চলাচল করবে । আজ সকাল 8 টা থেকে 9 টা 30 মিনিটের মধ্যে এই নির্দিষ্ট জায়গাগুলি থেকে পৌর কর্মচারীদের নিয়ে আসা হয় । বিকেল 5 টার সময় আবার পৌর কর্মচারীদের এই বিশেষ বাসগুলিতে করে নির্দিষ্ট আটটি গন্তব্যে পৌঁছে দেওয়া হবে ।

পৌরনিগমের তরফে শনিবার একটি নির্দেশিকা জারি করা হয় । তাতে বলা হয়, সোমবার(8 জুন) থেকে 100 শতাংশ পৌরনিগমের কর্মচারীদের উপস্থিত থাকতে হবে । তারপরই শুরু হয় একাধিক জটিলতা । দূর-দূরান্ত থেকে পৌর কর্মীরা আসতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হন । এমনকী, কলকাতা পৌরনিগমের বহু কর্মচারী সংগঠনগুলি এই নির্দেশিকা বাতিল করার আবেদন জানায় । তারপরেই ফিরহাদ হাকিম কর্মচারীদের বাসে করে দপ্তরে নিয়ে আসার প্রস্তাব দেন । সেইমতো এই পৌর কর্মচারীদের জন্য এই বিশেষ বাস পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.