কলকাতা, 3 ফেব্রুয়ারি: হাওড়া পুরসভা বিল (Howrah municipal corporation Bill) নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ, বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকড়ের সংঘাত অব্যাহত । বুধবার রাজভবনে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল দাবি করছিলেন যে হাওড়া পুরসভা বিল প্রসঙ্গে মিথ্যে কথা রটাচ্ছে রাজ্য সরকার এবং এইরকম কোনও বিল তাঁর অফিসে আটকে নেই।
আজ বৃহস্পতিবারই রাজ্যপালের সেই উক্তিকে চ্যালেঞ্জ জানান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় । তিনি বলেন যে, রাজ্যপালের অফিস থেকে ছেড়ে দিলে সেই বিলের ফাইল আসার কথা বিধানসভাতে । "কিন্তু এখনও পর্যন্ত এরকম কোনও ফাইল বিধাসভায় আসেনি। যদি কেউ চান তাহলে আরটিআই করতে পারেন। তখন নিয়ম অনুযায়ী আমরা সব জানিয়ে দেব," বলেন বিমানবাবু । তিনি আরও বলেন, "রাজ্যপালের একই কথার একই উত্তর দিতে দিতে ক্লান্ত তিনি । আমি অবাক হয়ে যাচ্ছি কী করে রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar) বলেন যে উনি বিল ছেড়ে দিয়েছেন। "
বুধবার তীব্র সংঘাত হয় রাজ্যপাল রাজ্যপাল জগদীপ ধনকর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে (Governor Jagdeep Dhankhar and mamata banerjee clash) । তৃণমূল কংগ্রেসের সংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে রাজ্যপাল জগদীপ ধনকড়ে বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় । এর আগে রাজ্যপালকে টুইটারে ব্লক করার খবর সাংবাদিকের দেবার সময় মমতা বন্দ্যোপাধ্য়ায় অভিযোগ করেন যে রাজভবন থেকে পেগাসাস ব্যবহার করা হচ্ছে । বুধবার বিকালেই এই নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা তোপ দাগেন রাজ্যপাল জগদীপ ধনকড় । এই প্রসঙ্গেই রাজ্যপাল বলেন, মুখ্যমন্ত্রী অসত্য অভিযোগ তুলছেন ।
আরও পড়ুন: Dhankhar Ask AG to Meet Him : হাওড়া পৌর বিল নিয়ে এবার অ্যাডভোকেট জেনারেলকে তলব রাজ্যপালের
বুধবার দুপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হবার পরই মমতা বন্দ্যোপাধ্য়ায় তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্যপালকে । মুখ্যমন্ত্রী বলেন যে, দিল্লি থেকে একটা ঘোড়ার পাল পাঠিয়েছে রাজ্য শাসন করতে । সে সবসময় আমাকে গালাগালিও করছে আবার আমাকে টুইটও করছে । দেড় বছর ধরে সহ্য করেছি । তাই আমি উনাকে ব্লক করে দিয়েছি । এই "ঘোড়ার পাল" সম্বধোন নিয়েও ক্ষোভে ফেটে পড়েন রাজ্যপাল। "এই ধরণের কাঁদা ছোড়াছুড়ি কোনমতেই কাম্য নয়। সাধারণতন্ত্র দিবসে রীতি অনুযায়ী মুখ্যমন্ত্রীর রাজ্যপালকে স্বাগত জানানো প্রথা । এই বার সাধারণতন্ত্র দিবসে তিনি সেটা করলেন না, " রাজ্যপাল বলেন।