কলকাতা, 21 জানুয়ারি : এবার উত্তর কলকাতায় রোড শো-এ শোভন-বৈশাখি । দক্ষিণ কলকাতার পর আগামীকাল উত্তর কলকাতায় বিজেপির পক্ষ থেকে রোড শোয়ের বন্দোবস্ত করা হয়েছে । শ্যামবাজার থেকে মহাজাতি সদন পর্যন্ত হবে এই রোড শো ।
আগামীকালের রোড শোয়ে উপস্থিত থাকবেন বিজেপি সাংসদ অর্জুন সিংসহ অন্যান্য নেতৃবৃন্দ । উত্তর কলকাতার সাংগঠনিক জেলার উদ্যোগে এই কর্মসূচি । প্রসঙ্গত, উত্তর কলকাতায় সুবিধাজনক অবস্থায় নেই বিজেপি । 2019 এর লোকসভা নির্বাচনে 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে শুধুমাত্র শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে লিড পেয়েছিল বিজেপি । তাই উত্তর কলকাতার বিধানসভা কেন্দ্রগুলিতে প্রচারে জোর দিতে চাইছে দল ।
আরও পড়ুন : 'মান ভুুলে' দলীয় কার্যালয়ে শোভন-বৈশাখি, আজ দক্ষিণ কলকাতায় মিছিল
এক্ষেত্রে উত্তর কলকাতায় প্রচারের জন্য শোভন-বৈশাখি জুটিকেই বেছে নেওয়া হয়েছে । এবিষয়ে বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি শিবাজি সিংহ রায় বলেন, "22 জানুয়ারি তথা শুক্রবার দুপুর 2টোয় আমাদের রোড শো শুরু হবে । রোড শো শুরু হবে শ্যামবাজার থেকে, চলবে মহাজাতি সদন পর্যন্ত ।"