ETV Bharat / state

দক্ষিণের পর এবার উত্তর কলকাতায় রোড শো শোভন-বৈশাখির - a rally of bjp in north kolkata

গত লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে নজর দিলে দেখা যাবে উত্তর কলকাতায় বিজেপি সুবিধাজনক অবস্থায় নেই। এই পরিস্থিতিতে আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে উত্তর কলকাতায় প্রচারে নামতে চলেছে গেরুয়া শিবির। আগামীকাল রোড শো করবেন শোভন-বৈশাখি ।

দক্ষিণ কলকাতার পর এবার উত্তর কলকাতায় রোড- শো শোভন- বৈশাখীর
দক্ষিণ কলকাতার পর এবার উত্তর কলকাতায় রোড- শো শোভন- বৈশাখীর
author img

By

Published : Jan 21, 2021, 10:47 AM IST

কলকাতা, 21 জানুয়ারি : এবার উত্তর কলকাতায় রোড শো-এ শোভন-বৈশাখি । দক্ষিণ কলকাতার পর আগামীকাল উত্তর কলকাতায় বিজেপির পক্ষ থেকে রোড শোয়ের বন্দোবস্ত করা হয়েছে । শ্যামবাজার থেকে মহাজাতি সদন পর্যন্ত হবে এই রোড শো ।

আগামীকালের রোড শোয়ে উপস্থিত থাকবেন বিজেপি সাংসদ অর্জুন সিংসহ অন্যান্য নেতৃবৃন্দ । উত্তর কলকাতার সাংগঠনিক জেলার উদ্যোগে এই কর্মসূচি । প্রসঙ্গত, উত্তর কলকাতায় সুবিধাজনক অবস্থায় নেই বিজেপি । 2019 এর লোকসভা নির্বাচনে 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে শুধুমাত্র শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে লিড পেয়েছিল বিজেপি । তাই উত্তর কলকাতার বিধানসভা কেন্দ্রগুলিতে প্রচারে জোর দিতে চাইছে দল ।

আরও পড়ুন : 'মান ভুুলে' দলীয় কার্যালয়ে শোভন-বৈশাখি, আজ দক্ষিণ কলকাতায় মিছিল

এক্ষেত্রে উত্তর কলকাতায় প্রচারের জন্য শোভন-বৈশাখি জুটিকেই বেছে নেওয়া হয়েছে । এবিষয়ে বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি শিবাজি সিংহ রায় বলেন, "22 জানুয়ারি তথা শুক্রবার দুপুর 2টোয় আমাদের রোড শো শুরু হবে । রোড শো শুরু হবে শ্যামবাজার থেকে, চলবে মহাজাতি সদন পর্যন্ত ।"

কলকাতা, 21 জানুয়ারি : এবার উত্তর কলকাতায় রোড শো-এ শোভন-বৈশাখি । দক্ষিণ কলকাতার পর আগামীকাল উত্তর কলকাতায় বিজেপির পক্ষ থেকে রোড শোয়ের বন্দোবস্ত করা হয়েছে । শ্যামবাজার থেকে মহাজাতি সদন পর্যন্ত হবে এই রোড শো ।

আগামীকালের রোড শোয়ে উপস্থিত থাকবেন বিজেপি সাংসদ অর্জুন সিংসহ অন্যান্য নেতৃবৃন্দ । উত্তর কলকাতার সাংগঠনিক জেলার উদ্যোগে এই কর্মসূচি । প্রসঙ্গত, উত্তর কলকাতায় সুবিধাজনক অবস্থায় নেই বিজেপি । 2019 এর লোকসভা নির্বাচনে 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে শুধুমাত্র শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে লিড পেয়েছিল বিজেপি । তাই উত্তর কলকাতার বিধানসভা কেন্দ্রগুলিতে প্রচারে জোর দিতে চাইছে দল ।

আরও পড়ুন : 'মান ভুুলে' দলীয় কার্যালয়ে শোভন-বৈশাখি, আজ দক্ষিণ কলকাতায় মিছিল

এক্ষেত্রে উত্তর কলকাতায় প্রচারের জন্য শোভন-বৈশাখি জুটিকেই বেছে নেওয়া হয়েছে । এবিষয়ে বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি শিবাজি সিংহ রায় বলেন, "22 জানুয়ারি তথা শুক্রবার দুপুর 2টোয় আমাদের রোড শো শুরু হবে । রোড শো শুরু হবে শ্যামবাজার থেকে, চলবে মহাজাতি সদন পর্যন্ত ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.