ETV Bharat / state

Sovan Chatterjee: 'পোস্তা ব্রিজ ভেঙে যাওয়ার দায় এই সরকারের নয়', গুজরাত বিপর্যয়ের প্রসঙ্গ টেনে তৃণমূলের পাশে শোভন

নারদা মামলায় (Narada Case) ইডির করা কেসে মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দেন ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় ও মদন মিত্র (Firhad Hakim,Sovan Chatterjee Madan Mitra appears in court in Narada Case) ।

Etv Bharat
Sovan Chatterjee
author img

By

Published : Nov 1, 2022, 4:48 PM IST

Updated : Nov 1, 2022, 5:14 PM IST

কলকাতা, 1 নভেম্বর: কলকাতা, 1 নভেম্বর: ইঙ্গিতটা আগেই মিলেছিল ৷ রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল ফের তৃণমূলে ফেরার পথ করছেন শোভন চট্টোপাধ্যায় ৷ সম্প্রতি ভাইফোঁটার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফোঁটা নিতে গিয়েছিলেন শোভন ৷ তাতে বিষয়টি আরও পরিষ্কার হয় ৷ এবার প্রকাশ্যে তৃণমূল সরকারের পাশে দাঁড়ালেন একদা মমতার ছায়াসঙ্গী বলে পরিচিত শোভন চট্টোপাধ্যায় ৷ মঙ্গলবার, গুজরাতের সেতু বিপর্যয়ের প্রসঙ্গ টেনে পোস্তা সেতুর কথা তোলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন (Sovan Chatterjee defends TMC Govt on Posta Bridge issue) ৷ বলেন, "পোস্তা ব্রিজ বিপর্যয়ের দায় তৃণমূল সরকারের নয় ৷ সেই দায় কোনওভাবেই এই সরকারের উপর বর্তায় না ৷ ব্রিজের বরাত দেওয়া ও কাজ শুরু হয়েছিল তৃণমূল সরকারের আগেই ৷ তাই সেই প্রক্রিয়ায় যে অনিয়ম হয়েছিল তার দায় আগের সরকারের ৷ তৃণমূল শুধু ইনহেরিট করেছে ৷" পোস্তা ব্রিজ নিয়ে তৃণমূল সরকারকে দোষ দেওয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও এদিন মন্তব্য করেছেন শোভন চট্টোপাধ্যায় ৷

উল্লেখ্য, নারদা মামলায় মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় ও মদন মিত্র । সেখান থেকে বেরিয়ে এদিন মুখ খোলেন শোভন চট্টোপাধ্যায় ৷ উল্লেখ্য, নারদা মামলায় (Narada Case) সিবিআইয়ের কেসে হাইকোর্ট থেকে তৃণমূল নেতারা জামিন পেলেও ইডি আলাদা চার্জশিট জমা দিয়েছে এই মামলায় ৷ ব্যাঙ্কশাল আদালতে দীর্ঘদিন এই মামলার শুনানির পর তৃণমূল নেতারা জামিন পেলেও রুটিন কিছু আইনি কাজ এখনও বকেয়া রয়েছে । সেই কারণেই হাজিরা দিতে হচ্ছে এই নেতাদের ।

আরও পড়ুন: টেট উত্তীর্ণদের শংসাপত্র নিয়ে পর্ষদকে আজই বৈঠক করার নির্দেশ আদালতের

গুজরাত সেতু বিপর্যয়ের প্রসঙ্গ টেনে তৃণমূলের পাশে শোভন

এদিন নগর দায়রা আদালতে হাজিরা দিতে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে এসেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও (Sovan Chatterjee appears in court in Narada Case) ৷ শোভন চট্টোপাধ্যায় জানান, রুটিন হাজিরা ৷ যখনই শুনানির দিন ঠিক হয় তিনি হাজিরা দিতে আসেন ৷ বৈশাখীকে সঙ্গে নিয়ে আসাটাও স্বাভাবিক বলেই জানিয়েছেন তিনি ৷ অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন,"এই ধরনের মামলা যাতে দীর্ঘায়িত না হয়, দ্রুত নিষ্পত্তি প্রয়োজন ৷ সকলেই মানসিক চাপের মধ্যে থাকেন, যেটা কাম্য নয় ।"

আগামী 28 ফেব্রুয়ারি ফের তাঁদের আদালতে হাজিরা দিতে হবে ৷ জানা গিয়েছে, এই মামলায় 6 এবং 7 জানুয়ারি আদালতে আরও বেশকিছু নথি পেশ করবে ইডি (Firhad Hakim and Madan Mitra appears in court in Narada Case) ।

কলকাতা, 1 নভেম্বর: কলকাতা, 1 নভেম্বর: ইঙ্গিতটা আগেই মিলেছিল ৷ রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল ফের তৃণমূলে ফেরার পথ করছেন শোভন চট্টোপাধ্যায় ৷ সম্প্রতি ভাইফোঁটার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফোঁটা নিতে গিয়েছিলেন শোভন ৷ তাতে বিষয়টি আরও পরিষ্কার হয় ৷ এবার প্রকাশ্যে তৃণমূল সরকারের পাশে দাঁড়ালেন একদা মমতার ছায়াসঙ্গী বলে পরিচিত শোভন চট্টোপাধ্যায় ৷ মঙ্গলবার, গুজরাতের সেতু বিপর্যয়ের প্রসঙ্গ টেনে পোস্তা সেতুর কথা তোলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন (Sovan Chatterjee defends TMC Govt on Posta Bridge issue) ৷ বলেন, "পোস্তা ব্রিজ বিপর্যয়ের দায় তৃণমূল সরকারের নয় ৷ সেই দায় কোনওভাবেই এই সরকারের উপর বর্তায় না ৷ ব্রিজের বরাত দেওয়া ও কাজ শুরু হয়েছিল তৃণমূল সরকারের আগেই ৷ তাই সেই প্রক্রিয়ায় যে অনিয়ম হয়েছিল তার দায় আগের সরকারের ৷ তৃণমূল শুধু ইনহেরিট করেছে ৷" পোস্তা ব্রিজ নিয়ে তৃণমূল সরকারকে দোষ দেওয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও এদিন মন্তব্য করেছেন শোভন চট্টোপাধ্যায় ৷

উল্লেখ্য, নারদা মামলায় মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দেন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় ও মদন মিত্র । সেখান থেকে বেরিয়ে এদিন মুখ খোলেন শোভন চট্টোপাধ্যায় ৷ উল্লেখ্য, নারদা মামলায় (Narada Case) সিবিআইয়ের কেসে হাইকোর্ট থেকে তৃণমূল নেতারা জামিন পেলেও ইডি আলাদা চার্জশিট জমা দিয়েছে এই মামলায় ৷ ব্যাঙ্কশাল আদালতে দীর্ঘদিন এই মামলার শুনানির পর তৃণমূল নেতারা জামিন পেলেও রুটিন কিছু আইনি কাজ এখনও বকেয়া রয়েছে । সেই কারণেই হাজিরা দিতে হচ্ছে এই নেতাদের ।

আরও পড়ুন: টেট উত্তীর্ণদের শংসাপত্র নিয়ে পর্ষদকে আজই বৈঠক করার নির্দেশ আদালতের

গুজরাত সেতু বিপর্যয়ের প্রসঙ্গ টেনে তৃণমূলের পাশে শোভন

এদিন নগর দায়রা আদালতে হাজিরা দিতে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে এসেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও (Sovan Chatterjee appears in court in Narada Case) ৷ শোভন চট্টোপাধ্যায় জানান, রুটিন হাজিরা ৷ যখনই শুনানির দিন ঠিক হয় তিনি হাজিরা দিতে আসেন ৷ বৈশাখীকে সঙ্গে নিয়ে আসাটাও স্বাভাবিক বলেই জানিয়েছেন তিনি ৷ অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন,"এই ধরনের মামলা যাতে দীর্ঘায়িত না হয়, দ্রুত নিষ্পত্তি প্রয়োজন ৷ সকলেই মানসিক চাপের মধ্যে থাকেন, যেটা কাম্য নয় ।"

আগামী 28 ফেব্রুয়ারি ফের তাঁদের আদালতে হাজিরা দিতে হবে ৷ জানা গিয়েছে, এই মামলায় 6 এবং 7 জানুয়ারি আদালতে আরও বেশকিছু নথি পেশ করবে ইডি (Firhad Hakim and Madan Mitra appears in court in Narada Case) ।

Last Updated : Nov 1, 2022, 5:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.