ETV Bharat / state

ঘূর্ণিঝড় আমফানের দাপটে দক্ষিণ কলকাতায় ক্ষতির সম্ভাবনা সবথেকে বেশি - কলকাতা

ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি থাকবে দক্ষিণ কলকাতায় । ঘূর্ণিঝড়ের দাপটে দক্ষিণ কলকাতায় সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে । ঘূর্ণিঝড় কলকাতার উত্তর-পূর্ব দিক থেকে অতিক্রম করবে । ফলে দক্ষিণ কলকাতায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবথেকে বেশি হবে ।

সঞ্জীব বন্দ্যোপাধ্যায়
সঞ্জীব বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 20, 2020, 4:45 PM IST

কলকাতা, 20 মে : দুপুর আড়াইটে নাগাদ ঘূর্ণিঝড় আমফানের মাটিতে বা স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে । আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, তিন থেকে চার ঘণ্টা সময় লাগবে এই প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হতে । আমফানের ব্যাস সাগরদ্বীপে স্পর্শ করেছে । সুন্দরবন এলাকায় 140 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে এই মুহূর্তে । ক্রমশ কলকাতাতেও ঝড়ের দাপট আরও বৃদ্ধি পাবে । প্রায় 110-120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট চলতে শুরু করবে কলকাতায় । কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে বর্তমানে অবস্থান করছে আমফান । শহরে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি ।

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি থাকবে দক্ষিণ কলকাতায় । ঘূর্ণিঝড়ের দাপটে দক্ষিণ কলকাতায় সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে । ঘূর্ণিঝড় কলকাতার উত্তর-পূর্ব দিক থেকে অতিক্রম করবে । ফলে দক্ষিণ কলকাতায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবথেকে বেশি হবে ।

সন্ধ্যে ছ'টা থেকে সাতটার মধ্যে ল্যান্ডফল প্রসেস শেষ হবে । আমফানের কেন্দ্রবিন্দু প্রবেশ করতে আরও বেশ কিছুটা সময় লাগবে । এই ঘূর্ণিঝড়ের পরিমাপ প্রায় 80 কিলোমিটার ব্যাসার্ধের কাছাকাছি । আমফানের জেরে কলকাতায় ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে । কলকাতায় সর্বোচ্চ গতিবেগ হাওয়া অফিস রেকর্ড করেছে 70 কিলোমিটার । ইতিমধ্যেই ট্যাংরা, গড়িয়াহাট, বেহালা, পূর্ণ দাস রোড, মানিকতলা, বালিগঞ্জ, ক্যামাক স্ট্রিট, পূর্বাচল মেন রোড, রায়বাহাদুর রোড-সহ বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ । এখনও পর্যন্ত প্রায় 17টি গাছ ভেঙে পড়েছে শহরে ।

এখনও পর্যন্ত যে সমস্ত এলাকায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে-

  • মানিকতলা 40 মিলিমিটার
  • বীরপাড়া 31 মিলিমিটার
  • বেলগাছিয়া 35 মিলিমিটার
  • ধাপা 22 মিলিমিটার
  • উল্টোডাঙা 37 মিলিমিটার
  • পামারবাজার 31.5 মিলিমিটার
  • ঠনঠনিয়া 40 মিলিমিটার
  • বালিগঞ্জ 33 মিলিমিটার
  • মমিনপুর 27 মিলিমিটার
  • চেতলা 25 মিলিমিটার
  • যোধপুর 29 মিলিমিটার
  • কালীঘাট 28 মিলিমিটার
  • CPT ক্যানেল 31 মিলিমিটার
  • দত্ত বাগান 31 মিলিমিটার
  • বেলেঘাটা 23.1 মিলিমিটার
  • জিনজিরা বাজার 35.5 মিলিমিটার
  • বেলেঘাটা 23.8 মিলিমিটার
  • কামডহরি 26 মিলিমিটার

কলকাতা, 20 মে : দুপুর আড়াইটে নাগাদ ঘূর্ণিঝড় আমফানের মাটিতে বা স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে । আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, তিন থেকে চার ঘণ্টা সময় লাগবে এই প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হতে । আমফানের ব্যাস সাগরদ্বীপে স্পর্শ করেছে । সুন্দরবন এলাকায় 140 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে এই মুহূর্তে । ক্রমশ কলকাতাতেও ঝড়ের দাপট আরও বৃদ্ধি পাবে । প্রায় 110-120 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট চলতে শুরু করবে কলকাতায় । কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে বর্তমানে অবস্থান করছে আমফান । শহরে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি ।

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি থাকবে দক্ষিণ কলকাতায় । ঘূর্ণিঝড়ের দাপটে দক্ষিণ কলকাতায় সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে । ঘূর্ণিঝড় কলকাতার উত্তর-পূর্ব দিক থেকে অতিক্রম করবে । ফলে দক্ষিণ কলকাতায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবথেকে বেশি হবে ।

সন্ধ্যে ছ'টা থেকে সাতটার মধ্যে ল্যান্ডফল প্রসেস শেষ হবে । আমফানের কেন্দ্রবিন্দু প্রবেশ করতে আরও বেশ কিছুটা সময় লাগবে । এই ঘূর্ণিঝড়ের পরিমাপ প্রায় 80 কিলোমিটার ব্যাসার্ধের কাছাকাছি । আমফানের জেরে কলকাতায় ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে । কলকাতায় সর্বোচ্চ গতিবেগ হাওয়া অফিস রেকর্ড করেছে 70 কিলোমিটার । ইতিমধ্যেই ট্যাংরা, গড়িয়াহাট, বেহালা, পূর্ণ দাস রোড, মানিকতলা, বালিগঞ্জ, ক্যামাক স্ট্রিট, পূর্বাচল মেন রোড, রায়বাহাদুর রোড-সহ বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ । এখনও পর্যন্ত প্রায় 17টি গাছ ভেঙে পড়েছে শহরে ।

এখনও পর্যন্ত যে সমস্ত এলাকায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে-

  • মানিকতলা 40 মিলিমিটার
  • বীরপাড়া 31 মিলিমিটার
  • বেলগাছিয়া 35 মিলিমিটার
  • ধাপা 22 মিলিমিটার
  • উল্টোডাঙা 37 মিলিমিটার
  • পামারবাজার 31.5 মিলিমিটার
  • ঠনঠনিয়া 40 মিলিমিটার
  • বালিগঞ্জ 33 মিলিমিটার
  • মমিনপুর 27 মিলিমিটার
  • চেতলা 25 মিলিমিটার
  • যোধপুর 29 মিলিমিটার
  • কালীঘাট 28 মিলিমিটার
  • CPT ক্যানেল 31 মিলিমিটার
  • দত্ত বাগান 31 মিলিমিটার
  • বেলেঘাটা 23.1 মিলিমিটার
  • জিনজিরা বাজার 35.5 মিলিমিটার
  • বেলেঘাটা 23.8 মিলিমিটার
  • কামডহরি 26 মিলিমিটার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.