ETV Bharat / state

দ্রাবিড়কে রেখে দেওয়ার সিদ্ধান্ত সঠিক, নেতা রোহিতকে টি-20 বিশ্বকাপে দেখতে চান সৌরভ - রোহিত শর্মা

Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে রাহুল দ্রাবিড়কে রেখে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন সৌরভ গঙ্গোপোধ্যায় ৷

Etv Bharat
সৌরভ গঙ্গোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 5:32 PM IST

Updated : Dec 1, 2023, 11:00 PM IST

নেতা রোহিতকে টি-20 বিশ্বকাপে দেখতে চান সৌরভ

কলকাতা, 1 ডিসেম্বর: রাহুল দ্রাবিড়ের ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে থেকে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানের ফাঁকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই অধিনায়ক বলেন, “দ্রাবিড় সবকিছু নিখুঁত ভাবে করতে পছন্দ করে । আমি মোটেই অবাক হইনি যখন দেখলাম বোর্ড দ্রাবিড়ের ওপর আস্থা রেখেছে । আমি যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রসিডেন্ট ছিলাম তখন দ্রাবিড়কে কোচ হওয়ার ব্যাপারে রাজি করিয়েছিলাম । আমি খুশি হয়েছি দেখে যে ওর মেয়াদ বাড়ানো হয়েছে । বিষয়টি দ্রাবিড়ের সম্মতির ওপর নির্ভর করছিল । তবে শেষ পর্যন্ত ও রাজি হওয়ায় খুশি হয়েছি । ওকে শুভেচ্ছা জানাচ্ছি । আরেকটি বিশ্বকাপ খুব কাছে চলে এসেছে । আগামী বছরের জুন মাসে বিশ্বকাপটি হবে । এইবার কাপটি জিততে পারেনি তবে খেলার মধ্যে দিয়ে সেরা দল হিসেবে নিজেদের প্রতিপণ্য করেছে । আরও সাতমাস সামনে রয়েছে । ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ হবে । আশা করব এবারের মতো রানার্স নয়, চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপ শেষ করবে ভারত।”

ভারতীয় দল এই মুহূর্তে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ খেলছে । সদ্য বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ভারতীয় দল দাপট দেখাচ্ছে । দেশের সেরা ক্রিকেটাররা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না । তবুও সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংরা দাপুটে ক্রিকেট উপহার দিচ্ছেন । আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের সাদা বলের ক্রিকেট থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা সরে দাঁড়িয়েছেন । স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁদের প্রয়োজন ফুরিয়েছে বলে মনে করা হচ্ছে । সৌরভ অবশ্য তা মনে করেন না। তাঁর মতে, “ওরা দুজনেই ভারতীয় ক্রিকেটেরঅবিচ্ছেদ্য অংশ । একমাস আগেই আমাকে বিরাট কোহলি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। বলা হয়েছিল বিরাট কোহলির এখন টেস্ট ক্রিকেটে মন দেওয়া উচিত। আমি মনে করি ওরা বর্তমান ভারতীয় দলের সঙ্গে অঙ্গাঅঙ্গীনভাবে যুক্ত। দেখুন কোহলি বিশ্বকাপে কী পারফরম্যান্স করেছে । রোহিতের বিশ্বকাপের পারফরম্যান্স দেখুন । বিশ্বকাপ আলাদা, দ্বিপাক্ষিক সিরিজ আলাদা । কারণ চাপ আলাদা রকমের থাকে। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ওরা দুজনেই অসাধারণ পারফরম্যান্স করেছে । ছয় সাতমাস পরে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপেও ওরা সেরাটা মেলে ধরবে। বিশ্রাম নিয়ে ওরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে । অত্যধিক ক্রিকেট খেলা হচ্ছে । আমি ভাবতেও পারি না বিশ্বকাপ শেষ হওয়ার তিনদিনের মধ্যে টি-টোয়েন্টি খেলতে নামতে হচ্ছে । ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনাল খেলে তিনদিনের মধ্যে সেই দলটি টি-20 দ্বিপাক্ষিক সিরিজ খেলছে ! পুরোটাই অবিশ্বাস্য । তাই বিশ্রামের সিদ্ধান্ত সঠিক। এরপর টেস্ট ক্রিকেটে ফিরবে । ইংল্যাণ্ড সিরিজ রয়েছে, আইপিএল রয়েছে বিশ্বকাপ টি-টোয়েন্টি রয়েছে। প্রচুর ক্রিকেট অপেক্ষা করছে । তাই বিশ্রাম নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ”

রোহিত শর্মা বিশ্রাম নেওয়ায় নেতৃত্বের ভার বিভক্ত হয়েছে। এক কথায় পরিস্থিতির কারণে তিন ধরনের ক্রিকেটে তিনজন নেতা নির্বাচিত হয়েছেন। এই প্রসঙ্গে সৌরভ বলছেন,“সমস্যাটা হচ্ছে আমাদের হাতে অনেক ক্রিকেটার নেতৃত্বের জন্য নেই । সূর্যকুমার যাদব টি-20 ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছেন । কিন্তু তিনি একদিনের ক্রিকেটে অবধারিতভাবে দলে আসেন না । সেই জন্য একদিনের ক্রিকেটের নেতৃত্বের জন্য কেএল রাহুলকে বাছতে হয়েছে । টেস্ট ক্রিকেটের নেতৃত্বের জন্য অবশ্যই রোহিত শর্মা । যখন ফিরে এসে রোসিত তিন ধরনের ক্রিকেটেই খেলবে তখন ওকেই তিন ধরনের ক্রিকেটের নেতৃত্বে রাখা উচিত। বিশ্বকাপে দারুণ নেতৃত্ব দিয়েছে । ও প্রকৃত নেতা । আমি আশা করি রোহিত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের নেতৃত্বে থাকবে ।”

আইসিসি টুর্নামেন্টে ভারত ফের চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হয়েছে বিশ্বকাপে। দশ বছর ধরে এই ব্যর্থতা চলছে। সুনীল গাভাসকারের মত প্রাক্তন ক্রিকেটারও এই ব্যর্থতা নিয়ে চিন্তিত। সৌরভ অবশ্য সেই পথে হাঁটতে রাজি নন। তিনি বলছেন,“অন্তত ফাইনালে তো যাচ্ছে । প্রতিপক্ষের ওপর আধিপত্য দেখিয়ে ফাইনালে যাচ্ছে । এটা কোনও রকেট সায়েন্স নয় । ওরা কেন ফাইনালে জিততে পারছে না আমি বলতে পারি না । আমি অধিনায়ক হিসেবে তিনটি ফাইনাল খেলে একটিতে যুগ্ম বিজয়ী হয়েছিলাম শ্রীলঙ্কার সঙ্গে । আমার বলার অধিকার নেই । আমি 2003 সালের বিশ্বকাপ ফাইনাল হেরেছিলাম । চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে হেরেছি । কেনিয়াতে 2001 সালে হেরেছিলাম। আশা করি সেই গাঁটটা ওরা পেরিয়ে এসেছে । এই বিশ্বকাপে দারুন খেলে ফাইনালে উঠেছিল । সেখানে সাতচল্লিশ রানে তিন উইকেট ফেলে দিয়েছিল । ওই সময় আরেকটি উইকেট ফেলে দিতে পারলে খেলাটা অন্যরকম হতে পারত। এখন বিষয়টা অতীত। আশা করব ওয়েস্ট ইন্ডিজে ওরা চ্যাম্পিয়ন হবে।”

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারাকে রাখা হয়নি। যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছে। অনেকেই বলছেন দক্ষিণ আফ্রিকায় এদের নির্বাচন বুমেরাং হতে পারে। সৌরভ বলছেন, “নতুন ছেলে খেলাতেই হবে। এখানে প্রতিভার অভাব নেই । পূজারা, রাহানে দেশের হয়ে প্রচুর সাফল্য পেয়েছে । খেলায় সবকিছু থেমে থাকে না । আমি ওদের ধন্যবাদ দেব দেশের জন্য ওরা অনেক সাফল্য নিয়ে এসেছে । নির্বাচকরা নতুন মুখ নিয়ে আসতে চেয়েছে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আমি ওদের প্রত্যাবর্তন নিয়েও বলতে পারব না কারন আমি নির্বাচক নই ।” দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের সাফল্যের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে সৌরভ জানিয়েছেন, ভারতীয় বোলাররা দারুণ বল করছেন। তাদের কুড়ি উইকেট তোলার ক্ষমতা রয়েছে । তবে একই সঙ্গে ব্যাটারদেরও ভালো ব্যাট করতে হবে ।

আরও পড়ুন:

  1. টেস্টে থাকলেও ম্যান্ডেলার দেশে সাদা বলের সিরিজে নেই রোহিত-বিরাট, ঘোষিত স্কোয়াড
  2. ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েন রোহিত-কোহলি, 'বিরাট' হারের 11 দিন পর প্রকাশ্যে আনলেন অশ্বিন
  3. 3 লক্ষ বকেয়া থাকায় ছিন্ন স্টেডিয়ামের বিদ্য়ুৎ সংযোগ, আজ কীভাবে হবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ?

নেতা রোহিতকে টি-20 বিশ্বকাপে দেখতে চান সৌরভ

কলকাতা, 1 ডিসেম্বর: রাহুল দ্রাবিড়ের ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে থেকে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানের ফাঁকে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই অধিনায়ক বলেন, “দ্রাবিড় সবকিছু নিখুঁত ভাবে করতে পছন্দ করে । আমি মোটেই অবাক হইনি যখন দেখলাম বোর্ড দ্রাবিড়ের ওপর আস্থা রেখেছে । আমি যখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রসিডেন্ট ছিলাম তখন দ্রাবিড়কে কোচ হওয়ার ব্যাপারে রাজি করিয়েছিলাম । আমি খুশি হয়েছি দেখে যে ওর মেয়াদ বাড়ানো হয়েছে । বিষয়টি দ্রাবিড়ের সম্মতির ওপর নির্ভর করছিল । তবে শেষ পর্যন্ত ও রাজি হওয়ায় খুশি হয়েছি । ওকে শুভেচ্ছা জানাচ্ছি । আরেকটি বিশ্বকাপ খুব কাছে চলে এসেছে । আগামী বছরের জুন মাসে বিশ্বকাপটি হবে । এইবার কাপটি জিততে পারেনি তবে খেলার মধ্যে দিয়ে সেরা দল হিসেবে নিজেদের প্রতিপণ্য করেছে । আরও সাতমাস সামনে রয়েছে । ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ হবে । আশা করব এবারের মতো রানার্স নয়, চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপ শেষ করবে ভারত।”

ভারতীয় দল এই মুহূর্তে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ খেলছে । সদ্য বিশ্বকাপ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ভারতীয় দল দাপট দেখাচ্ছে । দেশের সেরা ক্রিকেটাররা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না । তবুও সূর্যকুমার যাদব, রিঙ্কু সিংরা দাপুটে ক্রিকেট উপহার দিচ্ছেন । আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের সাদা বলের ক্রিকেট থেকে বিরাট কোহলি, রোহিত শর্মা সরে দাঁড়িয়েছেন । স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁদের প্রয়োজন ফুরিয়েছে বলে মনে করা হচ্ছে । সৌরভ অবশ্য তা মনে করেন না। তাঁর মতে, “ওরা দুজনেই ভারতীয় ক্রিকেটেরঅবিচ্ছেদ্য অংশ । একমাস আগেই আমাকে বিরাট কোহলি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। বলা হয়েছিল বিরাট কোহলির এখন টেস্ট ক্রিকেটে মন দেওয়া উচিত। আমি মনে করি ওরা বর্তমান ভারতীয় দলের সঙ্গে অঙ্গাঅঙ্গীনভাবে যুক্ত। দেখুন কোহলি বিশ্বকাপে কী পারফরম্যান্স করেছে । রোহিতের বিশ্বকাপের পারফরম্যান্স দেখুন । বিশ্বকাপ আলাদা, দ্বিপাক্ষিক সিরিজ আলাদা । কারণ চাপ আলাদা রকমের থাকে। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ওরা দুজনেই অসাধারণ পারফরম্যান্স করেছে । ছয় সাতমাস পরে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপেও ওরা সেরাটা মেলে ধরবে। বিশ্রাম নিয়ে ওরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে । অত্যধিক ক্রিকেট খেলা হচ্ছে । আমি ভাবতেও পারি না বিশ্বকাপ শেষ হওয়ার তিনদিনের মধ্যে টি-টোয়েন্টি খেলতে নামতে হচ্ছে । ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনাল খেলে তিনদিনের মধ্যে সেই দলটি টি-20 দ্বিপাক্ষিক সিরিজ খেলছে ! পুরোটাই অবিশ্বাস্য । তাই বিশ্রামের সিদ্ধান্ত সঠিক। এরপর টেস্ট ক্রিকেটে ফিরবে । ইংল্যাণ্ড সিরিজ রয়েছে, আইপিএল রয়েছে বিশ্বকাপ টি-টোয়েন্টি রয়েছে। প্রচুর ক্রিকেট অপেক্ষা করছে । তাই বিশ্রাম নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ”

রোহিত শর্মা বিশ্রাম নেওয়ায় নেতৃত্বের ভার বিভক্ত হয়েছে। এক কথায় পরিস্থিতির কারণে তিন ধরনের ক্রিকেটে তিনজন নেতা নির্বাচিত হয়েছেন। এই প্রসঙ্গে সৌরভ বলছেন,“সমস্যাটা হচ্ছে আমাদের হাতে অনেক ক্রিকেটার নেতৃত্বের জন্য নেই । সূর্যকুমার যাদব টি-20 ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছেন । কিন্তু তিনি একদিনের ক্রিকেটে অবধারিতভাবে দলে আসেন না । সেই জন্য একদিনের ক্রিকেটের নেতৃত্বের জন্য কেএল রাহুলকে বাছতে হয়েছে । টেস্ট ক্রিকেটের নেতৃত্বের জন্য অবশ্যই রোহিত শর্মা । যখন ফিরে এসে রোসিত তিন ধরনের ক্রিকেটেই খেলবে তখন ওকেই তিন ধরনের ক্রিকেটের নেতৃত্বে রাখা উচিত। বিশ্বকাপে দারুণ নেতৃত্ব দিয়েছে । ও প্রকৃত নেতা । আমি আশা করি রোহিত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের নেতৃত্বে থাকবে ।”

আইসিসি টুর্নামেন্টে ভারত ফের চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হয়েছে বিশ্বকাপে। দশ বছর ধরে এই ব্যর্থতা চলছে। সুনীল গাভাসকারের মত প্রাক্তন ক্রিকেটারও এই ব্যর্থতা নিয়ে চিন্তিত। সৌরভ অবশ্য সেই পথে হাঁটতে রাজি নন। তিনি বলছেন,“অন্তত ফাইনালে তো যাচ্ছে । প্রতিপক্ষের ওপর আধিপত্য দেখিয়ে ফাইনালে যাচ্ছে । এটা কোনও রকেট সায়েন্স নয় । ওরা কেন ফাইনালে জিততে পারছে না আমি বলতে পারি না । আমি অধিনায়ক হিসেবে তিনটি ফাইনাল খেলে একটিতে যুগ্ম বিজয়ী হয়েছিলাম শ্রীলঙ্কার সঙ্গে । আমার বলার অধিকার নেই । আমি 2003 সালের বিশ্বকাপ ফাইনাল হেরেছিলাম । চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে হেরেছি । কেনিয়াতে 2001 সালে হেরেছিলাম। আশা করি সেই গাঁটটা ওরা পেরিয়ে এসেছে । এই বিশ্বকাপে দারুন খেলে ফাইনালে উঠেছিল । সেখানে সাতচল্লিশ রানে তিন উইকেট ফেলে দিয়েছিল । ওই সময় আরেকটি উইকেট ফেলে দিতে পারলে খেলাটা অন্যরকম হতে পারত। এখন বিষয়টা অতীত। আশা করব ওয়েস্ট ইন্ডিজে ওরা চ্যাম্পিয়ন হবে।”

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারাকে রাখা হয়নি। যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছে। অনেকেই বলছেন দক্ষিণ আফ্রিকায় এদের নির্বাচন বুমেরাং হতে পারে। সৌরভ বলছেন, “নতুন ছেলে খেলাতেই হবে। এখানে প্রতিভার অভাব নেই । পূজারা, রাহানে দেশের হয়ে প্রচুর সাফল্য পেয়েছে । খেলায় সবকিছু থেমে থাকে না । আমি ওদের ধন্যবাদ দেব দেশের জন্য ওরা অনেক সাফল্য নিয়ে এসেছে । নির্বাচকরা নতুন মুখ নিয়ে আসতে চেয়েছে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আমি ওদের প্রত্যাবর্তন নিয়েও বলতে পারব না কারন আমি নির্বাচক নই ।” দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের সাফল্যের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে সৌরভ জানিয়েছেন, ভারতীয় বোলাররা দারুণ বল করছেন। তাদের কুড়ি উইকেট তোলার ক্ষমতা রয়েছে । তবে একই সঙ্গে ব্যাটারদেরও ভালো ব্যাট করতে হবে ।

আরও পড়ুন:

  1. টেস্টে থাকলেও ম্যান্ডেলার দেশে সাদা বলের সিরিজে নেই রোহিত-বিরাট, ঘোষিত স্কোয়াড
  2. ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েন রোহিত-কোহলি, 'বিরাট' হারের 11 দিন পর প্রকাশ্যে আনলেন অশ্বিন
  3. 3 লক্ষ বকেয়া থাকায় ছিন্ন স্টেডিয়ামের বিদ্য়ুৎ সংযোগ, আজ কীভাবে হবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ?
Last Updated : Dec 1, 2023, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.