কলকাতা, 14 সেপ্টেম্বর : রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন বর্ষীয়ান আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ৷ কিশোর দত্ত আজ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ আজ দুপুরে তিনি রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছিলেন ৷ তারপর কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে অ্যাডভোকেট জেনারেল পদে নিয়োগ করেছেন ৷ ভারতীয় সংবিধানের 165 (1) ধারা মেনে তাঁকে নিয়োগ করা হয়েছে ৷
এখানে উল্লেখ্য যে, রাজ্যের নয়া অ্যাডভোকেট জেনারেল নিয়োগেও কোথাও যেন বিজেপির ছোঁয়া রয়ে যাচ্ছে ৷ কারণ, সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বিজেপি নেতা তথা একসময় রাজ্য বিজেপির সভাপতি সুব্রত মুখোপাধ্যায়ের ছেলে ৷ 1986 সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ৷
তবে, হঠাৎ করে কিশোর দত্ত’র পদত্যাগ নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছে ৷ রাজ্যপাল, মুখ্যসচিব এবং আইনমন্ত্রীকে পাঠানো তাঁর পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন ৷ তবে, আইনজীবী মহলে গুঞ্জন, ভোট পরবর্তী মামলা সহ একাধিক বিষয়ে তাঁর উপরে চাপ বাড়ছিল ৷ সেই জন্য তিনি এই পদত্যাগ করে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে ৷ তবে, বিতর্ক তৈরি হচ্ছে অন্য জায়গায় ৷ 2011 সাল থেকে তৃণমূলের শাসনকালে এ নিয়ে মোট 4 জন অ্যাডভোকেট জেনারেল পদ থেকে ইস্তফা দিলেন ৷
কিশোর দত্ত 2017 সাল থেকে এই পদে কাজ করছিলেন ৷ প্রায় সাড়ে 4 বছর পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ৷ তাঁর আগে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন জয়ন্ত মিত্র ৷ তার আগে বিমল চট্টোপাধ্যায় এবং অনিন্দ্য মিত্র রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন ৷ সম্প্রতি অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল পদে ইস্তফা দিয়েছিলেন আইনজীবী অভ্রতোষ মজুমদার ৷