কলকাতা, 5 ফেব্রুয়ারি : কলকাতার নতুন নগরপাল হচ্ছেন সৌমেন মিত্র ৷ পুলিশ কমিশনার অনুজ শর্মাকে বদলি করা হল ৷ রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, 3 বছরের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়াতেই এই বদল ৷ তিনি আরও বলেন, এই বদল রুটিন মাফিক ৷ নতুন এডিজি আইনশৃঙ্খলা হলেন জাভেদ শামিম ৷
এর আগেও কলকাতা পুলিশের কমিশনারের দায়িত্ব পালন করেছেন সৌমেন মিত্র । 2016 সালে বিধানসভা নির্বাচনে আগে তাঁকে নগরপাল করে আনা হয়েছিল । তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল সৌমেন মিত্রকে । যদিও তখন খুব অল্প সময়ের জন্যই নগরপালের দায়িত্ব সামলেছিলেন তিনি ।
তবে সেই সময় যে দক্ষতার সঙ্গে এবং কড়াভাবে তিনি নির্বাচনের দায়িত্ব পালন করেছিলেন, তা প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে । এখন ফের একবার রাজ্যে ভোটের আবহ । নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন রাজ্যে এসেছিল, তখনও পুলিশ প্রশাসনকে কড়া বার্তা দিয়ে গিয়েছিল । এই পরিস্থিতিতে অনুজ শর্মার তিন বছর পার হয়ে যাওয়ার ফলে বিকল্প হিসেবে রাজ্য সরকারের প্রথম পছন্দ সৌমেন মিত্র ।
আরও পড়ুন : কলকাতায় পুলিশের নয়া প্রকল্প 'রক্ষাকবচ' এবং 'সন্ধান'
অনেকেই মনে করছেন, নির্বাচন কমিশনের সামনে রাজ্যের ভাবমূর্তি আরও স্বচ্ছ করার একটি প্রয়াস সৌমেন মিত্রকে কলকাতা পুলিশের কমিশনার পদে নিয়োগ করা । কলকাতার পাশাপাশি হাওড়া, বিধাননগর ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার পদেও বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।