ETV Bharat / state

Sougata Roy: 'জোট নয় তৃণমূল একাই একশো', মমতার উলটো সুর গেয়ে বললেন সৌগত! - বিরোধী ঐক্য

সৌগতের দাবি, বিজেপিকে হারাতে একাই একশো তৃণমূল, চব্বিশের লোকসভা ভোটে বিরোধী ঐক্যের প্রয়োজনই নেই, একা লড়াই করার ক্ষমতা রাখে তৃণমূল ৷

TMC can fight alone
সৌগত রায়
author img

By

Published : Jul 2, 2023, 7:26 PM IST

Updated : Jul 2, 2023, 10:13 PM IST

কলকাতা,2 জুলাই: বিরোধী ঐক্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা উৎসাহী, তৃণমূলের হেভিওয়েট নেতৃত্বও কি ততোটাই উৎসাহী? প্রশ্নটা উঠছে কারণ, বিরোধী ঐক্য নিয়ে উলটো সুর শোনা গেল তৃণমূলের প্রবীণ নেতা সৌগত রায়ের গলায়। যেখানে পটনাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের মহাবৈঠকে যোগ দিলেন। একে একে রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে, লালুপ্রসাদ যাদব থেকে নীতীশ কুমারকে 'আপনজন' বললেন, সেখানে তৃণমূল সাংসদ সৌগত রায় বলে উঠলেন- 'আমাদের বিরোধী ঐক্যের প্রয়োজন নেই, তৃণমূল একাই বাংলায় চব্বিশের লোকসভা নির্বাচন লড়তে সক্ষম'। সৌগতের এই বক্তব্যের পরই শোরগোল, তাহলে কি বিরোধী ঐক্য নিয়ে তৃণমূলের অন্দরে ভিন্নমত?

একটু পিছিয়ে যাওয়া যাক। পটনায় বিরোধীর মহাবৈঠক শেষে মমতা বলেছিলেন, 'বৈঠক ভালো হয়েছে। আমরা ঐক্যবদ্ধ। আমার একসঙ্গে লড়ব। আমাদের বিরোধী বলবেন না। আমরাও এই দেশের নাগরিক, আমরাও দেশপ্রেমিক।' সেই বৈঠকের সদর্থকতা নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন তৃণমূলনেত্রী। সেখানে তাঁর দলেরই অন্যতম দুঁদে নেতা কীভাবে উলটো মতামত দিলেন সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ।

সৌগত রায় জানিয়েছেন, তৃণমূল একাই বিজেপিকে হারাতে সক্ষম। এতেই প্রশ্ন উঠেছে পটনায় বিরোধী ঐক্যের কথা বলে কি এবার তাহলে সেই অবস্থান থেকে সরে আসতে চাইছে এই রাজ্যের তৃণমূল। নাকি, একমাত্র সৌগত রায়ই বিরোধী ঐক্য নিয়ে স্রোতের প্রতিকূলে গেলেন? লোকসভা ভোট ঘিরে নরেন্দ্র মোদি এবং বিজেপির বিরুদ্ধে এক জোরদার জোটের বার্তা পটনা থেকেই দেওয়া হল। নীতীশ-রাহুল-লালু-মমতা যখন এক মঞ্চে তখন বোঝাই যাচ্ছে বোঝাপড়ার ক্ষেত্র অনেক বেশি পরিপক্ক। সেখানে সৌগত রায়ের এই বক্তব্যে বিপাকে পড়বে না তো রাজ্য তৃণমূল? অথবা, মমতার বিপরীতে কথা বলে নিজের বিপদ নিজেই ডাকলেন না তো সৌগত রায়? বিরোধী জোট ঘিরে রাজ্যের বাম-কংগ্রেসকে বিশেষ বক্তব্য সামনে রাখতে দেখা যায়নি। বিষয়টি নিয়ে বিশেষ মুখ খুলতে দেখা যায়নি তৃণমূলকেও। সেখানে রবিবার সৌগত রায়ের এতটা খোলাখুলি বক্তব্য অবাক করার মতোই। তাঁর বক্তব্য বিরোধী ঐক্য নিয়ে তৃণমূলের অবস্থানকে স্পষ্ট করছে কি না, সেই বিষয়টি নিয়েও সংশয় থেকে যাচ্ছে।

আরও পড়ুন:তৃণমূলকে ভোট দেব না, প্রার্থীর মুখের উপর জবাব গ্রামবাসীদের

কলকাতা,2 জুলাই: বিরোধী ঐক্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা উৎসাহী, তৃণমূলের হেভিওয়েট নেতৃত্বও কি ততোটাই উৎসাহী? প্রশ্নটা উঠছে কারণ, বিরোধী ঐক্য নিয়ে উলটো সুর শোনা গেল তৃণমূলের প্রবীণ নেতা সৌগত রায়ের গলায়। যেখানে পটনাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের মহাবৈঠকে যোগ দিলেন। একে একে রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে, লালুপ্রসাদ যাদব থেকে নীতীশ কুমারকে 'আপনজন' বললেন, সেখানে তৃণমূল সাংসদ সৌগত রায় বলে উঠলেন- 'আমাদের বিরোধী ঐক্যের প্রয়োজন নেই, তৃণমূল একাই বাংলায় চব্বিশের লোকসভা নির্বাচন লড়তে সক্ষম'। সৌগতের এই বক্তব্যের পরই শোরগোল, তাহলে কি বিরোধী ঐক্য নিয়ে তৃণমূলের অন্দরে ভিন্নমত?

একটু পিছিয়ে যাওয়া যাক। পটনায় বিরোধীর মহাবৈঠক শেষে মমতা বলেছিলেন, 'বৈঠক ভালো হয়েছে। আমরা ঐক্যবদ্ধ। আমার একসঙ্গে লড়ব। আমাদের বিরোধী বলবেন না। আমরাও এই দেশের নাগরিক, আমরাও দেশপ্রেমিক।' সেই বৈঠকের সদর্থকতা নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন তৃণমূলনেত্রী। সেখানে তাঁর দলেরই অন্যতম দুঁদে নেতা কীভাবে উলটো মতামত দিলেন সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ।

সৌগত রায় জানিয়েছেন, তৃণমূল একাই বিজেপিকে হারাতে সক্ষম। এতেই প্রশ্ন উঠেছে পটনায় বিরোধী ঐক্যের কথা বলে কি এবার তাহলে সেই অবস্থান থেকে সরে আসতে চাইছে এই রাজ্যের তৃণমূল। নাকি, একমাত্র সৌগত রায়ই বিরোধী ঐক্য নিয়ে স্রোতের প্রতিকূলে গেলেন? লোকসভা ভোট ঘিরে নরেন্দ্র মোদি এবং বিজেপির বিরুদ্ধে এক জোরদার জোটের বার্তা পটনা থেকেই দেওয়া হল। নীতীশ-রাহুল-লালু-মমতা যখন এক মঞ্চে তখন বোঝাই যাচ্ছে বোঝাপড়ার ক্ষেত্র অনেক বেশি পরিপক্ক। সেখানে সৌগত রায়ের এই বক্তব্যে বিপাকে পড়বে না তো রাজ্য তৃণমূল? অথবা, মমতার বিপরীতে কথা বলে নিজের বিপদ নিজেই ডাকলেন না তো সৌগত রায়? বিরোধী জোট ঘিরে রাজ্যের বাম-কংগ্রেসকে বিশেষ বক্তব্য সামনে রাখতে দেখা যায়নি। বিষয়টি নিয়ে বিশেষ মুখ খুলতে দেখা যায়নি তৃণমূলকেও। সেখানে রবিবার সৌগত রায়ের এতটা খোলাখুলি বক্তব্য অবাক করার মতোই। তাঁর বক্তব্য বিরোধী ঐক্য নিয়ে তৃণমূলের অবস্থানকে স্পষ্ট করছে কি না, সেই বিষয়টি নিয়েও সংশয় থেকে যাচ্ছে।

আরও পড়ুন:তৃণমূলকে ভোট দেব না, প্রার্থীর মুখের উপর জবাব গ্রামবাসীদের

Last Updated : Jul 2, 2023, 10:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.