ETV Bharat / state

Sonali Slams Abhishek: অভিষেকের জন্যই তৃণমূলে ব্রাত্য হয়েছেন, বিস্ফোরক অভিযোগ সোনালির - BJP

ফের রাজনৈতিক প্রচারের আলোয় সোনালি গুহ ৷ এককালে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছায়াসঙ্গী এখন সরাসরি ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে ৷ তৃণমূল থেকে তাঁকে সরিয়ে দেওয়ার নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলেই অভিযোগ করলেন তিনি ৷ একই সঙ্গে ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন তৃণমূলে আর কখনও ফিরবেন না ৷

Sonali guha
Sonali guha
author img

By

Published : May 9, 2023, 6:38 PM IST

অভিষেকের জন্যই তৃণমূলে ব্রাত্য হয়েছেন, বিস্ফোরক অভিযোগ সোনালির

কলকাতা, 9 মে: 2021 সালের বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে কেঁদে ফেলেছিলেন সোনালি গুহ ৷ দিনকয়েকের মধ্যে যোগ দিয়েছিলেন বিজেপিতে ৷ মাস দুয়েক পর তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর তিনি ঘাসফুল শিবিরে ফিরতে চেয়ে খোলা চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ৷ তার পরের দু’বছর প্রচারের আড়ালে ছিলেন তিনি ৷ সম্প্রতি আবারও রাজনীতির আঙিনায় ফিরেছেন সোনালি গুহ ৷ আর ফিরেই তিনি জানিয়েছেন যে আপাতত বিজেপিতেই আছেন ৷ তৃণমূলে ফেরার আর কোনও সম্ভাবনা নেই ৷ বরং বিজেপি দায়িত্ব দিলে তিনি পঞ্চায়েত নির্বাচনে সবরকম ভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত ৷

প্রসঙ্গত, গত শনিবার কলকাতার হাজরা মোড়ে এক সভা করে ডিএ আন্দোলনকারীদের সংযুক্ত যৌথ মঞ্চ ৷ সেই সভায় হাজির ছিলেন সোনালি গুহ ৷ সেদিন তিনি জানান যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি সেখানে এসেছেন ৷ ওই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷ সেদিন অরাজনৈতিক মঞ্চ থেকে শুধু ডিএ নিয়ে কথা বললেও পরে বারবার মমতা-অভিষেকের বিরুদ্ধে তোপ দেগেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার ৷

সেই ক্ষোভ আরও একবার তিনি উগড়ে দিলেন ইটিভি ভারতের কাছে ৷ তাঁর দাবি, 2020 সালেই বুঝতে পেরেছিলেন যে বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া থেকে তাঁর টিকিট পাবেন না ৷ কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে বাংলার গর্ব মমতা কর্মসূচিতে শারীরিক অসুস্থতার কারণে তিনি রাতে কোনও এলাকায় গিয়ে থাকতে পারছিলেন না ৷ সেই কারণেই অভিষেক তাঁকে বিশ্রাম নেওয়ার কথা বলেন ৷ তাঁর দাবি, পরে একটি অনুষ্ঠানে মমতা তাঁর প্রণাম নিতেও অস্বীকার করেন ৷ তাঁর বক্তব্য, ‘‘সেদিনই বুঝেছিলাম যে আমি টিকিট পাচ্ছি না । আমি বুঝেছিলাম যে টিকিট আমাকে দেওয়া হবে না ।’’

তার পরও তিনি তৃণমূলে ফিরতে চাইলেন কেন ? আর কেনই বা তাঁকে ফিরিয়ে নেওয়া হল না ? তাঁর বক্তব্য, ‘‘আমার পরে মুকুল রায়, সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিংদের নেওয়া হয়েছে ৷ ওদের টাকা আছে, তাই নেওয়া হয়েছে ৷’’ এক্ষেত্রেও তিনি অভিষেককেই কাঠগড়ায় তুলেছেন ৷ মমতার ভাইয়ের শ্রাদ্ধানুষ্ঠানে মুখোমুখি সাক্ষাৎ হলেও অভিষেক তাঁকে গুরুত্বই দেননি বলেও অভিযোগ করেছেন সোনালি গুহ ৷

তাই এক সময় যে সোনালি নিজেকে ‘ম্যান অফ দ্য চিফ মিনিস্টার’ বলতেন, সেই তিনিই এখন বলছেন, ‘‘রাজনীতি ছাড়তেও রাজি আছি কিন্তু তৃণমূলে আর ফিরছি না ।’’ সেই কারণেই হয়তো মমতার বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর কথায়, পার্থ চট্টোপাধ্যায় যে ধরা পড়বেন, সেই আভাস মমতা বন্দ্যোপাধ্যায় আগেই পেয়েছিলেন । পার্থ চট্টোপাধ্যায়কে আগেই মানসিক ভাবে ছেঁটে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘এই যে এতবড় দুর্নীতি হচ্ছে তার মাথাটা কে ? মমতা বন্দ্যোপাধ্যায় কান দিয়ে শোনেন । তাঁকে যা বোঝানো হয়েছে, তিনি তাই করেছেন । তাই শুনেছেন ।" তাঁর আরও বক্তব্য, সংবাদমাধ্য়মে তৃণমূলের বিরুদ্ধে বিষোদগার করায় তাঁর উপর হামলাও হতে পারে ৷

আরও পড়ুন: মমতা ও অভিষেক খাবে আর আমরা খেতে পাব না ! শুভেন্দুর পাশে দাঁড়িয়ে প্রশ্ন সোনালির

অভিষেকের জন্যই তৃণমূলে ব্রাত্য হয়েছেন, বিস্ফোরক অভিযোগ সোনালির

কলকাতা, 9 মে: 2021 সালের বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে কেঁদে ফেলেছিলেন সোনালি গুহ ৷ দিনকয়েকের মধ্যে যোগ দিয়েছিলেন বিজেপিতে ৷ মাস দুয়েক পর তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর তিনি ঘাসফুল শিবিরে ফিরতে চেয়ে খোলা চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ৷ তার পরের দু’বছর প্রচারের আড়ালে ছিলেন তিনি ৷ সম্প্রতি আবারও রাজনীতির আঙিনায় ফিরেছেন সোনালি গুহ ৷ আর ফিরেই তিনি জানিয়েছেন যে আপাতত বিজেপিতেই আছেন ৷ তৃণমূলে ফেরার আর কোনও সম্ভাবনা নেই ৷ বরং বিজেপি দায়িত্ব দিলে তিনি পঞ্চায়েত নির্বাচনে সবরকম ভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত ৷

প্রসঙ্গত, গত শনিবার কলকাতার হাজরা মোড়ে এক সভা করে ডিএ আন্দোলনকারীদের সংযুক্ত যৌথ মঞ্চ ৷ সেই সভায় হাজির ছিলেন সোনালি গুহ ৷ সেদিন তিনি জানান যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি সেখানে এসেছেন ৷ ওই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন তিনি ৷ সেদিন অরাজনৈতিক মঞ্চ থেকে শুধু ডিএ নিয়ে কথা বললেও পরে বারবার মমতা-অভিষেকের বিরুদ্ধে তোপ দেগেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার ৷

সেই ক্ষোভ আরও একবার তিনি উগড়ে দিলেন ইটিভি ভারতের কাছে ৷ তাঁর দাবি, 2020 সালেই বুঝতে পেরেছিলেন যে বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া থেকে তাঁর টিকিট পাবেন না ৷ কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে বাংলার গর্ব মমতা কর্মসূচিতে শারীরিক অসুস্থতার কারণে তিনি রাতে কোনও এলাকায় গিয়ে থাকতে পারছিলেন না ৷ সেই কারণেই অভিষেক তাঁকে বিশ্রাম নেওয়ার কথা বলেন ৷ তাঁর দাবি, পরে একটি অনুষ্ঠানে মমতা তাঁর প্রণাম নিতেও অস্বীকার করেন ৷ তাঁর বক্তব্য, ‘‘সেদিনই বুঝেছিলাম যে আমি টিকিট পাচ্ছি না । আমি বুঝেছিলাম যে টিকিট আমাকে দেওয়া হবে না ।’’

তার পরও তিনি তৃণমূলে ফিরতে চাইলেন কেন ? আর কেনই বা তাঁকে ফিরিয়ে নেওয়া হল না ? তাঁর বক্তব্য, ‘‘আমার পরে মুকুল রায়, সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিংদের নেওয়া হয়েছে ৷ ওদের টাকা আছে, তাই নেওয়া হয়েছে ৷’’ এক্ষেত্রেও তিনি অভিষেককেই কাঠগড়ায় তুলেছেন ৷ মমতার ভাইয়ের শ্রাদ্ধানুষ্ঠানে মুখোমুখি সাক্ষাৎ হলেও অভিষেক তাঁকে গুরুত্বই দেননি বলেও অভিযোগ করেছেন সোনালি গুহ ৷

তাই এক সময় যে সোনালি নিজেকে ‘ম্যান অফ দ্য চিফ মিনিস্টার’ বলতেন, সেই তিনিই এখন বলছেন, ‘‘রাজনীতি ছাড়তেও রাজি আছি কিন্তু তৃণমূলে আর ফিরছি না ।’’ সেই কারণেই হয়তো মমতার বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর কথায়, পার্থ চট্টোপাধ্যায় যে ধরা পড়বেন, সেই আভাস মমতা বন্দ্যোপাধ্যায় আগেই পেয়েছিলেন । পার্থ চট্টোপাধ্যায়কে আগেই মানসিক ভাবে ছেঁটে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘এই যে এতবড় দুর্নীতি হচ্ছে তার মাথাটা কে ? মমতা বন্দ্যোপাধ্যায় কান দিয়ে শোনেন । তাঁকে যা বোঝানো হয়েছে, তিনি তাই করেছেন । তাই শুনেছেন ।" তাঁর আরও বক্তব্য, সংবাদমাধ্য়মে তৃণমূলের বিরুদ্ধে বিষোদগার করায় তাঁর উপর হামলাও হতে পারে ৷

আরও পড়ুন: মমতা ও অভিষেক খাবে আর আমরা খেতে পাব না ! শুভেন্দুর পাশে দাঁড়িয়ে প্রশ্ন সোনালির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.