ETV Bharat / state

বাড়িতে সদ্যোজাত, কোরোনায় আক্রান্ত প্রতিবেশীর ঘরে তালা ঝোলাল ইঞ্জিনিয়র

author img

By

Published : Sep 5, 2020, 11:57 AM IST

কোরোনা হলেই ঘরে আটকে রাখা বা কোরোনা রোগীর সঙ্গে অমানবিক আচরণ এর আগেও হয়েছে । সমস্যা সেই সংক্রমণের ভয় । সচেতন করেও কোথাও যেন কাজ হচ্ছে না । কেষ্টপুরের এই ঘটনা কোথাও যেন তা আবারও উস্কে দেয় ।

ছবি
ছবি

কলকাতা, 5 সেপ্টেম্বর : পাশের ঘরে কোরোনা পজ়িটিভ মহিলা । বাড়িতে সদ্যোজাত । সংক্রমণের ভয়ে মহিলার ঘরে তালা ঝোলালো সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার । খাস কলকাতার কেষ্টপুরের ঘটনা । ঘরে তালা ঝোলানো, বেরোনোর উপায় না পেয়ে শেষে 100-য় ফোন করেন মহিলা । পুলিশ এসে তাঁকে উদ্ধার করে, আটক করে ওই যুবককে ।

কোরোনা হলেই ঘরে আটকে রাখা বা কোরোনা রোগীর সঙ্গে অমানবিক আচরণ এর আগেও হয়েছে । কখনও ফ্ল্যাটের দরজা টিনের শিট দিয়ে সিল করে দেওয়ার ঘটনা সামনে এসেছে, কখনও আবার দরজায় দড়ি বেধে রাখাও ঘটনা সামনে এসেছে । ঘরে তালা ঝুলিয়ে দেওয়াও নতুন নয় । সেই সংক্রমণের ভয় । সচেতন করেও কোথাও যেন কাজ হচ্ছে না ।

কেষ্টপুরের এই ঘটনা কোথাও যেন তা আবারও উস্কে দেয় । 65 বছরের মহিলা কেষ্টপুরের একটি ফ্ল্যাটে তাঁর বউমার সঙ্গে থাকে । সম্প্রতি তাঁদের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে । বউমার শারীরিক সমস্যা থাকায় তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভরতি করতে হয় । সেখানেই তাঁর চিকিৎসা চলছে বর্তমানে । ঘরে একা ওই মহিলা রয়েছেন । শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখেন গেটে তালা ঝোলানো । অনেক ডাকাডাকির পরও কেউ সাহায্য করতে না আসায় তিনি 100-য় ফোন করেন । ফোন পৌঁছায় পুলিশ স্টেশনে । পুলিশ এসে তাঁকে উদ্ধার করে ।

যুবককে আটক করে নিয়ে যাওয়া হয় থানায় । মহিলা কোনও লিখিত অভিযোগ না জানানোয় পরে যুবককে ছেড়ে দেওয়া হয় । কেন এমন করেছেন, জিজ্ঞাসা করলে যুবক জানায়, তার বাড়িতে সদ্যোজাত রয়েছে । সংক্রমণ যাতে না ছড়ায় তাই তিনি এমন করেছেন ।

কলকাতা, 5 সেপ্টেম্বর : পাশের ঘরে কোরোনা পজ়িটিভ মহিলা । বাড়িতে সদ্যোজাত । সংক্রমণের ভয়ে মহিলার ঘরে তালা ঝোলালো সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার । খাস কলকাতার কেষ্টপুরের ঘটনা । ঘরে তালা ঝোলানো, বেরোনোর উপায় না পেয়ে শেষে 100-য় ফোন করেন মহিলা । পুলিশ এসে তাঁকে উদ্ধার করে, আটক করে ওই যুবককে ।

কোরোনা হলেই ঘরে আটকে রাখা বা কোরোনা রোগীর সঙ্গে অমানবিক আচরণ এর আগেও হয়েছে । কখনও ফ্ল্যাটের দরজা টিনের শিট দিয়ে সিল করে দেওয়ার ঘটনা সামনে এসেছে, কখনও আবার দরজায় দড়ি বেধে রাখাও ঘটনা সামনে এসেছে । ঘরে তালা ঝুলিয়ে দেওয়াও নতুন নয় । সেই সংক্রমণের ভয় । সচেতন করেও কোথাও যেন কাজ হচ্ছে না ।

কেষ্টপুরের এই ঘটনা কোথাও যেন তা আবারও উস্কে দেয় । 65 বছরের মহিলা কেষ্টপুরের একটি ফ্ল্যাটে তাঁর বউমার সঙ্গে থাকে । সম্প্রতি তাঁদের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে । বউমার শারীরিক সমস্যা থাকায় তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভরতি করতে হয় । সেখানেই তাঁর চিকিৎসা চলছে বর্তমানে । ঘরে একা ওই মহিলা রয়েছেন । শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখেন গেটে তালা ঝোলানো । অনেক ডাকাডাকির পরও কেউ সাহায্য করতে না আসায় তিনি 100-য় ফোন করেন । ফোন পৌঁছায় পুলিশ স্টেশনে । পুলিশ এসে তাঁকে উদ্ধার করে ।

যুবককে আটক করে নিয়ে যাওয়া হয় থানায় । মহিলা কোনও লিখিত অভিযোগ না জানানোয় পরে যুবককে ছেড়ে দেওয়া হয় । কেন এমন করেছেন, জিজ্ঞাসা করলে যুবক জানায়, তার বাড়িতে সদ্যোজাত রয়েছে । সংক্রমণ যাতে না ছড়ায় তাই তিনি এমন করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.