ETV Bharat / state

Medicine Crisis: সরকারি মেডিক্যাল কলেজে অমিল ওষুধ ! ভাইরাল পোস্ট ঘিরে বিতর্ক

author img

By

Published : Oct 29, 2022, 7:01 PM IST

Updated : Oct 29, 2022, 7:06 PM IST

কলকাতার একাধিক সরকারি মেডিক্যাল কলেজে (Government Medical Colleges) বহু ওষুধ না-মেলার অভিযোগ (Medicine Crisis) ৷ ভাইরাল নোটিশের পোস্ট ৷ ঘটনা ঘিরে শুরু নয়া বিতর্ক ৷

Social Media Post regarding Medicine Crisis in Government Medical Colleges sparks controversy
Medicine Crisis: সরকারি মেডিক্য়াল কলেজে অমিল ওষুধ ! ভাইরাল পোস্ট ঘিরে বিতর্ক

কলকাতা, 29 অক্টোবর: কলকাতার একাধিক সরকারি মেডিক্যাল কলেজে (Government Medical Colleges) নাকি বহু ওষুই মিলছে না (Medicine Crisis) ! তার মধ্য়ে বেশ কয়েকটি ওষুধ আবার জীবনদায়ী ! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক ৷ ওই পোস্টে একটি নোটিশের ছবি রয়েছে ৷ তাতে লেখা রয়েছে বেশ কয়েকটি ওষুধের নাম ৷ সংশ্লিষ্ট পোস্টে দাবি করা হয়েছে, ওই ওষুধগুলি নাকি সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে পাওয়া যাচ্ছে না ৷ ফলে বিপাকে পড়ছেন রোগী ও তাঁদের আত্মীয়রা ৷ যদিও ইটিভি ভারত এই পোস্টের সত্যতা যাচাই করে দেখেনি ৷ অন্যদিকে, কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ওষুধ না-থাকার অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে ৷

প্রসঙ্গত, রাজ্যজুড়ে সরকারি হাসপাতাল ও মেডিক্যালকলেজগুলোতে ওষুধপত্র এবং চিকিৎসার বিভিন্ন জরুরি সরঞ্জাম না-থাকার অভিযোগ নতুন কিছু নয় ৷ এ নিয়ে সরব হয়েছেন মেডিক্যাল সার্ভিস সেন্টার নামে একটি চিকিৎসক সংগঠনের রাজ্য সম্পাদক ডা. অংশুমান মিত্র ৷ তিনি বলেন, "রাজ্য সরকার মেলা, খেলা, উৎসবে যথেচ্ছ টাকা খরচ না-করে, কিংবা স্বাস্থ্যসাথীর ফানুস না-উড়িয়ে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় বরাদ্দ বাড়াক ৷ এই খাতে আরও টাকা দেওয়ার ব্যবস্থা করুক ৷ সরকারি হাসপাতালে সব ওষুধ বিনামূল্যে সরবরাহ করতে হবে ৷ এটাই আমাদের দাবি ৷ আগামী 12 ও 13 নভেম্বর শিলিগুড়িতে মেডিক্যাল সার্ভিস সেন্টারের নবম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে ৷ সেখানে সকলকে যোগদান করার আহ্বান জানাচ্ছি ৷ এই সম্মেলনে সরকারি হাসপাতালে বিনামূল্যে সমস্ত ওষুধ বিলির এই দাবির পক্ষেই আওয়াজ তোলা হবে ৷"

আরও পড়ুন: টিকা নিতে নারাজ বহু মানুষ, ভ্যাকসিন নষ্টের আশংকা স্বাস্থ্য দফতরের

তবে, ওষুধ না-থাকার অভিযোগ মানতে নারাজ কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ৷ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় এই প্রসঙ্গে জানান, "সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়ো ৷ সরকারের নিন্দা করার জন্যই এ ধরনের পোস্ট তৈরি করে ভাইরাল করা হয়েছে ৷ বাস্তবে এমন কোনও ঘটনা ঘটেনি ৷ বিরোধীরাই এই কাণ্ড ঘটিয়েছে ৷"

কলকাতা, 29 অক্টোবর: কলকাতার একাধিক সরকারি মেডিক্যাল কলেজে (Government Medical Colleges) নাকি বহু ওষুই মিলছে না (Medicine Crisis) ! তার মধ্য়ে বেশ কয়েকটি ওষুধ আবার জীবনদায়ী ! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক ৷ ওই পোস্টে একটি নোটিশের ছবি রয়েছে ৷ তাতে লেখা রয়েছে বেশ কয়েকটি ওষুধের নাম ৷ সংশ্লিষ্ট পোস্টে দাবি করা হয়েছে, ওই ওষুধগুলি নাকি সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতে পাওয়া যাচ্ছে না ৷ ফলে বিপাকে পড়ছেন রোগী ও তাঁদের আত্মীয়রা ৷ যদিও ইটিভি ভারত এই পোস্টের সত্যতা যাচাই করে দেখেনি ৷ অন্যদিকে, কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ওষুধ না-থাকার অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে ৷

প্রসঙ্গত, রাজ্যজুড়ে সরকারি হাসপাতাল ও মেডিক্যালকলেজগুলোতে ওষুধপত্র এবং চিকিৎসার বিভিন্ন জরুরি সরঞ্জাম না-থাকার অভিযোগ নতুন কিছু নয় ৷ এ নিয়ে সরব হয়েছেন মেডিক্যাল সার্ভিস সেন্টার নামে একটি চিকিৎসক সংগঠনের রাজ্য সম্পাদক ডা. অংশুমান মিত্র ৷ তিনি বলেন, "রাজ্য সরকার মেলা, খেলা, উৎসবে যথেচ্ছ টাকা খরচ না-করে, কিংবা স্বাস্থ্যসাথীর ফানুস না-উড়িয়ে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় বরাদ্দ বাড়াক ৷ এই খাতে আরও টাকা দেওয়ার ব্যবস্থা করুক ৷ সরকারি হাসপাতালে সব ওষুধ বিনামূল্যে সরবরাহ করতে হবে ৷ এটাই আমাদের দাবি ৷ আগামী 12 ও 13 নভেম্বর শিলিগুড়িতে মেডিক্যাল সার্ভিস সেন্টারের নবম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে ৷ সেখানে সকলকে যোগদান করার আহ্বান জানাচ্ছি ৷ এই সম্মেলনে সরকারি হাসপাতালে বিনামূল্যে সমস্ত ওষুধ বিলির এই দাবির পক্ষেই আওয়াজ তোলা হবে ৷"

আরও পড়ুন: টিকা নিতে নারাজ বহু মানুষ, ভ্যাকসিন নষ্টের আশংকা স্বাস্থ্য দফতরের

তবে, ওষুধ না-থাকার অভিযোগ মানতে নারাজ কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ৷ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় এই প্রসঙ্গে জানান, "সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়ো ৷ সরকারের নিন্দা করার জন্যই এ ধরনের পোস্ট তৈরি করে ভাইরাল করা হয়েছে ৷ বাস্তবে এমন কোনও ঘটনা ঘটেনি ৷ বিরোধীরাই এই কাণ্ড ঘটিয়েছে ৷"

Last Updated : Oct 29, 2022, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.