ETV Bharat / state

বিকেলেও খোলা থাকবে কলকাতা পৌরনিগমের পার্কগুলি - বিকেলেও খোলা কলকাতা পৌরনিগমের পার্ক

এখন থেকে বিকেলেও কলকাতা পৌরনিগমের পার্ক খোলা থাকবে । যদিও যেসব এলাকায় কোরোনার সংক্রমণ বেশি সেসব এলাকায় পার্ক বন্ধ রাখা হবে । জানান দেবাশিস কুমার ।

Kolkata Municipal Corporation
কলকাতা পৌরনিগম
author img

By

Published : Nov 4, 2020, 7:59 AM IST

Updated : Nov 4, 2020, 8:08 AM IST

কলকাতা, 4 নভেম্বর : কোরোনা সংক্রমণ রুখতে লকডাউন জারি করার সঙ্গে সঙ্গেই কলকাতা পৌরনিগমের পার্কগুলি বন্ধ করে দেওয়া হয় । ফের জুন থেকে প্রাতঃভ্রমণের জন্য কয়েকটি পার্ক খুলে দেওয়ার অনুমতি দেয় কলকাতা পৌরনিগম । খুলে দেওয়া হয় পুজো মণ্ডপ তৈরি করার জন্য । তবে দীর্ঘসময়ের জন্য পার্ক খুলে রাখার অনুমতি দেওয়া হয়নি । এবার এখন থেকে বিকেলেও ভ্রমণকারীদের জন্য পৌরনিগমের পার্কগুলি সাময়িক সময়ের জন্য খোলা থাকবে বলে জানানো হয়েছে ।

দেবাশিস কুমার বলেন, ছয় মাসের বেশি সময় কলকাতা পৌরনিগমের সবকটি পার্ক বন্ধ রাখা হয়েছিল । পুজোর আগে কলকাতা পৌরনিগমের বড় উদ্যানগুলি খুলে দেওয়া হয় প্রাতঃভ্রমণের জন্য । এখন থেকে বিকেলেও কলকাতা পৌরনিগমের পার্কগুলি খোলা থাকবে । তবে পার্কের মধ্যে শিশু উদ্যান, সুইমিংপুল এখনই খোলা হবে না । একসঙ্গে বেশি সংখ্যক মানুষ একসঙ্গে জমায়েত করা যাবে না । তাই এখনও পার্কের ভিতরে জমায়েত করার অনুমতি দেয়নি রাজ্য সরকার । তবে সকালে ছটা থেকে বেলা নটা পর্যন্ত এবং বিকেলে পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত সাময়িক সময়ের জন্য খোলা রাখা হচ্ছে প্রাতঃভ্রমণ ও সান্ধ্য ভ্রমণকারীদের জন্য ।

তিনি আরও জানান, কলকাতায় সবকটি পার্ক খোলা হবে না । যেসব এলাকায় কোরোনার সংক্রমণ বেশি রয়েছে সেইসব এলাকায় পার্ক প্রাতঃভ্রমণের ও সন্ধ্যাকালীন ভ্রমণের জন্য বন্ধ রাখা হবে ।

বিকেলেও খোলা থাকবে কলকাতা পৌরনিগমের পার্কগুলি

ঘূর্ণিঝড় আম্ফানের দাপটে কলকাতার পার্কগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । লকডাউনের জন্য পার্কগুলি আগে থেকেই বন্ধ ছিল। পরিচর্যার অভাবে পার্কগুলির অবস্থা ভালো নয় । অনেক পার্ক আগাছায় ভরে গেছে । মালির অভাবে পার্কগুলির ঠিকমতো পরিচর্যা করা যায়নি । যদিও কলকাতা পৌরনিগমের একে একে পার্ক গুলির মেরামতির কাজ শুরু করে দিয়েছে ।

কলকাতা, 4 নভেম্বর : কোরোনা সংক্রমণ রুখতে লকডাউন জারি করার সঙ্গে সঙ্গেই কলকাতা পৌরনিগমের পার্কগুলি বন্ধ করে দেওয়া হয় । ফের জুন থেকে প্রাতঃভ্রমণের জন্য কয়েকটি পার্ক খুলে দেওয়ার অনুমতি দেয় কলকাতা পৌরনিগম । খুলে দেওয়া হয় পুজো মণ্ডপ তৈরি করার জন্য । তবে দীর্ঘসময়ের জন্য পার্ক খুলে রাখার অনুমতি দেওয়া হয়নি । এবার এখন থেকে বিকেলেও ভ্রমণকারীদের জন্য পৌরনিগমের পার্কগুলি সাময়িক সময়ের জন্য খোলা থাকবে বলে জানানো হয়েছে ।

দেবাশিস কুমার বলেন, ছয় মাসের বেশি সময় কলকাতা পৌরনিগমের সবকটি পার্ক বন্ধ রাখা হয়েছিল । পুজোর আগে কলকাতা পৌরনিগমের বড় উদ্যানগুলি খুলে দেওয়া হয় প্রাতঃভ্রমণের জন্য । এখন থেকে বিকেলেও কলকাতা পৌরনিগমের পার্কগুলি খোলা থাকবে । তবে পার্কের মধ্যে শিশু উদ্যান, সুইমিংপুল এখনই খোলা হবে না । একসঙ্গে বেশি সংখ্যক মানুষ একসঙ্গে জমায়েত করা যাবে না । তাই এখনও পার্কের ভিতরে জমায়েত করার অনুমতি দেয়নি রাজ্য সরকার । তবে সকালে ছটা থেকে বেলা নটা পর্যন্ত এবং বিকেলে পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত সাময়িক সময়ের জন্য খোলা রাখা হচ্ছে প্রাতঃভ্রমণ ও সান্ধ্য ভ্রমণকারীদের জন্য ।

তিনি আরও জানান, কলকাতায় সবকটি পার্ক খোলা হবে না । যেসব এলাকায় কোরোনার সংক্রমণ বেশি রয়েছে সেইসব এলাকায় পার্ক প্রাতঃভ্রমণের ও সন্ধ্যাকালীন ভ্রমণের জন্য বন্ধ রাখা হবে ।

বিকেলেও খোলা থাকবে কলকাতা পৌরনিগমের পার্কগুলি

ঘূর্ণিঝড় আম্ফানের দাপটে কলকাতার পার্কগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । লকডাউনের জন্য পার্কগুলি আগে থেকেই বন্ধ ছিল। পরিচর্যার অভাবে পার্কগুলির অবস্থা ভালো নয় । অনেক পার্ক আগাছায় ভরে গেছে । মালির অভাবে পার্কগুলির ঠিকমতো পরিচর্যা করা যায়নি । যদিও কলকাতা পৌরনিগমের একে একে পার্ক গুলির মেরামতির কাজ শুরু করে দিয়েছে ।

Last Updated : Nov 4, 2020, 8:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.