ETV Bharat / state

Firing at Police Barrack: পুলিশ ব্যারাকে চলল গুলি, সহকর্মীর গুলিতে আহত এক এসআই

টেকনোসিটি পুলিশ ব্যারাকে গুলি চালনার ঘটনায় আহত হয়ছেন কৌশিক ঘোষ নামে এক এসআই (SI injured in firing at technocity Police Barrack) । সাসপেন্ড করা হয়েছে অভিজিৎ ঘোষ নামে অভিযুক্ত পুলিশকর্মীকে ৷

ETV Bharat
টেকনোসিটি পুলিশ ব্যারাকে গুলি
author img

By

Published : Jan 26, 2023, 4:18 PM IST

Updated : Jan 26, 2023, 5:23 PM IST

পুলিশ ব্যারাকে চলল গুলি

বিধাননগর, 26 জানুয়ারি: টেকনোসিটি থানার ব্যারাকে চলল গুলি । ঘটনায় আহত হয়েছেন কৌশিক ঘোষ নামে এক এসআই । জানা গিয়েছে, দুই পুলিশ সহকর্মীর মধ্যে বচসা থেকে বুধবার রাতে এই গুলি চালনার ঘটনা ঘটে ৷ কৌশিক ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে অভিজিৎ ঘোষ নামে এক এএসআই'য়ের বিরুদ্ধে (Technocity Police Barrack Firing) ৷

পুলিশ সূত্রে খবর, ডিউটি নিয়ে এই দুই পুলিশকর্মীর মধ্যে কয়কদিন ধরেই সমস্যা হচ্ছিল ৷ কৌশিক ঘোষের সঙ্গে প্রায় সময়েই গণ্ডগোল হত এএসআই অভিজিৎ ঘোষের (SI injured in firing) ৷ বুধবারও কৌশিক ঘোষ ও অভিজিৎ ঘোষের মধ্যে একাধিকবার বচসা হয় পুলিশ ব্যারাকের মধ্যে ৷ এই ঝগড়া থেকেই মানসিক চাপে অভিজিৎ ঘোষ নিজের সার্ভিস রিভলভার থেকে কৌশিক ঘোষের পায়ে গুলি চালান বলে অভিযোগ (Firing at Technocity Police Barrack) ৷

আরও পড়ুন: উস্থি বৃদ্ধা খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়, দায় স্বীকার করল ছেলে

জানা গিয়েছে, এদিন গুলি চলার শব্দের পরেই ব্যারাকে উপস্থিত অন্যান্য পুলিশকর্মীরা দেখতে পান কৌশিক ঘোষের পা থেকে রক্ত ঝড়ছে এবং অভিজিৎ ঘোষের হাতে তাঁর সার্ভিস রিভলবার রয়েছে । এরপর দ্রুত টেকনো সিটি থানার পুলিশ অফিসাররা আহত ওই এসআই'কে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় ৷ এরপর সেখান থেকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় কৌশিক ঘোষ নামে ওই এসআই'কে ৷ ইমারজেন্সি ওয়ার্ডে তাঁর চিকিৎসা শুরু হয় ৷ এদিনই তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ৷

এই খবর জানার পরেই দ্রুত ব্যবস্থা নেন বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্তারা ৷ অভিযুক্ত এএসআই অভিজিৎ ঘোষকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে ৷ ইতিমধ্যেই তাঁর সার্ভিস রিভলবারটিও সিজ করা হয়েছে । বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এই ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ আহত ওই পুলিশকর্মী জানিয়েছেন, বুধবার রাতে যখন তিনি এবং তাঁর সহকর্মী এএসআই অভিজিৎ ঘোষ পুলিশ ব্যারাকে ছিলেন, সেসময়ে অভিজিৎ-এর সার্ভিস রিভলভার দিয়ে গুলি চলে ৷

পুলিশ ব্যারাকে চলল গুলি

বিধাননগর, 26 জানুয়ারি: টেকনোসিটি থানার ব্যারাকে চলল গুলি । ঘটনায় আহত হয়েছেন কৌশিক ঘোষ নামে এক এসআই । জানা গিয়েছে, দুই পুলিশ সহকর্মীর মধ্যে বচসা থেকে বুধবার রাতে এই গুলি চালনার ঘটনা ঘটে ৷ কৌশিক ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে অভিজিৎ ঘোষ নামে এক এএসআই'য়ের বিরুদ্ধে (Technocity Police Barrack Firing) ৷

পুলিশ সূত্রে খবর, ডিউটি নিয়ে এই দুই পুলিশকর্মীর মধ্যে কয়কদিন ধরেই সমস্যা হচ্ছিল ৷ কৌশিক ঘোষের সঙ্গে প্রায় সময়েই গণ্ডগোল হত এএসআই অভিজিৎ ঘোষের (SI injured in firing) ৷ বুধবারও কৌশিক ঘোষ ও অভিজিৎ ঘোষের মধ্যে একাধিকবার বচসা হয় পুলিশ ব্যারাকের মধ্যে ৷ এই ঝগড়া থেকেই মানসিক চাপে অভিজিৎ ঘোষ নিজের সার্ভিস রিভলভার থেকে কৌশিক ঘোষের পায়ে গুলি চালান বলে অভিযোগ (Firing at Technocity Police Barrack) ৷

আরও পড়ুন: উস্থি বৃদ্ধা খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়, দায় স্বীকার করল ছেলে

জানা গিয়েছে, এদিন গুলি চলার শব্দের পরেই ব্যারাকে উপস্থিত অন্যান্য পুলিশকর্মীরা দেখতে পান কৌশিক ঘোষের পা থেকে রক্ত ঝড়ছে এবং অভিজিৎ ঘোষের হাতে তাঁর সার্ভিস রিভলবার রয়েছে । এরপর দ্রুত টেকনো সিটি থানার পুলিশ অফিসাররা আহত ওই এসআই'কে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় ৷ এরপর সেখান থেকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় কৌশিক ঘোষ নামে ওই এসআই'কে ৷ ইমারজেন্সি ওয়ার্ডে তাঁর চিকিৎসা শুরু হয় ৷ এদিনই তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ৷

এই খবর জানার পরেই দ্রুত ব্যবস্থা নেন বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্তারা ৷ অভিযুক্ত এএসআই অভিজিৎ ঘোষকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে ৷ ইতিমধ্যেই তাঁর সার্ভিস রিভলবারটিও সিজ করা হয়েছে । বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এই ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ৷ আহত ওই পুলিশকর্মী জানিয়েছেন, বুধবার রাতে যখন তিনি এবং তাঁর সহকর্মী এএসআই অভিজিৎ ঘোষ পুলিশ ব্যারাকে ছিলেন, সেসময়ে অভিজিৎ-এর সার্ভিস রিভলভার দিয়ে গুলি চলে ৷

Last Updated : Jan 26, 2023, 5:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.