ETV Bharat / state

'মান ভুুলে' দলীয় কার্যালয়ে শোভন-বৈশাখি, আজ দক্ষিণ কলকাতায় মিছিল - আগামীকাল দক্ষিণ কলকাতায় মিছিল বিজেপির

বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁদের যে ইতিবাচক বৈঠক হয়েছে তা শোভন ও বৈশাখির কথাতেই স্পষ্ট ৷ বিজেপি নেতৃত্বের গলাতেও একই সুর ৷ সম্প্রতিক সময়ে, সংবাদমাধ্যমে বেশি মুখ খুলতে দেখা গেছে বৈশাখিকেই ৷ তবে গতকালের বৈঠকের পর সবাইকে কিছুটা অবাক করেই সাংবাদিকদের কাছে এগিয়ে এলেন শোভন ৷

দলীয় কার্যালয়ে শোভন-বৈশাখি
দলীয় কার্যালয়ে শোভন-বৈশাখি
author img

By

Published : Jan 10, 2021, 10:58 PM IST

Updated : Jan 11, 2021, 6:13 AM IST

কলকাতা, 11 জানুয়ারি : অবশেষে শেষ হল মান অভিমানের পালা ৷ হেস্টিংস-এ বিজেপির নির্বাচনী কার্যালয়ে এলেন শোভন ও বৈশাখি ৷ আগেই জানিয়েছিলেন বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চান ৷ সেই মতো গতকাল নির্বাচনী কার্যালয়ে আসেন তাঁরা ৷ তবে একটু দেরিতে আসেন কৈলাস বিজয়বর্গীয় ৷

বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁদের যে ইতিবাচক বৈঠক হয়েছে তা শোভন ও বৈশাখির কথাতেই পরিষ্কার ৷ বিজেপি নেতৃত্বের গলাতেও একই সুর ৷ সম্প্রতিক সময়ে, সংবাদমাধ্যমে বেশি মুখ খুলতে দেখা গেছে বৈশাখিকেই ৷ তবে আজ বৈঠকের পর সবাইকে কিছুটা অবাক করেই সাংবাদিকেদর কাছে এগিয়ে এলেন শোভন ৷ বললেন, ‘‘ কলকাতা জ়োনে 51টি বিধানসভা আসন আছে ৷ সেই আসনে ভালো ফল করার জন্য কৌশল তৈরি করতেই এই বৈঠক ৷ সবাই নিজের মতো করে মতামত প্রকাশ করেছে ৷ আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব ৷’’

বৈশাখীর গলাতেও শোনা গেল একসঙ্গে কাজ করার অঙ্গিকার ৷ 4 জানুয়ারি শোভন ও বৈশাখিকে নিয়ে বাইক মিছিল করার কথা ছিল কৈলাস-সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের ৷ তবে শেষ মুহূর্তে অসুস্থতার কথা জানিয়ে আসেননি শোভন ও বৈশাখি ৷ এরপর থেকেই তাঁদের পরবর্তী পদক্ষেপ নিয়ে শুরু হয় জল্পনা ৷ যদিও পরে সংবাদমাধ্যমে দুঃখপ্রকাশ করে নেন বৈশাখি ৷ পরে ঠিক হয়, দক্ষিণ কলকাতায় শোভন ও বৈশাখিকে নিয়ে ফের একটি মিছিলের আয়োজন করবে বিজেপি ৷ সোমবার গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত এই মিছিল হওয়ার কথা ৷ তার ঠিক আগের দিন কার্যালয়ে এলেন বহু চর্চিত এই জুটি ৷

কলকাতা জ়োনের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে শোভনকে ৷ একই সঙ্গে যে কমিটি তৈরি করা হয়েছে তাতে সহ আহ্বায়ক হিসেবে বৈশাখির মতো আছেন যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি শঙ্কুদেব পণ্ডাও ৷ শোনা গিয়েছিল, একই পদে তিনি ও শঙ্কু থাকা নিয়ে শুরুতে আপত্তি জানিয়েছিলেন বৈশাখি । কিন্তু রবিবার উলটো ছবি দেখা যায় ৷ বৈঠকের আগে শুধুমাত্র শঙ্কুদেবই শোভন-বৈশাখি জুটিকে স্বাগত জানাতে কার্যালয়ের বাইরে ছিলেন । তবে, অন্য কেউ কেন শঙ্কু সঙ্গী হলেন না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে । মুচকি হেসে, শোভনের নিন্দুকরা বলছেন, " কী আর করা যাবে, এটাই ছিল শোভন আর বৈশাখি-র ভবিষ্যৎ। "

কৈলাস আসার পর শুরু হয় বৈঠক । হাজির ছিলেন সুনীল বনশাল, কৈলাস, শোভন, বৈশাখি, শঙ্কুদেব ছাড়াও অমিতাভ চক্রবর্তী, প্রতাপ বন্দ্যোপাধ্যায় প্রমুখরা ৷ তবে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব কেউই ছিলেন না বৈঠকে ৷ আগেই কার্যালয় ছাড়েন মুকুল রায় ৷ তারপর একে একে কর্যালয় ছাড়েন দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায়ও ৷

আরও পড়ুন :-অসুস্থতার কারণে আসতে পারেননি, বিজেপি নেতৃত্বকে জানালেন শোভন-বৈশাখী

তবে গত সোমবারের ঘটনার পর আজকের মিছিলে দেখা যাবে তো বিজেপির শীর্ষ নেতৃত্বকে ? এখনও পর্যন্ত যা খবর, তাতে কালকের মিছিলে রাজ্যস্তরের কোনও নেতাই উপস্থিত থাকছেন না । বিজেপি সূত্রে খবর, সোমবার শোভন-বৈশাখিকে নিয়ে যে মিছিল, তা শুধুই দলের দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার কর্মসূচি । এমনকী একই দিনে দক্ষিণ কলকাতাতেই আরও একটি মিছিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি ৷

কলকাতা, 11 জানুয়ারি : অবশেষে শেষ হল মান অভিমানের পালা ৷ হেস্টিংস-এ বিজেপির নির্বাচনী কার্যালয়ে এলেন শোভন ও বৈশাখি ৷ আগেই জানিয়েছিলেন বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চান ৷ সেই মতো গতকাল নির্বাচনী কার্যালয়ে আসেন তাঁরা ৷ তবে একটু দেরিতে আসেন কৈলাস বিজয়বর্গীয় ৷

বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁদের যে ইতিবাচক বৈঠক হয়েছে তা শোভন ও বৈশাখির কথাতেই পরিষ্কার ৷ বিজেপি নেতৃত্বের গলাতেও একই সুর ৷ সম্প্রতিক সময়ে, সংবাদমাধ্যমে বেশি মুখ খুলতে দেখা গেছে বৈশাখিকেই ৷ তবে আজ বৈঠকের পর সবাইকে কিছুটা অবাক করেই সাংবাদিকেদর কাছে এগিয়ে এলেন শোভন ৷ বললেন, ‘‘ কলকাতা জ়োনে 51টি বিধানসভা আসন আছে ৷ সেই আসনে ভালো ফল করার জন্য কৌশল তৈরি করতেই এই বৈঠক ৷ সবাই নিজের মতো করে মতামত প্রকাশ করেছে ৷ আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব ৷’’

বৈশাখীর গলাতেও শোনা গেল একসঙ্গে কাজ করার অঙ্গিকার ৷ 4 জানুয়ারি শোভন ও বৈশাখিকে নিয়ে বাইক মিছিল করার কথা ছিল কৈলাস-সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের ৷ তবে শেষ মুহূর্তে অসুস্থতার কথা জানিয়ে আসেননি শোভন ও বৈশাখি ৷ এরপর থেকেই তাঁদের পরবর্তী পদক্ষেপ নিয়ে শুরু হয় জল্পনা ৷ যদিও পরে সংবাদমাধ্যমে দুঃখপ্রকাশ করে নেন বৈশাখি ৷ পরে ঠিক হয়, দক্ষিণ কলকাতায় শোভন ও বৈশাখিকে নিয়ে ফের একটি মিছিলের আয়োজন করবে বিজেপি ৷ সোমবার গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত এই মিছিল হওয়ার কথা ৷ তার ঠিক আগের দিন কার্যালয়ে এলেন বহু চর্চিত এই জুটি ৷

কলকাতা জ়োনের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে শোভনকে ৷ একই সঙ্গে যে কমিটি তৈরি করা হয়েছে তাতে সহ আহ্বায়ক হিসেবে বৈশাখির মতো আছেন যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি শঙ্কুদেব পণ্ডাও ৷ শোনা গিয়েছিল, একই পদে তিনি ও শঙ্কু থাকা নিয়ে শুরুতে আপত্তি জানিয়েছিলেন বৈশাখি । কিন্তু রবিবার উলটো ছবি দেখা যায় ৷ বৈঠকের আগে শুধুমাত্র শঙ্কুদেবই শোভন-বৈশাখি জুটিকে স্বাগত জানাতে কার্যালয়ের বাইরে ছিলেন । তবে, অন্য কেউ কেন শঙ্কু সঙ্গী হলেন না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে । মুচকি হেসে, শোভনের নিন্দুকরা বলছেন, " কী আর করা যাবে, এটাই ছিল শোভন আর বৈশাখি-র ভবিষ্যৎ। "

কৈলাস আসার পর শুরু হয় বৈঠক । হাজির ছিলেন সুনীল বনশাল, কৈলাস, শোভন, বৈশাখি, শঙ্কুদেব ছাড়াও অমিতাভ চক্রবর্তী, প্রতাপ বন্দ্যোপাধ্যায় প্রমুখরা ৷ তবে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব কেউই ছিলেন না বৈঠকে ৷ আগেই কার্যালয় ছাড়েন মুকুল রায় ৷ তারপর একে একে কর্যালয় ছাড়েন দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায়ও ৷

আরও পড়ুন :-অসুস্থতার কারণে আসতে পারেননি, বিজেপি নেতৃত্বকে জানালেন শোভন-বৈশাখী

তবে গত সোমবারের ঘটনার পর আজকের মিছিলে দেখা যাবে তো বিজেপির শীর্ষ নেতৃত্বকে ? এখনও পর্যন্ত যা খবর, তাতে কালকের মিছিলে রাজ্যস্তরের কোনও নেতাই উপস্থিত থাকছেন না । বিজেপি সূত্রে খবর, সোমবার শোভন-বৈশাখিকে নিয়ে যে মিছিল, তা শুধুই দলের দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার কর্মসূচি । এমনকী একই দিনে দক্ষিণ কলকাতাতেই আরও একটি মিছিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি ৷

Last Updated : Jan 11, 2021, 6:13 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.