ETV Bharat / state

Mamata on Atiq-Ashraf Killings: 'উত্তরপ্রদেশের নির্লজ্জ নৈরাজ্য ও আইনশৃঙ্খলার সম্পূর্ণ পতন দেখে হতবাক', আতিক খুনে তোপ মমতার - আতিক আহমেদ

আতিক আহমেদ ও তাঁর ভাই আশরাফকে খুনের ঘটনায় উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷

Mamata Banerjee ETV Bharat
মমতা বন্দ্য়োপাধ্যায়
author img

By

Published : Apr 16, 2023, 1:55 PM IST

Updated : Apr 16, 2023, 2:13 PM IST

কলকাতা, 16 এপ্রিল: উত্তরপ্রদেশের নির্লজ্জ নৈরাজ্য এবং আইনশৃঙ্খলার সম্পূর্ণ পতন দেখে তিনি হতবাক । আতিক আহমেদ ও তাঁর ভাই আশরাফকে খুনের ঘটনায় এ ভাবেই যোগী আদিত্যনাথের সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷

তিনি এই ঘটনার নিন্দা করে টুইটে লিখেছেন, "উত্তরপ্রদেশের নির্লজ্জ নৈরাজ্য এবং আইনশৃঙ্খলার সম্পূর্ণ পতন দেখে আমি হতবাক । এটা লজ্জাজনক যে অপরাধীরা এখন আইন নিজের হাতে তুলে নিচ্ছে, পুলিশ ও মিডিয়ার উপস্থিতিতে অপ্রস্তুত। আমাদের সাংবিধানিক গণতন্ত্রে এ ধরনের বেআইনি কাজের কোনও স্থান নেই ।"

  • I am shocked by the brazen anarchy and total collapse of law & order in Uttar Pradesh.

    It is shameful that perpetrators are now taking the law in their own hands, unfazed by the police and media presence.

    Such unlawful acts have no place in our constitutional democracy.

    — Mamata Banerjee (@MamataOfficial) April 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা করেছেন ৷ উত্তরপ্রদেশের সরকারের বিরুদ্ধে তোপ দেগে মহুয়া রবিবার টুইটে লেখেন, গেরুয়া দল ভারতকে একটি "মাফিয়া প্রজাতন্ত্রে" পরিণত করেছে । টুইটে মহুয়া লিখেছেন, "বিজেপি ভারতকে একটি মাফিয়া প্রজাতন্ত্রে পরিণত করেছে । আমি এটা এখানে বলব, আমি বিদেশে বলব, আমি এটা সর্বত্র বলব, কারণ এটাই সত্য । হেফাজতে থাকা দুই ব্যক্তিকে লক্ষ লক্ষ পুলিশ এবং ক্যামেরার সামনে গুলি করে হত্যা করা হয়েছে - এটা আইনের শাসনের মৃত্যু ৷" উত্তরপ্রদেশে 356 ধারা জারির পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷

  • BJP has turned India into a mafia republic.
    I will say it here, I will say it abroad, I will say it everywhere because it is the truth.

    2 men in custody shot dead in front of a zillion policemen & cameras - this is the death of the rule of law.

    — Mahua Moitra (@MahuaMoitra) April 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আতিক ও আশরাফের হত্যাকাণ্ডের পর উত্তরপ্রদেশ পুলিশ রাজ্যজুড়ে 144 ধারা জারি করেছে এবং গুরুত্বপূর্ণ স্থান ও সংবেদনশীল এলাকাগুলিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ৷

2005 সালে বিএসপি বিধায়ক রাজু পাল হত্যার পাশাপাশি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএসপি নেতার হত্যার মূল সাক্ষী উমেশ পালকে হত্যার অভিযোগে অভিযুক্ত ছিলেন আতিক আহমেদ । আধিকারিকরা জানিয়েছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রয়াগরাজের ঘটনার তদন্তে শনিবার রাতেই উচ্চ-পর্যায়ের বৈঠক ডাকেন ৷

মুখ্যমন্ত্রীর দফতরের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আদিত্যনাথ পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন ৷ রাজ্যে শান্তি, আইনশৃঙ্খলা বজায় রাখা নিশ্চিত করতে বলা হয়েছে ৷ জনসাধারণকে যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, পুলিশকে সেই নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷ পুরো বিষয়টির তদন্তে তিন সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশও দিয়েছেন যোগী আদিত্যনাথ ।

আরও পড়ুন: 'উত্তরপ্রদেশে 356 ধারা জারির পরিস্থিতি কি হয়নি ?' বিজেপিকে প্রশ্ন কুণালের

কলকাতা, 16 এপ্রিল: উত্তরপ্রদেশের নির্লজ্জ নৈরাজ্য এবং আইনশৃঙ্খলার সম্পূর্ণ পতন দেখে তিনি হতবাক । আতিক আহমেদ ও তাঁর ভাই আশরাফকে খুনের ঘটনায় এ ভাবেই যোগী আদিত্যনাথের সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷

তিনি এই ঘটনার নিন্দা করে টুইটে লিখেছেন, "উত্তরপ্রদেশের নির্লজ্জ নৈরাজ্য এবং আইনশৃঙ্খলার সম্পূর্ণ পতন দেখে আমি হতবাক । এটা লজ্জাজনক যে অপরাধীরা এখন আইন নিজের হাতে তুলে নিচ্ছে, পুলিশ ও মিডিয়ার উপস্থিতিতে অপ্রস্তুত। আমাদের সাংবিধানিক গণতন্ত্রে এ ধরনের বেআইনি কাজের কোনও স্থান নেই ।"

  • I am shocked by the brazen anarchy and total collapse of law & order in Uttar Pradesh.

    It is shameful that perpetrators are now taking the law in their own hands, unfazed by the police and media presence.

    Such unlawful acts have no place in our constitutional democracy.

    — Mamata Banerjee (@MamataOfficial) April 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা করেছেন ৷ উত্তরপ্রদেশের সরকারের বিরুদ্ধে তোপ দেগে মহুয়া রবিবার টুইটে লেখেন, গেরুয়া দল ভারতকে একটি "মাফিয়া প্রজাতন্ত্রে" পরিণত করেছে । টুইটে মহুয়া লিখেছেন, "বিজেপি ভারতকে একটি মাফিয়া প্রজাতন্ত্রে পরিণত করেছে । আমি এটা এখানে বলব, আমি বিদেশে বলব, আমি এটা সর্বত্র বলব, কারণ এটাই সত্য । হেফাজতে থাকা দুই ব্যক্তিকে লক্ষ লক্ষ পুলিশ এবং ক্যামেরার সামনে গুলি করে হত্যা করা হয়েছে - এটা আইনের শাসনের মৃত্যু ৷" উত্তরপ্রদেশে 356 ধারা জারির পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷

  • BJP has turned India into a mafia republic.
    I will say it here, I will say it abroad, I will say it everywhere because it is the truth.

    2 men in custody shot dead in front of a zillion policemen & cameras - this is the death of the rule of law.

    — Mahua Moitra (@MahuaMoitra) April 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আতিক ও আশরাফের হত্যাকাণ্ডের পর উত্তরপ্রদেশ পুলিশ রাজ্যজুড়ে 144 ধারা জারি করেছে এবং গুরুত্বপূর্ণ স্থান ও সংবেদনশীল এলাকাগুলিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ৷

2005 সালে বিএসপি বিধায়ক রাজু পাল হত্যার পাশাপাশি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএসপি নেতার হত্যার মূল সাক্ষী উমেশ পালকে হত্যার অভিযোগে অভিযুক্ত ছিলেন আতিক আহমেদ । আধিকারিকরা জানিয়েছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রয়াগরাজের ঘটনার তদন্তে শনিবার রাতেই উচ্চ-পর্যায়ের বৈঠক ডাকেন ৷

মুখ্যমন্ত্রীর দফতরের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আদিত্যনাথ পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন ৷ রাজ্যে শান্তি, আইনশৃঙ্খলা বজায় রাখা নিশ্চিত করতে বলা হয়েছে ৷ জনসাধারণকে যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, পুলিশকে সেই নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷ পুরো বিষয়টির তদন্তে তিন সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশও দিয়েছেন যোগী আদিত্যনাথ ।

আরও পড়ুন: 'উত্তরপ্রদেশে 356 ধারা জারির পরিস্থিতি কি হয়নি ?' বিজেপিকে প্রশ্ন কুণালের

Last Updated : Apr 16, 2023, 2:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.