ETV Bharat / state

Shatrughan Praises Rahul: শত্রুঘ্নের মুখে দরাজ প্রশংসা রাহুলের ভারত জোড়ো যাত্রার, অবস্থান স্পষ্ট করল তৃণমূল - ভারত জোড়ো যাত্রা

শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) মুখে দরাজ প্রশংসা (Shatrughan Praises Rahul) শোনা গেল রাহুল গান্ধির (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra)৷ এই নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তৃণমূল কংগ্রেস ৷

Rahul Gandhi Shatrughan Sinha ETV Bharat
শত্রুঘ্ন ও রাহুল
author img

By

Published : Jan 9, 2023, 3:54 PM IST

কলকাতা, 9 জানুয়ারি: তৃণমূলের টিকিটে সংসদে গিয়েছেন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)৷ অথচ তাঁর মুখেই শোনা গেল ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) নিয়ে রাহুল গান্ধির (Rahul Gandhi) ভূয়সী প্রশংসা । আর তাতেই অস্বস্তিতে তাঁর দল তৃণমূল কংগ্রেস (Shatrughan Praises Rahul)। অবশেষে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে মুখ খুলতে হল তৃণমূল নেতৃত্বকে ।

ঠিক কী বলেছেন শত্রুঘ্ন সিনহা, কেন এই নিয়ে বিতর্ক ! রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা বৈপ্লবিক এবং যুগান্তকারী পদক্ষেপ বলে বর্ণনা করছেন আসানসোলের সাংসদ । তিনি বলেন, "রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা বৈপ্লবিক । দেশে এমন যাত্রা আগে কখনও হয়নি । রাহুলের ব্যক্তিত্ব দেশের যুবদের নিঃসন্দেহে উত্‍সাহিত করবে । ওঁর লক্ষ্য অনেক বড় ও শুভ । আমার আন্তরিক শুভেচ্ছা রইল ।"

এখানেই শেষ নয় ৷ রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রাকে এলকে আদবানির রথযাত্রা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের যাত্রার সঙ্গেও তুলনা করেছেন শত্রুঘ্ন সিনহা । তিনি বলেন, "রাহুল গান্ধির দেশের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রয়েছে । তাঁর পরিবারের লোকেরা প্রধানমন্ত্রী হিসেবে দেশের সেবা করেছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রেখে গিয়েছেন ।" যদিও এত কিছু বলার পরেও শত্রুঘ্ন সিনহা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তিনি তৃণমূল কংগ্রেস নেত্রীর সঙ্গেই আছেন ।

একই সঙ্গে এ দিন তিনি রাহুল গান্ধির ভূয়সী প্রশংসা করার পাশাপাশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আয়রন লেডি বলে উল্লেখ করেছেন । তিনি বলেন, মূল ভিত্তির দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এর গেম চেঞ্জার হতে পারেন । মমতা বন্দ্যোপাধ্যায় একজন আয়রন লেডি । কেউ তাঁকে হালকাভাবে এখন নেন না ।

আরও পড়ুন: রাহুলের ভারত জোড়ো যাত্রায় হাঁটলেন প্রাক্তন সেনাপ্রধান দীপক কাপুর

প্রসঙ্গত, বিজেপির সঙ্গে দীর্ঘ সময়ের সম্পর্ক থেকে বেরিয়ে কংগ্রেসে যোগ দেন শত্রুঘ্ন সিনহা । এরপর সেই দল ছেড়ে এখন তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ । যে দল তাঁর অন্যতম প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখে বিজেপিকে । অন্যদিকে জাতীয় ক্ষেত্রে একসঙ্গে লড়াই করলেও এ রাজ্যের প্রেক্ষিতে কংগ্রেসও তৃণমূলের রাজনৈতিক প্রতিপক্ষ । তারপরেও তাঁর মুখে প্রাক্তন দলের প্রশংসা ঘাসফুল শিবিরের অস্বস্তি যে বাড়িয়েছে তাতে কোনও সন্দেহ নেই । আর খুব স্বাভাবিকভাবেই সে কারণে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলে দেওয়া হয়েছে, শত্রুঘ্ন সিনহা যা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত মত । দলের মুখপাত্র শান্তনু সেন রাহুল গান্ধি ও কংগ্রেসকে কটাক্ষ করে বলেছেন, আগে নিজের ঘর সামলাক, পরে ভারত জুড়বে ।

প্রসঙ্গত, কাশ্মীর থেকে কন্যাকুমারী সুদীর্ঘ পথ ধরে ভারত জোড়ো যাত্রার মিছিলে হাঁটছেন রাহুল গান্ধি ও অগণিত কংগ্রেস সমর্থক । বহু সেলিব্রিটি থেকে শুরু করে বিশিষ্ট মানুষেরা এই যাত্রায় রাহুল গান্ধির সঙ্গে হেঁটে বুঝিয়ে দিয়েছেন তাঁদের এই ভাবনার সঙ্গে রয়েছেন তাঁরাও । এ বার পথে না নেমেও স্বরা ভাস্কর, রেশমী দেশাই, সুশান্ত সিং, রিয়া সেন, অমল পালেকার, রঘুরাম রাজন, কমল হাসান, পূজা ভাটের সঙ্গে এক সারিতে এসে রাহুলের প্রশংসা করলেন শত্রুঘ্ন সিনহা । রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, তৃণমূল সাংসদের এই পদক্ষেপ কি কাকতালীয়, লাইম লাইটে আসার চেষ্টামাত্র, নাকি এর পিছনে অন্য কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে !

কলকাতা, 9 জানুয়ারি: তৃণমূলের টিকিটে সংসদে গিয়েছেন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)৷ অথচ তাঁর মুখেই শোনা গেল ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) নিয়ে রাহুল গান্ধির (Rahul Gandhi) ভূয়সী প্রশংসা । আর তাতেই অস্বস্তিতে তাঁর দল তৃণমূল কংগ্রেস (Shatrughan Praises Rahul)। অবশেষে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে মুখ খুলতে হল তৃণমূল নেতৃত্বকে ।

ঠিক কী বলেছেন শত্রুঘ্ন সিনহা, কেন এই নিয়ে বিতর্ক ! রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা বৈপ্লবিক এবং যুগান্তকারী পদক্ষেপ বলে বর্ণনা করছেন আসানসোলের সাংসদ । তিনি বলেন, "রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা বৈপ্লবিক । দেশে এমন যাত্রা আগে কখনও হয়নি । রাহুলের ব্যক্তিত্ব দেশের যুবদের নিঃসন্দেহে উত্‍সাহিত করবে । ওঁর লক্ষ্য অনেক বড় ও শুভ । আমার আন্তরিক শুভেচ্ছা রইল ।"

এখানেই শেষ নয় ৷ রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রাকে এলকে আদবানির রথযাত্রা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের যাত্রার সঙ্গেও তুলনা করেছেন শত্রুঘ্ন সিনহা । তিনি বলেন, "রাহুল গান্ধির দেশের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রয়েছে । তাঁর পরিবারের লোকেরা প্রধানমন্ত্রী হিসেবে দেশের সেবা করেছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রেখে গিয়েছেন ।" যদিও এত কিছু বলার পরেও শত্রুঘ্ন সিনহা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তিনি তৃণমূল কংগ্রেস নেত্রীর সঙ্গেই আছেন ।

একই সঙ্গে এ দিন তিনি রাহুল গান্ধির ভূয়সী প্রশংসা করার পাশাপাশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আয়রন লেডি বলে উল্লেখ করেছেন । তিনি বলেন, মূল ভিত্তির দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এর গেম চেঞ্জার হতে পারেন । মমতা বন্দ্যোপাধ্যায় একজন আয়রন লেডি । কেউ তাঁকে হালকাভাবে এখন নেন না ।

আরও পড়ুন: রাহুলের ভারত জোড়ো যাত্রায় হাঁটলেন প্রাক্তন সেনাপ্রধান দীপক কাপুর

প্রসঙ্গত, বিজেপির সঙ্গে দীর্ঘ সময়ের সম্পর্ক থেকে বেরিয়ে কংগ্রেসে যোগ দেন শত্রুঘ্ন সিনহা । এরপর সেই দল ছেড়ে এখন তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন । বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ । যে দল তাঁর অন্যতম প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখে বিজেপিকে । অন্যদিকে জাতীয় ক্ষেত্রে একসঙ্গে লড়াই করলেও এ রাজ্যের প্রেক্ষিতে কংগ্রেসও তৃণমূলের রাজনৈতিক প্রতিপক্ষ । তারপরেও তাঁর মুখে প্রাক্তন দলের প্রশংসা ঘাসফুল শিবিরের অস্বস্তি যে বাড়িয়েছে তাতে কোনও সন্দেহ নেই । আর খুব স্বাভাবিকভাবেই সে কারণে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলে দেওয়া হয়েছে, শত্রুঘ্ন সিনহা যা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত মত । দলের মুখপাত্র শান্তনু সেন রাহুল গান্ধি ও কংগ্রেসকে কটাক্ষ করে বলেছেন, আগে নিজের ঘর সামলাক, পরে ভারত জুড়বে ।

প্রসঙ্গত, কাশ্মীর থেকে কন্যাকুমারী সুদীর্ঘ পথ ধরে ভারত জোড়ো যাত্রার মিছিলে হাঁটছেন রাহুল গান্ধি ও অগণিত কংগ্রেস সমর্থক । বহু সেলিব্রিটি থেকে শুরু করে বিশিষ্ট মানুষেরা এই যাত্রায় রাহুল গান্ধির সঙ্গে হেঁটে বুঝিয়ে দিয়েছেন তাঁদের এই ভাবনার সঙ্গে রয়েছেন তাঁরাও । এ বার পথে না নেমেও স্বরা ভাস্কর, রেশমী দেশাই, সুশান্ত সিং, রিয়া সেন, অমল পালেকার, রঘুরাম রাজন, কমল হাসান, পূজা ভাটের সঙ্গে এক সারিতে এসে রাহুলের প্রশংসা করলেন শত্রুঘ্ন সিনহা । রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, তৃণমূল সাংসদের এই পদক্ষেপ কি কাকতালীয়, লাইম লাইটে আসার চেষ্টামাত্র, নাকি এর পিছনে অন্য কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.