কলকাতা, 9 অগস্ট: একটাই দাবি, একটাই স্লোগান 'ক্ষমা চাইতে হবে ৷' বুধবার দুপুরে সিপিআইএম রাজ্য সম্পাদক মহ সেলিমের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন যৌনকর্মীরা । তাঁদের দাবি, সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে গিয়ে সম্প্রতি 'পতিতা' শব্দ ব্যবহার করে আপত্তিজনক মন্তব্য করেছেন মহম্মদ সেলিম ৷ যৌনকর্মীদের বক্তব্য, সিপিএম রাজ্য সম্পাদক ওই শব্দ ব্যবহার করে কার্যত তাঁদের পেশাকেই অপমান করেছেন ৷ তাই তাঁকে ক্ষমা চাইতে হবে ৷
চোখের চিকিৎসা করাতে বর্তমানে বিদেশে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । দুদিন আগে নিউইয়র্ক থেকে একটি টুইটে তিনি ইডি'র সমালোচনা করেন ৷ তাঁর বিরুদ্ধে এই তদন্তকারী সংস্থাটি মিথ্যে গল্প ফাঁদছে বলেও অভিযোগ ছিল তার ৷ তাঁর এই টুইট ও ইডি'র তদন্ত সম্পর্কে সাংবাদমাধ্যম থেকে পাওয়া কিছু তথ্যকে হাতিয়ার করে অভিষেককে উদ্দেশ্য করে আক্রমণ করেছিলেন মহম্মদ সেলিম ৷ টুইটে তিনি লেখেন, 'এমপি-তথা-মাফিয়া ডন যিনি কয়লা চোরাচালান থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি-সহ একাধিক কেলেঙ্কারিতে জড়িত, তিনি নিউ ইয়র্ক থেকে সেলফি শেয়ার করছেন ৷ দেশ থেকে তাঁকে পালাতে সাহায্য করেছে বিজেপি নেতারা । অভিযোগ, তিনি তার অসাধু সম্পদ পাচার করার জন্য 15 বিদেশী পতিতাদের অ্যাকাউন্ট ব্যবহার করেছেন ।" পরে সংবাদমাধ্যমেও এই 'পতিতা' শব্দ ব্যবহার করে অভিষেককে আক্রমণ করেন সেলিম ৷
সেলিমের এই টুইট নিয়েই নিন্দার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে । সিপিএমের অন্দরেও অনেকেরই মত অভিষেককে আক্রমণ করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়িয়েছেন সেলিম ৷ যৌনকর্মীদের অপমান করে ওভাবে 'পতিতা' শব্দ ব্যবহার না-করলেই পারতেন তিনি। যদিও সেদিন নিজের অবস্থান থেকে সরে দাঁড়াননি সিপিএম রাজ্য সম্পাদক । বিতর্ক শুরু হতেই তিনি বলেছিলেন, "সামাজিক মাধ্যমে লিখেছি। সামাজিক মাধ্যমেই উত্তর দেব।" পরে দেখা যায় তাঁর সোশাল মিডিয়া পেজে পতিতা শব্দটি পালটে 'যৌনকর্মী' লেখা হয়েছে ।
আরও পড়ুন: টাকা পাচারে 'পতিতা'দের অ্যাকাউন্ট ভাড়া, নাম না-করে অভিষেককে বেনজির আক্রমণ সেলিমের
কিন্তু তারপরেও এই বিতর্ক থামেনি ৷ বুধবার তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান যৌনকর্মীরা । এ বিষয়ে মহম্মদ সেলিমের প্রতিক্রিয়া পাওয়া না-গেলেও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, "যার ছোটবেলার শিক্ষা যেমন তিনি সেই ভাষাতেই কথা বলবেন ।" সেলিমের শব্দ চয়ন নিয়ে মন্তব্য করতে না-চাইলেও বুধবারের এই বিক্ষোভ নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী মুখ খোলেন । তিনি বলেন, "শুনেছি কয়েনজন বিক্ষোভ দেখিয়েছেন । কিন্তু, প্রশ্ন অন্য জায়গায় । বিক্ষোভ হল? নাকি বিক্ষোভ করানো হল ?" কারা বিক্ষোভ করিয়েছে সেই প্রশ্নই তোলেন তিনি ।
আরও পড়ুন: টাকা পাচারে 'পতিতা'দের অ্যাকাউন্ট ভাড়া, নাম না-করে অভিষেককে বেনজির আক্রমণ সেলিমের
রাজ্যের যৌনকর্মীদের অন্যতম সংগঠন দুর্বার মহিলা সমন্বয় সমিতি এই বিক্ষোভ করেনি বলেই ইটিভি ভারতের কাছে দাবি করা হয়েছে সংগঠনটির তরফে । সংগঠনটির তরফে মালা সিংহ বলেন, "আমাদের সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হয়নি । কে বা কারা করেছে আমরা জানি না । কারণ, আমাদের সংগঠন এমন কাজ করলে তা পরিকল্পনামাফিক হয়ে থাকে । ফলে, ওই বিক্ষোভে আমরা নেই ।"