কলকাতা, 12 জুন : এক-দুই সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হতে চলেছে । নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় এবার অন্তত বাংলা থেকেই 3-4 জন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বলে বিজেপি সূত্রে খবর ।
সূত্রের খবর, বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষকে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে । রাজ্য সভাপতি পদে তাঁর মাত্র দেড় বছর মেয়াদ আছে । তাঁকে সেই পদ থেকে সরিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে আসা হতে পারে । রাজ্য সভাপতি হিসাবে তিনি সফল । তিনি আরএসএস-এর ঘনিষ্ঠ । তাই, দিলীপ ঘোষকে কেন্দ্রীয় মন্ত্রী করে বাংলায় বিজেপির শক্তি বৃদ্ধি করতে চাইছে বিজেপি ।
তেমনই, বাকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকারকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে । একদিকে তিনি এলাকার ডাক্তারবাবু হিসাবে পরিচিত । অন্যদিকে, তিনি আরএসএস-এর খুবই কাছের মানুষ । তাই তাঁর নাম নিয়েও চর্চা শুরু হয়েছে ।
কেন্দ্রীয় মন্ত্রিসভার তালিকায় নাম আছে কোচবিহারের সাংসদ নিশীথ প্রমাণিকেরও । তিনি রাজবংশী সম্প্রদায়ের একজন সাংসদ । উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি ভাল ফল করেছে । তাই উত্তরবঙ্গের মানুষের পুরস্কার হিসাবে নিশীথের জায়গা পাওয়ার সম্ভাবনা আছে ।
আরও পড়ুন : দলবদলুদের কি বাংলার মানুষ আগের মতোই গ্রহণ করবে ?
বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরও কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন । কারণ বিধানসভা নির্বাচনে মতুয়ারা বিজেপিকে ভোট দিয়েছে । উত্তর 24 পরগনায় ও নদিয়া জেলায় বিজেপি যে ক'টি আসন পেয়েছে সেগুলির সবক'টিতে মতুয়া ভোটব্যাঙ্ক অটুট আছে ।
তেমনি দাপুটে সাংসদ হিসাবেই পরিচিত ব্যারাকপুরের অর্জুন সিং, বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ ও হুগলির লকেট চট্টোপাধ্যায় ৷ তাঁদেরও মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে ৷ সূত্রের খবর, এই 3 জন লড়াকু সাংসদের মধ্যে 1 জন কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেতে পারেন ।
একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে । এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নজর 2024 এর লোকসভা নির্বাচন । বাংলা থেকে বিজেপি যে 18 টি আসন জিতেছে, সেই আসনগুলি ধরে রাখতে মরিয়া পদক্ষেপ কেন্দ্রীয় নেতৃত্বের । তাই বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রীর সংখ্যা বাড়িয়ে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা দিয়ে বাংলার মানুষের মনজয় করতে চাইছেন নরেন্দ্র মোদি - অমিত শাহরা ।
আরও পড়ুন : মুকুলের ষড়যন্ত্রেই কি ভোটে ভরাডুবি বঙ্গ-বিজেপির ?
কেন্দ্রীয় মন্ত্রিসভার বিষয়ে কী ভাবছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জানতে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, " আমাকে আন্দামানের আরএসএসের দায়িত্ব দেওয়া হয় । এর পর বিজেপির রাজ্য সভাপতি করা হয় । সেই কাজও দায়িত্বের সঙ্গে করে যাচ্ছি । কেন্দ্রীয় মন্ত্রী করা হলেও সেই দায়িত্ব পালন করব । দল যা দায়িত্ব দেবে সেটা নিষ্ঠার সঙ্গেই করতে চাই ৷"
যোগাযোগ করা হয়েছিল সাংসদ সুভাষ সরকারের সঙ্গেও ৷ তিনি বলেন, "আমরা দলের সাধারণ একজন কর্মী হিসাবেই কাজ করছি । দল যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব মাথা পেতে নেব ।" উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের একজন প্রতিনিধি হিসাবে কাজ করতে চান নিশীথ প্রামাণিক ৷ তিনিও বলছেন, "আমরা দলের সৈনিক । দলে যে দায়িত্ব দেবে সেটা পালন করাই আমার ধর্ম ৷"
বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, "হুগলির মত আসনে কঠিন লড়াই করে জিতেছিলাম । তাই বাংলার মানুষের জন্য কাজ করতে চাই । দল যে দায়িত্ব দেবে সেটা পালন করতে চাই ৷"