ETV Bharat / state

COVID in IIM Joka : আইআইএম জোকার ক্যাম্পাসে করোনার হানা, আক্রান্ত 28 পড়ুয়া

বর্তমানে আইসোলেশনে রয়েছেন এখানকার 98 জন পড়ুয়া (COVID in IIM Joka ) ৷ প্রয়োজনে আইআইএম জোকায় কন্টেনমেন্ট জোন করা হতে পারেও ফিরহাদ হাকিম জানিয়েছেন ৷

corona in iim joka campus
আইআইএম জোকার ক্যাম্পাসে করোনার হানা
author img

By

Published : May 14, 2022, 5:31 PM IST

Updated : May 14, 2022, 6:42 PM IST

কলকাতা, 14 মে : করোনা সংক্রমণ থাবা বসাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের (আইআইএম) জোকা ক্যাম্পাসে ৷ গত দু'দিনে আইআইএম জোকার ক্যাম্পাসে কমপক্ষে 28 জন পড়ুয়া কোভিডে আক্রান্ত হয়েছেন বলে (Several Students infected with COVID in IIM Joka) জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ ওই ক্যাম্পাসের 98 জন পড়ুয়াকে বর্তমানে আইসোলেশনে রাখা রয়েছে বলেও শনিবার তিনি জানান ৷

আইআইএম জোকায় করোনা আক্রান্ত 28, জানালেন ফিরহাদ হাকিম

কলকাতায় দৈনিক করোনা সংক্রমণ যে বেশকিছুটা বৃদ্ধি পেয়েছে এদিন তাও স্বীকার করেছেন ফিরহাদ ৷ এদিন তিনি বলেছেন, 'প্রতিদিন যেখানে কমবেশি 5-6 জন করে করোনায় আক্রান্ত হন, গত চব্বিশ ঘণ্টায় সেখানে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন 33 জন ৷ এর মধ্যে 28 জনই আইআইএম জোকার পড়ুয়া ।" এত সংখ্যক পড়ুয়া একসঙ্গে আক্রান্ত হওয়ায় উদ্বেগে কলকাতা পৌরনিগম । নতুন করে পড়ুয়াদের করোনা পরীক্ষা করাতে চেয়ে আইআইএম কর্তৃপক্ষকে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে পৌরনিগমের তরফে । প্রয়োজনে আইআইএম জোকা ক্যাম্পাস কন্টেনমেন্ট জোন করা হতে পারে বলেও মেয়র জানিয়েছেন ৷

আরও পড়ুন : কোভিডের প্রভাব সারতে লাগতে পারে দুই বছর: গবেষণা

এদিন ফিরহাদ হাকিম বলেন,"সম্প্রতি বহু ছাত্র-ছাত্রী বাইরে থেকে এসে আইআইএম জোকায় ভর্তি হয়েছেন । ভর্তির সময় তাঁদের করোনা টেস্ট করানো হয় । বেসরকারি সংস্থাকে দিয়ে পরীক্ষা করানো হয়েছিল । সেই টেস্ট রিপোর্টগুলি ইতিমধ্যেই স্বাস্থ্যভবনের হাতে গিয়েছে । পাশাপাশি, আমরাও আক্রান্তদের পরীক্ষা করাতে চাইছি । যে 98 জন পড়ুয়া আইসোলেশনে রয়েছেন, তাঁদেরও তিন দিন অন্তর পরীক্ষা করানো দরকার । তাই আইএএম জোকাকে চিঠি দিয়েছি সেই পরীক্ষা পৌরনিগম করানো হবে বলে ।" এই ক্যাম্পাসের মধ্যেই রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, সেখানে দ্বাদশ শ্রেণির পরীক্ষাও চলছে ৷ এই বিষয়টিও ভাবাচ্ছে পৌর কর্তৃপক্ষকে ৷

কলকাতা, 14 মে : করোনা সংক্রমণ থাবা বসাল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের (আইআইএম) জোকা ক্যাম্পাসে ৷ গত দু'দিনে আইআইএম জোকার ক্যাম্পাসে কমপক্ষে 28 জন পড়ুয়া কোভিডে আক্রান্ত হয়েছেন বলে (Several Students infected with COVID in IIM Joka) জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ ওই ক্যাম্পাসের 98 জন পড়ুয়াকে বর্তমানে আইসোলেশনে রাখা রয়েছে বলেও শনিবার তিনি জানান ৷

আইআইএম জোকায় করোনা আক্রান্ত 28, জানালেন ফিরহাদ হাকিম

কলকাতায় দৈনিক করোনা সংক্রমণ যে বেশকিছুটা বৃদ্ধি পেয়েছে এদিন তাও স্বীকার করেছেন ফিরহাদ ৷ এদিন তিনি বলেছেন, 'প্রতিদিন যেখানে কমবেশি 5-6 জন করে করোনায় আক্রান্ত হন, গত চব্বিশ ঘণ্টায় সেখানে কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন 33 জন ৷ এর মধ্যে 28 জনই আইআইএম জোকার পড়ুয়া ।" এত সংখ্যক পড়ুয়া একসঙ্গে আক্রান্ত হওয়ায় উদ্বেগে কলকাতা পৌরনিগম । নতুন করে পড়ুয়াদের করোনা পরীক্ষা করাতে চেয়ে আইআইএম কর্তৃপক্ষকে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে পৌরনিগমের তরফে । প্রয়োজনে আইআইএম জোকা ক্যাম্পাস কন্টেনমেন্ট জোন করা হতে পারে বলেও মেয়র জানিয়েছেন ৷

আরও পড়ুন : কোভিডের প্রভাব সারতে লাগতে পারে দুই বছর: গবেষণা

এদিন ফিরহাদ হাকিম বলেন,"সম্প্রতি বহু ছাত্র-ছাত্রী বাইরে থেকে এসে আইআইএম জোকায় ভর্তি হয়েছেন । ভর্তির সময় তাঁদের করোনা টেস্ট করানো হয় । বেসরকারি সংস্থাকে দিয়ে পরীক্ষা করানো হয়েছিল । সেই টেস্ট রিপোর্টগুলি ইতিমধ্যেই স্বাস্থ্যভবনের হাতে গিয়েছে । পাশাপাশি, আমরাও আক্রান্তদের পরীক্ষা করাতে চাইছি । যে 98 জন পড়ুয়া আইসোলেশনে রয়েছেন, তাঁদেরও তিন দিন অন্তর পরীক্ষা করানো দরকার । তাই আইএএম জোকাকে চিঠি দিয়েছি সেই পরীক্ষা পৌরনিগম করানো হবে বলে ।" এই ক্যাম্পাসের মধ্যেই রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, সেখানে দ্বাদশ শ্রেণির পরীক্ষাও চলছে ৷ এই বিষয়টিও ভাবাচ্ছে পৌর কর্তৃপক্ষকে ৷

Last Updated : May 14, 2022, 6:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.