কলকাতা, 16 জুলাই: রাজ্য সরকারের স্কুলের ছাত্রছাত্রীদের নীল-সাদা ইউনিফর্ম তৈরির বরাত মিলেছে পৌরনিগমের আওতাধীন স্বনির্ভর গোষ্ঠিগুলির (Kolkata Municipal Corporation)। 2085টি স্কুলে মোট 1 লক্ষ 98 হাজার 900 পড়ুয়ার ইউনিফর্ম তৈরি করবে পৌরনিগমের সামাজিক ক্ষেত্র বিভাগের আওতাধীন স্বনির্ভর গোষ্ঠী ।
এই বরাত পাওয়া নিয়ে কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ মিতালি বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাদের পৌরনিগমের প্রাথমিক সব স্কুলের ছাত্রছাত্রীদের ইউনিফর্ম আমরা দিয়ে থাকি । এবারও নতুন পোশাক নীল-সাদা রঙের আমরা দেব । তবে এখন রাজ্য সরকারের অনুমোদিত স্কুলের ইউনিফর্মও তৈরি করছে আমাদের মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীগুলি । 629টি স্বনির্ভর গোষ্ঠিকে দিয়ে এই কাজ করা হচ্ছে । চলতি মাসে বেশ কিছু সরকারি বিদ্যালয়ে নতুন ইউনিফর্ম পৌঁছে যাবে ।"
আরও পড়ুন: নীল-সাদা পোশাকে বিশ্ববাংলার লোগো, বিরোধিতায় শিক্ষক মহল
কলকাতার পৌরনিগম সূত্রে খবর, 2085টি স্কুলে ইউনিফর্ম সরবরাহ করার কথা সামাজিক ক্ষেত্র বিভাগের । তবে কেন্দ্ৰীয় শিক্ষা পোর্টাল এখনও কিছু বিদ্যালয় নথিভুক্ত হওয়া বাকি আছে আর কিছু স্কুল ইউনিফর্ম পরিবর্তন করতে প্রাথমিক ভাবে গররাজি । রাজ্য শিক্ষা দফতর সরকারি সমস্ত স্কুল নীল-সাদা ইউনিফর্ম করার সিদ্ধান্ত নিয়েছে । জামায় থাকছে বিশ্ব বাংলার লোগো ।
ইউনিফর্মের জন্য বাইরে নানা সংস্থাকে বরাত দেওয়া হত । এবার পৌরনিগমকে দিয়েছে । এখন তন্তুজ ইউনিফর্মের কাপড় সরবরাহ করছে । 2 লক্ষ মিটার কাপড় দিয়েছে তাঁরা প্রথম দফায় । দ্বিতীয় দফায় আরও 2 লক্ষ মিটার দেবে বলে জানা গিয়েছে । উল্লেখ্য, এতদিন স্কুল কর্তৃপক্ষই ইউনিফর্মের রঙ পছন্দ করত। স্কুলগুলি নিজেদের মতো রং ও নকশা এবং লোগো থাকত । এবার থেকে সব এক পোশাক নীল-সাদা ইউনিফর্ম ।