কলকাতা, 6 এপ্রিল : হাইকোর্টের আদেশ মেনে আজ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের ৷ কিন্তু তিনি সকালে বুকে ব্যথা অনুভব করছিলেন ৷ তাই গাড়ি ঘুরে পৌঁছাল এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ৷ রাজ্যে গরুপাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে অনুব্রত মণ্ডলকে সমন পাঠিয়েছিল সিবিআই । বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা আসবেন বলে আগে থাকতে তৎপর ছিল সিবিআই ৷ তৃণমূল নেতার সঙ্গে একাধিক অনুগামী ভিড় জমাবে সিবিআই-এর কলকাতা সদর দফতর নিজাম প্যালেসে ৷ তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছিল নিজাম প্যালেস ।
এখন তিনি এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ৷ তাঁর চিকিৎসার জন্য সিবিআই বিশেষ মেডিক্যাল টিমের ব্যবস্থা করেছিল । সেখানে রয়েছেন দু'জন চিকিৎসক । সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা ভালো নয় ৷ তাই তাঁর আইনজীবীদের তরফে সিবিআই-এর কাছে চিকিৎসক রাখার কথা জানানো হয়েছিল ৷
সেই মতো নিজাম প্যালেসের 14 তলায় ইতিমধ্যে দু'জন চিকিৎসকের বন্দোবস্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ অনুব্রত মণ্ডল নিজাম প্যালেসে ঢুকলেই তাঁর প্রেশার এবং পালস রেট চেক করার কথা ছিল । তারপরে জিজ্ঞাসাবাদ শুরু করতেন সিবিআই আধিকারিকরা ।
আরও পড়ুন : Anubrata appeals to Calcutta HC : গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের সমনের বিরুদ্ধে হাইকোর্টে অনুব্রত
এমনকি নিরাপত্তা সুনিশ্চিত করতে ভবানীপুর থানার প্রচুর পুলিশকর্মী নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছেন । নিজাম প্যালেসের ভিতরে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সিআরপিএফ বাহিনী । কোনও রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং আইন-শৃঙ্খলার অবনতি না হয়, তার জন্য সদা সতর্ক কলকাতা পুলিশ এবং সিআরপিএফ বাহিনী ।
নিজাম প্যালেসে প্রবেশপথে গেট থেকেই চেকিং করে প্রত্যেককে ঢোকানো হচ্ছে ৷ বাইরে রয়েছে সিআরপিএফ বাহিনী ৷ সঙ্গে বহু সংখ্যক মহিলা সিআরপিএফও নামানো হয়েছে এবং বাইরের গেটের মুখে সিআরপিএফ মোতায়েন করা হয়েছে (Security tightened in Nizam Palace as TMC leader Anubrata Mandal is coming) ।
গরু পাচারকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদ করতে বুধবার সিবিআই কলকাতার নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (CBI Summons Anubrata Mandal) ৷ সূত্রের খবর, এদিন ইতিমধ্যেই আইনজীবীদের সঙ্গে তিনি কলকাতায় এসে পৌঁছেছেন ৷
আরও পড়ুন : Anubrata in SSKM : সকাল থেকেই বুকে ব্যথা, অনুব্রত পৌঁছলেন এসএসকেএমে
প্রসঙ্গত উল্লেখ্য, গরুপাচার কাণ্ডে (cow smuggling case news) জিজ্ঞাসাবাদ করতে চেয়ে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal in Calcutta HC against CBI summon) সিবিআই যে সমন পাঠিয়েছিল, তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি । তিনি বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে আবেদন জানান ৷ কিন্তু বিচারপতি তার আবেদন খারিজ করে সিবিআই-এর তদন্তে সহযোগিতার নির্দেশ দেন অনুব্রতকে ৷ তাই অগত্যা শেষরক্ষা হল না ৷ আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের শক্তিশালী নেতা ৷