কলকাতা, 7 মে : করোনা মোকাবিলায় লোকাল ট্রেনের পাশাপাশি এবার বাতিল হতে চলেছে এক্সপ্রেস ও স্পেশাল ট্রেনও ৷ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে শিয়ালদহ - লালগোলা এক্সপ্রেসের পরিষেবা । আজ থেকে বন্ধ হয়ে গেল এই এক্সপ্রেস ট্রেনটি ।
এরফলে স্বাভাবিকভাবেই নাকাল হতে হবে যাত্রীদের ৷ কারণ এখনও পর্যন্ত ভালই যাত্রী ভিড় রয়েছে এই ট্রেনটিতে ।
পাশাপাশি ইতিমধ্যেই জানানো হয়েছে যে গতবছর থেকে ন্যাশনাল ট্রান্সপোর্টার যে স্পেশাল ট্রেনগুলি চলছিল তার বেশিরভাগেই এখন যাত্রী সংখ্যা প্রায় তলানিতে এসে ঠেকেছে । তাই 7 মে থেকে 16 টি স্পেশাল ট্রেন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।